সৌভিক মুখার্জী, কলকাতা: প্রতিমাসে রিচার্জ করতে করতে হাঁপিয়ে যাচ্ছেন? মাস গড়ালেই রিচার্জের চিন্তা মাথাচাড়া দিচ্ছে? তাহলে আপনার জন্য রইল সুখবর। কারণ, এই দুশ্চিন্তা থেকে এবার মুক্তি দিচ্ছে দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা এয়ারটেল (Airtel Recharge Plan)। হ্যাঁ, এবার খুব কম খরচে তারা এমন একটি প্ল্যান নিয়ে এসেছে, যা 365 দিন পুরো ঝামেলামুক্ত রাখছে গ্রাহকদের। চলুন সেই স্বল্প খরচের প্ল্যানটি সম্পর্কে জেনে নিই।
মাত্র 1849 টাকায় 1 বছর ভ্যালিডিটি
যারা শুধুমাত্র অফিস, ফ্যামিলি বা জরুরী কোনও কাজে কলিং-এর জন্য মোবাইল ব্যবহার করেন, তাদের জন্য এই প্ল্যানটি এক কথায় সোনায় সোহাগা! জানা যাচ্ছে, 1849 টাকার এই প্ল্যানে 365 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। এমনকি এই প্ল্যানে আনলিমিটেড কলিং-এর সুবিধা দেওয়া হচ্ছে যেকোন নেটওয়ার্কে।
সবথেকে বড় ব্যাপার, 3600টি ফ্রি SMS-এর সুবিধা থাকছে এই প্ল্যানে। তবে কোনোরকম ডেটার সুবিধা পাওয়া যাবে না। আর এই প্ল্যানটি মূলত TRAI-র নির্দেশেই চালু করা হয়েছিল। হ্যাঁ, TRAI সম্প্রতি প্রতিটি টেলিকম সংস্থাকে নির্দেশ দিয়েছিল ডেটা ছাড়া শুধুমাত্র কলিং-এর জন্য প্ল্যান নিয়ে আসতে। আর সেই নির্দেশ মেনেই এয়ারটেল এই প্ল্যান বাজারে নিয়ে এসেছিল।
ডেটা লাগলে থাকছে বিকল্প প্ল্যান
যারা কলিং-এর পাশাপাশি সামান্য মোবাইল ডেটা ব্যবহার করেন, তাদের জন্য থাকছে এয়ারটেলের বিকল্প প্ল্যান। বলে রাখি, এয়ারটেলের 2249 টাকার একটি প্ল্যানে 365 দিনের ভ্যালিডিটি দেওয়া হচ্ছে। পাশাপাশি 30GB ডেটা দেওয়া হচ্ছে এক বছরের জন্য।
আরও পড়ুনঃ ৩৩.৭৩ কিমি মাইলেজ, দামও মধ্যবিত্তদের সাধ্যের মধ্যে! বাজার কাঁপাচ্ছে Maruti-র এই গাড়ি
অর্থাৎ গড়ে প্রতি মাসে 2.5GB ডেটা পাওয়া যাবে। এমনকি SMS-র সুবিধাও দেওয়া হচ্ছে এই প্ল্যানে। যারা খুব কম পরিমাণে ইন্টারনেট ব্যবহার করেন এবং দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যান খুঁজছেন, তাদের জন্য এটি হতে পারে সেরা বিকল্প।
তাই যারা রোজ ডেটা ব্যবহার করেন না, শুধুমাত্র কলিং-এর জন্য মোবাইল ব্যবহার করেন, তাদের জন্য 1849 টাকার প্ল্যানটির থেকে ভালো বিকল্প আর কিছু হতে পারে না। তবে যাদের সামান্য পরিমাণে ইন্টারনেট দরকার পড়ে, তারা 2249 টাকার প্ল্যানটি একবার রিচার্জ করে দেখতে পারেন।