Netflix, Jio Cinema এবং Hotstar-কে টক্কর! একদম বিনামূল্যে OTT প্ল্যাটফর্ম আনল কেন্দ্র

Published on:

prasar bharati

প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: আজকাল OTT প্ল্যাটফর্মে সিনেমা, ওয়েব সিরিজ দেখার চল বেশ বেড়েছে নয়া প্রজন্মের মধ্যে। Netflix, Jio Cinema এবং Hotstar ইতিমধ্যেই বাজারে দাপট দেখাতে শুরু করেছে। আর বিনোদন উপভোগ করতে গেলে দরকার সাবস্ক্রিপশন। যার জন্য পকেট থেকে প্রতি মাসে মোটা টাকাই খসাতে হয়। তাই সেক্ষেত্রে অনেকেই পিছু পা হন। তবে যারা সাবস্ক্রিপশন ছাড়াই কন্টেন্ট অ্যাক্সেস করতে চান তাদের জন্য দারুণ সুখবর নিয়ে আসতে চলেছে প্রসার ভারতী।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

IFFI-এ লঞ্চ হল প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম

জানা গিয়েছে, দেশের পাবলিক সার্ভিস ব্রডকাস্টার প্রসার ভারতীও এবার প্রবেশ করতে চলেছে ওটিটির দুনিয়ায়। ওভার দ্য টপ স্ট্রিমিং মার্কেটে পা রাখতে চলেছে প্রসার ভারতী। ভারতের ৫৫ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অর্থাৎ IFFI এর আনুষ্ঠানিক উদ্বোধনের দিন গোয়ার মুখ্যমন্ত্রী এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব এর উপস্থিতিতে ভারতের পাবলিক ব্রডকাস্টার প্রসার ভারতী তার নিজস্ব OTT প্ল্যাটফর্ম ‘ওয়েভস’ চালু করেছে।

এই বিষয়ে সংস্থার তরফে এক্স- এ লেখা হয়েছিল যে প্রসার ভারতী IFFI-তে ‘WAVES’ OTT প্ল্যাটফর্ম চালু করেছে। প্ল্যাটফর্মটির লক্ষ্য হল ক্লাসিক বিষয়বস্তু এবং সমসাময়িক প্রোগ্রামিংয়ের এর মাধ্যমে উন্নত ডিজিটাল প্রবণতাকে দর্শকদের সামনে তুলে ধরা।’

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কী কী সুবিধা পাওয়া যাবে?

জানা গিয়েছে, এই OTT প্ল্যাটফর্মে ৬৫ টি লাইভ চ্যানেল সহ Waves-এ অনেক সুবিধা দিতে চলেছে গ্রাহকদের। ১২ টিরও বেশি ভাষায় এটি উপলব্ধ থাকবে। ভিডিও-অন-ডিমান্ড, ফ্রি-টু-প্লে গেমস, এমনকি ONDC-এর সহযোগিতায় অনলাইন কেনাকাটার সুবিধা রয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব সঞ্জয় জাজু বলেন, “WAVES ওটিটি সরকারের ডিজিটাল ইন্ডিয়া ভিশনের একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। যার মাধ্যমে গ্রামীণ দর্শকদের অ্যাক্সেস প্রদান করে ডিজিটাল মিডিয়া এবং বিনোদন এর মধ্যে সেতু নির্মাণ করবে।”

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group