পার্থ সারথি মান্না, কলকাতাঃ নতুন বছরের আগে পুরোনো ফোন পাল্টে নতুন ফোন কিনতে চান? তাহলে আজকের প্রতিবেদনটি আপনারই জন্য। প্রতিমাসেই কমবেশি নতুন ফোন লঞ্চ হয়, তবে কিছু ফোন থাকে যেগুলো বাজেটের মধ্যে যেমন ফিট হয় তেমনি দুর্দান্ত সব ফিচার্স অফার করে। এমনই একটি ফোন হল Realme V60 Pro। চলুন দেখে নেওয়া যাক ফোনটির ফিচার্স ও স্পেসিফিকেশন সম্পর্কে।
Realme V60 Pro
প্রিমিয়াম ডিজাইন আর দমদার ফিচার্স ভরা স্মার্টফোন কিনতে চাইলে Relme V60 Pro সেরা অপশন হতে পারে। ফোনটিতে ত্রিপল ক্যামেরা সেটআপ যেমন থাকছে তেমনি মিডিয়াটেকের পাওয়ারফুল প্রসেসর থাকবে। এমনকি ধুলো আর জল লাগলেও নো চিন্তা কারণ IP 68 ও IP 69 রেটিং থাকছে ফোনটিতে।
ক্যামেরা ও ডিজাইন
ফোনটিতে 50MP এর প্রাইমারি ক্যামেরার পাশাপাশি আরও দুটি ক্যামেরা থাকবে। অর্থাৎ পিছনের দিকে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। আর সামনে সেলফি তোলার জন্য 8MP এর ফ্রন্ট ক্যামেরা থাকবে। ফোনটিকে দেখতে অনেকটা Realme C75 এর মত মনে হতে পারে তবে বাস্তবে দুটি ফোন কিন্তু একেবারেই আলাদা।
ডিসপ্লে
রিয়েলমি এর এই স্মার্টফোনটিতে ৬.৬৭ ইঞ্চির এইচডি প্লাস ১২০ হার্জের ডিসপ্লে থাকবে। যেটা একেবারেঝাঁ চকচকে ডিসপ্লে দিতে সক্ষম। একইসাথে IP 68 ও IP 69 রেটিং থাকায় ধুলো ও জল লাগলেও সমস্যার কারণ নেই।
প্রসেসিং পাওয়ার
Realme V60 Pro-তে প্রসেসিংয়ের জন্য MediaTek Dimensity 6300 প্রসেসর থাকবে। একইসাথে 12GB RAM ও 256GB স্টোরেজ বা 12GB+12GB Ram ও 512GB স্টোরেজ থাকবে। তাই স্টোরেজ হোক বা প্রসেসিং পাওয়ার কোনো কিছু নিয়েই চিন্তা করতে লাগবে না।
ব্যাটারি
Realme এর V60 Pro স্মার্টফোনটিকে পাওয়ার দেওয়ার জন্য 5600mAh এর বড় ব্যাটারি থাকছে। যেটা সারাদিন ফোন ব্যবহারের জন্য যথেষ্ট। আর যদি ব্যাটারি ফুরিয়ে যায় তাহলেও চিন্তা নেই, কারণ ফোনের সাথে থাকছে 45Watt এর SuperVooc চার্জার। যেটা অল্প সময়েই ব্যাটারি রিচার্জ করে দেবে।
Realme V60 Pro এর দাম
এই মুহূর্তে ফোনটি ইন্ডিয়াতে কেনার জন্য উপলব্ধ নয়। সবেমাত্র চিনে ফোনটিকে লঞ্চ করা হয়েছে। 12GB Ram + 256GB স্টোরেজ মডেলটির দাম রাখা হয়েছে ভারতীয় মুদ্রায় আনুমানিক ১৮,৬৭৫ টাকা ও 12GB+12GB Ram, 512GB স্টোরেজ মডেলটির দাম ধার্য্য করা হয়েছে ২১,০১৫ টাকা।