7,000 mAh ব্যাটারি, উন্নত প্রসেসর! মধ্যবিত্তর বাজেটে লঞ্চ হল Oppo-র F31 5G সিরিজ

Published on:

Oppo F31 5G

সৌভিক মুখার্জী, কলকাতা: স্মার্টফোনের দুনিয়ায় আবারও চমক দিলে Oppo। গতকাল অর্থাৎ সোমবার ভারতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে Oppo F31 5G সিরিজ। সেই সূত্রে বাজারে এসেছে তাদের তিনটি মডেল F31 Pro+, F31 Pro এবং F31। কোম্পানি  দাবি করছে, ডিজাইন থেকে শুরু করে পারফরম্যান্স, সবদিক থেকেই নজর কাড়বে এই মডেলগুলি।

টেকসই ডিসাইন এবং ডিসপ্লে

প্রসঙ্গত, এই তিনটি মডেল এই রয়েছে IP66, IP68 এবং IP6 রেটিং, যেগুলি জল, ধুলো এবং হাই প্রেসার ওয়াটার জেটের সঙ্গে টেক্কা দেবে। এদিকে F31 Pro+ মডেলটিতে থাকছে 6.8 ইঞ্চির একটি ফ্ল্যাট AMOLED ডিসপ্লে। পাশাপাশি F31 Pro এবং F31 মডেলগুলিতে থাকবে 6.7 ইঞ্চির একটি ফ্ল্যাট AMOLED ডিসপ্লে। তাই ডিসপ্লে নিয়ে আলাদা করে আর কিছু বলার অপেক্ষা রাখে না।

ব্যাটারি এবং চার্জিং

এই মডেলগুলি সবথেকে বেশি চমক দিচ্ছে ব্যাটারিতে। কারণ গোটা সিরিজেই রয়েছে বিরাট 7,000 mAh-র ব্যাটারি, যার সঙ্গে দেওয়া হচ্ছে 80W ফাস্ট চার্জার। ফলে একবার চার্জ দিলেই সারাদিন অনায়াসে ফোন ব্যবহার করা যাবে। চার্জ দেওয়ার আর কোনও ঝামেলা থাকবে না। গেমিং থেকে শুরু করে হাই গ্রাফিক্স এডিটিং, কিংবা ভারী কাজ, অনায়াসে করা যাবে।

প্রসেসর ও পারফরম্যান্স

যেমনটা জানা যাচ্ছে, F31 Pro+ মডেলটিতে রয়েছে শক্তিশালী Snapdragon 7 Gen 3 চিপসেট, যেখানে সর্বাধিক 12GB RAM এবং 256GB স্টোরেজ দেওয়া হচ্ছে। F31 Pro মডেলটিতে ব্যবহার করা হচ্ছে MediaTek Dimensity 7300 Energy প্রসেসর এবং F31 মডেলটিতে রয়েছে Dimensity 6300 (6nm) চিপসেট। তাই গেমিং-এর দিক থেকে একেবারে সেরা হতে চলেছে এই ফোন।

ক্যামেরা সেটআপ

এই ফোনগুলি ক্যামেরাতেও চমক দিচ্ছে। কারণ ফটোগ্রাফি প্রেমিদের জন্য এই সিরিজে দেওয়া হচ্ছে 50MP OIS মেইন ক্যামেরা, 2MP মনোক্রোম সেন্সর এবং সেলফির জন্য একটি 32MP ফ্রন্ট ক্যামেরা। তবে বেস মডেল F31 এর সেলফির জন্য 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ বাংলায় ২ হাজারের বেশি প্রাথমিক শিক্ষক নিয়োগ, কারা করতে পারবে আবেদন? জানাল পর্ষদ

দাম কত এই মডেলগুলির?

এই মডেলগুলি মূলত মধ্যবিত্তর বাজেটে চলে আসবে। যেমনটা জানা যাচ্ছে, Oppo F31 Pro+ 5G ফোনটি 8+256GB ভ্যারিয়েন্টের দাম 32,999 টাকা এবং 12+256GB ভ্যারিয়েন্টের দাম 34,999 টাকা। এই ফোনটি আগামী 19 সেপ্টেম্বর থেকে বিক্রি শুরু হবে। Oppo F31 Pro 5G ফোনটির 8+128GB ভ্যারিয়েন্টের দাম 26,999 টাকা, 8+256GB ভ্যারিয়েন্টের দাম 28,999 টাকা এবং 12+256GB ভ্যারিয়েন্টের দাম 30,999 টাকা। ফোনটি আগামী 19 সেপ্টেম্বর থেকে বিক্রি শুরু হবে। Oppo F31 5G ফোনটির 8+128GB ভ্যারিয়েন্টের দাম 22,999 টাকা এবং 8+256GB ভ্যারিয়েন্টের দাম 24,999 টাকা। এই ফোনটি আগামী 27 সেপ্টেম্বর থেকে বিক্রি শুরু হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥