১০ লক্ষ টাকার কমে ৬ এয়ারব্যাগ সহ ভরপুর ফিচার! বাজার কাঁপাচ্ছে এই ৫ গাড়ি

Published:

Top 5 Car
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: আজকের দিনে দাঁড়িয়ে সবাই এমন গাড়ি কিনতে চায়, যা মিলবে সাশ্রয়ী মূল্যে, পাওয়া যাবে বিশেষ সুরক্ষা এবং উন্নত মানের ফিচার। আর  সুরক্ষার কথা বলতে গেলে তো এয়ার ব্যাগের প্রসঙ্গ প্রথমেই আসে। ভারতের বাজারে দিনের পর দিন গাড়ি নির্মাতা সংস্থাগুলি এবার এইদিকেই ঝুঁকছে। 

হ্যাঁ, এখন ছয়টি এয়ারব্যাগ থাকা গাড়ি মানে শুধু বিলাসিতা নয়, বরং সবার প্রথম পছন্দ। আর সবথেকে বড় কথা, এই গাড়িগুলি এখন 10 লক্ষ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। তো চলুন জেনে নেওয়া যাক এমন কিছু গাড়ির (Top 5 Car) মডেল সম্পর্কে, যেগুলি আপনাকে দেবে উন্নত নিরাপত্তা ব্যবস্থা এবং দাম থাকবে বাজেটের মধ্য।

ছয়টি এয়ারব্যাগ কেন গুরুত্বপূর্ণ?

প্রথমত, কোন দুর্ঘটনার সময় গাড়ির সামনে এবং পাশের দিকে থেকে ধাক্কা লাগলে যাত্রীদের মাথা, বুক বা কোমরে সবথেকে বেশি আঘাত লাগে। আর সে কারণেই এখন গ্লোবাল এনসিএপি ছয়টি এয়ারব্যাগ যুক্ত গাড়িকে বেশি নিরাপদ হিসেবে বিবেচনা করছে।

Maruti Suzuki Alto K10

Maruti Suzuki Alto K10 একটি কম্প্যাক্ট, সাশ্রয়ী এবং শহুরে জীবনযাপনের জন্য সেরা গাড়ি। এই গাড়িটিতে রয়েছে ছয়টি এয়ারব্যাগ, ESP, ABS with EBD ব্রেকিং সিস্টেম। পাশাপাশি থাকছে রিভার্স পার্কিং সেন্সরের মত প্রযুক্তি। আর এই গাড়িটির বাজার মূল্য শুরু হচ্ছে মাত্র 5.5 লক্ষ টাকা থেকে।

Maruti Suzuki Eeco

সবথেকে সস্তার সেভেন সিটার গাড়ি Maruti Suzuki Eeco, যা পারিবারিক ব্যবহারের জন্য সবথেকে সেরা বিকল্প। এই গাড়িটিতে রয়েছে ছয়টি এয়ারব্যাগ, স্পিড অ্যালার্ট সিস্টেম এবং রিভার্স পারকিং সেন্সর। আর এই গাড়িটির দাম শুরু হচ্ছে মাত্র 5.8 লক্ষ টাকা থেকে।

Maruti Suzuki Celerio

নতুন ডিজাইন এবং উন্নত সুরক্ষা ব্যবস্থা নিয়ে আবারও বাজারে ফিরছে Maruti Suzuki Celerio। হ্যাঁ, এই গাড়িটিতে থাকছে ছয়টি এয়ারব্যাগ, হিল হোল্ড অ্যাসিস্ট এবং ইলেকট্রনিক্স স্ট্যাবিলিটি প্রোগ্রাম (ESP)। আর এই গাড়িটির দাম শুরু হচ্ছে মাত্র 6.2 লক্ষ টাকা থেকে।

Maruti Suzuki WagonR

ভারতের অন্যতম জনপ্রিয় এই গাড়িটি এখন আরও নিরাপদ। কারণ এতে যুক্ত করা হচ্ছে আরও উন্নত সেফটি ফিচার। এই গাড়িটিতে রয়েছে এখন ছয়টি এয়ারব্যাগ, ESP, হিল হোল্ড অ্যাসিস্ট ফিচার এবং উন্নত ব্রেকিং সিস্টেম। এই গাড়ির দাম শুরু হচ্ছে মাত্র 6.7 লক্ষ টাকা থেকে।

আরও পড়ুনঃ পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রতিবাদে বাংলার মুসলিম শিক্ষকের ধর্মত্যাগ!

Hyundai Grand i10 Nios

এই তালিকার একমাত্র নন-মারুটি গাড়ি Hyundai Grand i10 Nios, যা নিরাপত্তার দিক থেকে বেশ এগিয়ে। এই গাড়িটিতে থাকছে ছয়টি এয়ারব্যাগ, 30টির বেশি সেফটি ফিচার এবং উন্নত ডিজাইন ও স্মার্ট ইন্টেরিয়ার। আর এই গাড়ির দাম শুরু হচ্ছে মাত্র 7.3 লক্ষ টাকা থেকে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join