7000mAh ব্যাটারি, ধামাকাদার ফিচার্স! ২০ নভেম্বর লঞ্চ হচ্ছে Realme GT 8 Pro

Published:

Realme GT 8 Pro
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: আপনি কি বাজেটের মধ্যে ধামাকাদার কোনও স্মার্টফোন খুঁজছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সুসংবাদ। কারণ, আগামী 20 নভেম্বর লঞ্চ হতে চলেছে ফ্লাগশিপ স্মার্টফোন Realme GT 8 Pro। এমনকি এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়েছে Realme। আর অবশেষে লঞ্চের তারিখ ঘোষণা করা হল তাদের তরফ থেকে। এই ফোন সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহী হলে অবশ্যই প্রতিবেদনটি পড়ুন।

20 নভেম্বর লঞ্চ হচ্ছে Realme GT 8 Pro

Realme আজ আনুষ্ঠানিকভাবেই জানিয়েছে যে, এই Realme GT 8 Pro স্মার্টফোনটি আগামী 20 নভেম্বর দুপুর বারোটা থেকেই ভারতের বাজারে লঞ্চ হবে। আর এই দিন থেকেই ফ্লিপকার্ট, অ্যামাজন ও Realme-র অফিসিয়াল স্টোরের মাধ্যমে ফোনটি পাওয়া যাবে।

কী কী ফিচার থাকবে এই ফোনের?

ডিসপ্লে- এই ফোনটিতে পাওয়া যাবে একটি 2K রেজোলিউশনের চোখ ধাঁধানো ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 144Hz এবং ব্রাইটনেস 7000 নিট পর্যন্ত।

প্রসেসর- এই ফোনটিতে ব্যবহার করা হচ্ছে Snapdragon 8 Elite Gen 5 SoC প্রসেসর। সঙ্গে 3nm TSMC এর 2nd gen চিপসেট দেওয়া হচ্ছে, যা গেমিং কিংবা যে কোনও ভারী কাজের জন্য একেবারে সেরার সেরা পারফরমেন্স দেবে।

ব্যাটারি– এই ফোনটি সবথেকে বেশি চমক দিচ্ছে ব্যাটারিতে। কারণ, এতে দেওয়া হবে একটি 7000mAh এর বিরাট ব্যাটারি, যার সঙ্গে 120W ফাস্ট চার্জিং সাপোর্ট নেবে।

অন্যান্য ফিচার- এই ফোনটিতে পাওয়া যাবে GT Boost 3.0, 7K Ultimate VC কুলিং সিস্টেম, সিমেট্রিক মাস্টার অ্যাকোস্টিক স্পিকার। সঙ্গে IP69 রেটিং থাকবে, যা জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষা দেবে। এছাড়া ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা পাওয়া যাবে।

রং- ডিভাইসটি ডায়েরি হোয়াইট ও আরবান ব্লু রংয়ের বিকল্পে বাজারে আসছে। ডায়েরি হোয়াইট ভেরিয়েন্টটি থাকবে ফ্রস্টেড গ্লাসের সাথে এবং আরবান ব্লু ভেরিয়েন্টটি থাকবে কাগজের মতো চামড়ার সাথে। উল্লেখ্য, এই ফোনের ওজন মাত্র 214 গ্রাম।

আরও পড়ুনঃ এই কাজ না করলেই ১ জানুয়ারি থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে PAN কার্ড!

তাই যারা বাজেটের মধ্যে ধামাকাদার কোনও স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য এটিই হতে পারে দারুণ বিকল্প। শুধু আগামী 20 নভেম্বর পর্যন্ত এখন অপেক্ষা করার পালা।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join