বিক্রম ব্যানার্জী, কলকাতা: বর্তমানে ডিজিটাল পেমেন্ট অনেকটাই সহজ হয়েছে UPI-র হাত ধরে। ছোট হোক কিংবা বড় অঙ্ক, যেকোনও লেনদেনের ক্ষেত্রেই UPI পেমেন্ট এখন সাধারণ মানুষের অন্যতম ভরসার জায়গা হয়ে উঠেছে। মূলত Phonepe, Gpay ও Paytm ব্যবহার করেই নিমেষে হয়ে যায় মোটা অঙ্কের লেনদেন। এবার সেই নিয়মেই আসছে বড় বদল।
হ্যাঁ, আগামী 1 আগস্ট থেকেই UPI পেমেন্টের ক্ষেত্রে একাধিক নতুন নিয়ম চালু করছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। ইতিমধ্যেই সে বিষয়ে বিস্তরে একটি সার্কুলার জারি করেছে NPCI। কোন কোন ক্ষেত্রে আসবে বদল? কোন কাজ এরপর থেকে আর করা যাবে না? রইল বিস্তারিত।
কোন কোন ক্ষেত্রে বদলে যাচ্ছে UPI?
ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার সার্কুলার অনুযায়ী, আগামী আগস্ট মাস থেকেই Phonepe, Gpay ও Paytm UPI ব্যবহারের ক্ষেত্রে বেশকিছু নতুন নিয়ম চালু হতে চলেছে। যা খবর, মূলত ব্যাঙ্ক ব্যালেন্স চেক, অটোপে অনুমোদন করা, লেনদেনের আপডেট দেখার মতো বিষয়গুলিতে বদল আসতে চলেছে।
কী কী বদল আসবে?
বারবার করে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করা আর যাবে না!
নতুন নির্দেশিকা অনুযায়ী, এবার থেকে UPI গ্রাহকরা নিজের স্মার্টফোন থেকে UPI অ্যাপ যেমন, Phonepe, Gpay, Paytm ব্যবহার করে বারবার ব্যালেন্স চেক করতে পারবেন না। এর অর্থ, একজন গ্রাহক যদি Phonepe ও Paytm উভয় অ্যাপ একসাথে ব্যবহার করেন, সে ক্ষেত্রে তিনি প্রতিটি অ্যাপে মাত্র 50 বার তার ব্যালেন্স চেক করতে পারবেন। জানা যাচ্ছে, মূলত UPI অ্যাপগুলি যাতে ঠিকভাবে কাজ করে, সেজন্যই এই নয়া নিয়ম আনতে চলে NPCI। কারণ, অনেক সময় বারবার ব্যালেন্স চেক করার ফলে অ্যাপের গোটা সিস্টেম স্লো হয়ে যায়।
ব্যাঙ্কের উদ্দেশ্যে বড় নির্দেশ
ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফে নির্দেশ দেওয়া হয়েছে, এবার থেকে ব্যাঙ্কগুলি তাদের গ্রাহকদের কাছে উপলব্ধ ব্যালেন্সের তথ্য পাঠাবে। হ্যাঁ, ব্যবহারকারীরা যাতে বারবার UPI অ্যাপ ব্যবহার করে ব্যাঙ্ক ব্যালেন্স চেক না করেন সে জন্যই ব্যাঙ্কগুলিকে উপলব্ধ ব্যালেন্সের তথ্য গ্রাহকের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছে NPCI।
অবশ্যই পড়ুন: মোহনবাগান নিয়ে বিরাট মন্তব্য তারকা ফুটবলারের
জরিমানা করা হতে পারে
জানা যাচ্ছে, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশনের নির্দেশ মেনে ব্যাঙ্কগুলি যদি প্রয়োজনীয় কাজ না করে বা নিয়ম লঙ্ঘন করে সেক্ষেত্রে API ব্লকিং ও জরিমানার মতো পদক্ষেপ নিতে পারে NPCI। বলা বাহুল্য, সমস্ত সিস্টেম-জেনারেটেড API সারিবদ্ধ থাকবে এবং তাদের গতি সীমিত থাকবে তা নিশ্চিত করতে আগামী 31 আগস্টের মধ্যে সমস্ত PSP-কে অঙ্গীকারপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছে NPCI।