সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান সময়ে দাঁড়িয়ে দোকান কিংবা পেট্রোল পাম্প, ইউপিআই পেমেন্ট করতে স্মার্টফোন আর কিউআর কোড স্ক্যান করা আমাদের নিত্যদিনের অভ্যাস। তবে যাদের কাছে স্মার্টফোন নেই বা কিউআর কোড ব্যবহার করতে পারেন না, তাদের জন্য এবার বিরাট খবর সামনে এল। ভারতীয় স্টার্ট-আপ সংস্থা Proxgy এবার লঞ্চ করছে নতুন পেমেন্ট ডিভাইস ThumbPay। আর এর মাধ্যমে মোবাইল বা QR কোড, কিছুই দরকার পড়বে না। শুধুমাত্র আঙুলের ছাপ দিলেই হয়ে যাবে পেমেন্ট।
কীভাবে কাজ করবে এই ThumbPay?
আসলে ThumbPay মূলত আধার অথেনটিকেশন আর ইউপিআই সিস্টেমের মাধ্যমে চলবে। গ্রাহককে শুধুমাত্র ডিভাইসের উপর নিজের আঙুলটিকে ছোঁয়াতে হবে। প্রথমে আঙুলের ছাপ যাচাই করবে আধার এনেবেল্ড পেমেন্ট সিস্টেম। তারপর স্বয়ংক্রিয়ভাবেই ইউপিআই এর মাধ্যমে এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে টাকা ট্রান্সফার হয়ে যাবে। এতে মোবাইল ফোন লাগবে না, এমনকি কোনও কিউআর কোড বা কার্ডেরও দরকার পড়বে না।
তবে Proxgy জানিয়েছে, ThumbPay ডিভাইসে একটি সার্টিফায়েড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হবে এবং একটি ফ্রড ডিটেকশন সিস্টেম থাকবে। এছাড়া অতিরিক্ত সুরক্ষার জন্য একটি ছোট ক্যামেরা দেওয়া হচ্ছে। ব্যবহার শেষে UV স্টেরিলাইজেশন সিস্টেম আঙুল রাখার জায়গা জীবাণুমুক্তও করে দেবে।
শুধু আঙুল এই নয়, থাকছে আরও সুবিধা
প্রসঙ্গত, ThumbPay-তে থাকছে আরও কিছু স্মার্ট ফিচার। হ্যাঁ, এতে দেওয়া হবে কিউআর কোড পেমেন্ট সাপোর্ট, এনএফসি পেমেন্ট, ইউপিআই ও সাউন্ড বক্স সাপোর্ট, পাশাপাশি ওয়াইফাই ও 4G কানেক্টিভিটি থাকবে। অর্থাৎ, বড় বড় শোরুম থেকে শুরু করে ছোট ছোট দোকান, সব জায়গায় ব্যবহার করা যাবে এই সিস্টেম।
আরও পড়ুনঃ আচমকা নয়, সবটাই ছিল পরিকল্পিত! লাদাখ হিংসা নিয়ে অফিসিয়াল ব্যাখ্যা
দাম কত এর?
এখনও পর্যন্ত বেশ কয়েকটি রিপোর্ট মারফৎ যা খবর, এই ডিভাইসটির দাম মোটামুটি 2000 টাকার মধ্যে। ব্যাটারিতেই চলবে এটি। তাই বিদ্যুৎ না থাকলেও দোকানদাররা ব্যবহার করতে পারবে। তবে কোম্পানি দাবি করছে, ThumbPay ইতিমধ্যেই পাইলট ট্রায়াল সফল করে ফেলেছে। আর এখন UIDAI ও NPCI এর সিকিউরিটি কমপ্লায়েন্স চেক চলছে। সবুজ সংকেত মিললেই চালু হবে এই ডিভাইস।