৪০ মিনিটেই পুরনো ফোন বদলে নিয়ে নিন নতুন স্মার্টফোন, নয়া পরিষেবা Flipkart-র

Published on:

Old Smartphone Exchange

সৌভিক মুখার্জী, কলকাতা: স্মার্টফোন দুনিয়ায় নয়া চমক! নতুন মডেলের আনাগোনা তো প্রতিদিনের ঘটনা। তবে এবার বাজারে পা রাখছে অত্যাধুনিক সার্ভিস! স্বাভাবিকভাবে অনেকেই পুরনো ফোন বাদ দিয়ে নতুন ফোন কিনতে চায়। তবে সমস্যা হয় পুরনো ফোনটি নিয়ে। কারণ সেটি ফেলেও দেওয়া যায় না, আবার বিক্রি করতেও বিপাকে পড়তে হয়।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

তবে সেই সমস্যার দিন শেষ। কারণ, Flipkart এবার বিরাট এক সার্ভিস নিয়ে হাজির হয়েছে। জানা যাচ্ছে, মাত্র 40 মিনিটেই পুরনো ফোন বদলে (Old Smartphone Exchange) নতুন ফোন নেওয়া যাবে, তাও আপনার দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। কি অবাক লাগছে শুনতে? আসলে এটাই সত্যি। চলুন পুরো ব্যাপারটি বুঝে নেওয়া যাক।

পুরনো ফোন বদলে নতুন স্মার্টফোন

Flipkart এবার তাদের নতুন পরিষেবা Flipkart Minutes চালু করেছে। এর মাধ্যমে আপনি পুরনো স্মার্টফোন বদলে নতুন ফোন পেয়ে যাবেন মাত্র 40 মিনিটের মধ্যেই। তবে এই পরিষেবা আপাতত দিল্লি, বেঙ্গালুরু এবং মুম্বাইয়ের নির্দিষ্ট কিছু পিন কোডে চালু হয়েছে। তবে জুলাই মাসের মধ্যে ধীরে ধীরে দেশের অন্যান্য শহরেও চালু হয়ে যাবে বলে জানানো হয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কীভাবে কাজ করবে পরিষেবা?

আপনি যখন নতুন কোনও ফোন কিনবেন, তখন Flipkart Minutes অ্যাপে একটি “Exchange” অপশন থাকবে। সেখানে গিয়ে আপনার পুরনো ফোনের ব্র্যান্ড মডেল, ইএমআই নম্বর ও কন্ডিশনের সমস্ত তথ্য ইনপুট করতে হবে।

এরপর সমস্ত তথ্য দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার পুরনো ফোনের একটি দাম দেখাবে অ্যাপটি। যদি আপনি এক্সচেঞ্জে রাজি থাকেন, তাহলে Flipkart-র কোনও ডেলিভারি বয় আপনার ঠিকানায় পৌঁছে যাবে, আর ফোনটি চেক করে নিয়ে যাবে। তারপর সেই এক্সচেঞ্জ মূল্যে ছাড় দিয়েই আপনাকে নতুন স্মার্টফোন দেওয়া হবে। আর এই পুরো প্রক্রিয়াটি মোটামুটি 40 মিনিটের মধ্যেই সম্পন্ন হবে।

বদলানো যাবে ভাঙা ফোনও

Flipkart-র এই পরিষেবার সবথেকে বড় আকর্ষণ হল, আপনার ফোন যদি ক্ষতিগ্রস্ত হয়, অর্থাৎ ভেঙে যায়, তাহলেও আপনি এক্সচেঞ্জ করতে পারবেন। এমনকি ফোনের অবস্থা অনুযায়ী আপনি 50% পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু পেতে পারেন। অর্থাৎ, ফোন যত ভালো থাকবে, ডিসকাউন্ট তত বেশি পাবেন। 

এক্সচেঞ্জ করতে চাইলে কী করবেন?

যদি আপনি পুরনো ফোন একচেঞ্জ করে নতুন ফোন নিতে চান, তাহলে আপনাকে কয়েকটি ধাপ অবলম্বন করতে হবে। আর সেগুলি হল—

  • প্রথমে Flipkart অ্যাপে গিয়ে আপনার নতুন স্মার্টফোনটিকে সিলেক্ট করতে হবে।
  • এরপর “Exchange” অপশনে গিয়ে “Check Price” অপশনটিতে ক্লিক করতে হবে।
  • এরপর আপনার পুরোনো ফোনের ব্র্যান্ড মডেল এবং সমস্ত তথ্য ইনপুট করতে হবে।
  • এরপর আপনার পুরনো ফোনের মূল্য জানার পর অর্ডার কনফার্ম করতে হবে। 
  • তারপর Flipkart-র কোনও ডেলিভারি বয় আপনার কাছে এসে ফোনটি সংগ্রহ করে নিয়ে যাবে, আর আপনি নতুন স্মার্টফোন পেয়ে যাবেন মাত্র 40 মিনিটেই।

আরও পড়ুনঃ পাঁশকুড়া-দিঘা লোকাল ট্রেনের সময় আরও বাড়াল রেল

এক কথায়, পুরোনো ফোন বিক্রি করতে গেলে যেখানে হ্যাপা পোহাতে হয়, বাজারে ঘোরা, দর কষাকষি, বহু অপেক্ষা, সেখানে Flipkart-র এই নতুন সার্ভিস এক্কেবারে আপনার দোরগোড়ায় এসে সব সমস্যার সমাধান করে দিয়ে যাচ্ছে। তাই এখনই বদলে ফেলুন আপনার পুরনো ফোন, আর 40 মিনিটের মধ্যে হাতে পেয়ে যান নতুন ব্র্যান্ডেড স্মার্টফোন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group