সবথেকে পাতলা, দাম ২০,০০০-র মধ্যে! জুলাইয়ে লঞ্চ হচ্ছে ফিচার্সে ভরপুর iQOO Z10R

Published on:

iQOO Z10R

সৌভিক মুখার্জী, কলকাতা: স্মার্টফোনের বাজারে এবার চমক দিচ্ছে iQOO! আগামী 24 জুলাই ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে iQOO Z10R, যা কিনা হতে চলেছে সবথেকে পাতলা কোয়াড-কার্ভড ডিসপ্লেওয়ালা ফোন। আর এটির দাম রাখা হচ্ছে 20 হাজার টাকার নীচে। একদিকে দুর্দান্ত ফিচার্স, অন্যদিকে সেরা ডিজাইন, এই দুই মিলিয়ে মিড-রেঞ্জ সেগমেন্টের মধ্যে গেমচেঞ্জার হতে চলেছে iQOO-র এই মডেল।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

স্টাইলের দিক থেকে নজরকাড়া iQOO Z10R

iQOO জানিয়েছে, iQOO Z10R ফোনটি Aquamarine ও Moonstone রঙের ভ্যারিয়েন্টে বাজারে আসবে। এমনকি ফোনটি মাত্র 7.39 মিলিমিটার পুরু। ফলে এটি হতে চলেছে ভারতের সবথেকে পাতলা কোয়াড-কার্ভড ডিসপ্লে ফোন। তবে শুধুমাত্র পাতলার দিক থেকে নয়, বরং ফোনটি IP68 ও IP69 রেটিং যুক্ত। অর্থাৎ, জল-ধুলো সবকিছু প্রতিরোধ করতে প্রস্তুত। এমনকি মিলিটারি-গ্রেড শক রেসিস্ট্যান্স যুক্ত করা হচ্ছে এই ফোনটিতে। 

ডিসপ্লে ও ক্যামেরা

জানা গিয়েছে, ফোনটিতে থাকবে 120Hz রিফ্রেশ রেট যুক্ত কোয়াড-কার্ভড ডিসপ্লে, যা গেমিং থেকে শুরু করে ভিডিও দেখা, সবকিছুতেই করবে বাজিমাত। ক্যামেরার সেগমেন্টেও পিছিয়ে নেই ফোনটি। সামনে থাকছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যা 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবে। আর পেছনে থাকছে 50 মেগাপিক্সেলের Sony IMX882 প্রাইমারি ক্যামেরা, যার সঙ্গে OIS যুক্ত থাকবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

পারফরম্যান্সে কেমন ফোনটি?

বলে রাখি, iQOO Z10R ফোনটি চলবে MediaTek Dimensity 7400 প্রসেসর দ্বারা। পাশাপাশি ফোনটির AnTuTu স্কোর 7.5 লক্ষেরও বেশি, যা মিড-রেঞ্জের ফোনের মধ্যে একেবারে সেরা। এমনকি ফোনটিতে থাকছে 8GB RAM ও 256GB স্টোরেজ। আর সফটওয়্যারের দিক থেকে iQOO Z10R চলবে Android 15 ভিত্তিক FuntouchOS 15-র উপর ভিত্তি করে।

ব্যাটারি ও কুলিং সিস্টেম

ব্যাটারির ক্ষেত্রে রয়েছে এই ফোনে বিরাট চমক। হ্যাঁ, ফোনটিতে থাকছে 5700mAh ব্যাটারি, যার সঙ্গে বাইপাস চার্জিং সাপোর্ট দেওয়া হচ্ছে। ফলে চার্জ দিতে গেলে ফোন গরম হবে না। সবথেকে বড় ব্যাপার, একটি বড় গ্রাফাইট কুলিং এরিয়া রয়েছে, যাতে গেমিং বা হেবি ইউজে ফোনটি ঠান্ডা থাকে। আর ডুয়াল স্টেরিও স্পিকারের জন্য থাকছে সাউন্ড কোয়ালিটিও প্রোগ্রাম।

আরও পড়ুনঃ ফিচার্সে নজরকাড়া, দাম মধ্যবিত্তদের বাজেটে! আসছে Suzuki Jimny-র ফেসলিফ্ট ভার্সন

দাম কত এই ফোনের?

অ্যামাজন ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, iQOO Z10R ফোনের দাম হতে পারে মোটামুটি 20 হাজার টাকার মধ্যে। আর এই দামে এত প্রিমিয়াম ফিচার, নিঃসন্দেহে মিড-রেঞ্জের মার্কেটে এই ফোনটিকে সেরাদের সেরা কাতারে তুলে দেবে। এখন শুধু আগামী 24 জুলাই এই ফোনটি লঞ্চ হওয়ার অপেক্ষা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group