অনলাইন ফুড অর্ডারে মিলবে 600 টাকার ছাড়! তাজ্জব প্ল্যান নিয়ে এল Jio

Published on:

Jio Offer

প্রীতি পোদ্দার, কলকাতা: এই যুগে দাঁড়িয়ে প্রযুক্তির এতটাই উন্নতি হয়েছে যে মধ্যরাত হোক কিংবা ভরদুপুর যখনই যাই খেতে মন চাক না কেন মাত্র এক ক্লিকেই এখন মনপছন্দ খাবার চলে আসবে নিজের কাছে। এমনই দুর্দান্ত পরিষেবা চালু করেছে খাদ্য সরবরাহকারী সংস্থা। ইতিমধ্যেই দেশে একাধিক সংস্থা এই ব্যবসায় তাদের হাত পাকিয়েছে। যার মধ্যে অন্যতম হল সুইগি, জ়োম্যাটো। আর এই আবহে এবার Jio নিয়ে এসেছে এক লোভনীয় অফার (Jio Offer)।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

Jio-র নয়া অফার

সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রেন্ডিং হয়ে উঠেছে অনলাইন খাবার ডেলিভারি সংস্থাগুলি। তাই সেক্ষেত্রে বাজার ধরে রাখতে এবার Jio টেলিকম সংস্থা দেশে চালু করতে চলেছে অনলাইন ফুড ডেলিভারির জন্য এক বিশেষ অফার। যেখানে গ্রাহকরা তাদের ফুড অর্ডারের উপর সরাসরি 600 টাকা ছাড় পেয়ে চলেছে। আর এই লোভনীয় সুযোগ নিয়ে এসেছে একমাত্র মুকেশ আম্বানি সংস্থা। যেখানে এক বিশেষ রিচার্জ প্ল্যানের মাধ্যমে একদিকে যেমন গ্রাহকরা পাবে ভরপুর ডেটা, কলিং, ফ্রি এসএমএস এবং ক্যাশব্যাকের সুযোগ ঠিক তেমনই মিলবে 600 টাকার ঝা চকচকে সুবিধা। চলুন একনজরে সেই রিচার্জ প্ল্যান সম্পর্কে জেনে নেওয়া যাক বিস্তারিত।

লোভনীয় রিচার্জ প্ল্যান!

আজকের প্রতিবেদনের আমরা Jio-র যেই রিচার্জ প্ল্যানের ব্যাপারে কথা বলতে চলেছি সেটি হল 1028 এর প্রিপেইড রিচার্জ প্ল্যান। এই প্ল্যানের মাধ্যমে, গ্রাহকরা প্রতিদিন 2GB হাই স্পিড ডেটা সহ মোট 168 GB ডেটা পাবে। ভ্যালিডিটি থাকবে 84 দিন পর্যন্ত। সঙ্গে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 টি এসএমএসের সুবিধাও পাবে। এছাড়াও এই প্ল্যানে গ্রাহকরা 90 দিন পর্যন্ত জিওসিনেমা প্রিমিয়ামের সাবস্ক্রিপশনও পাবেন। তবে এর জন্য প্ল্যান শেষ হওয়ার 48 ঘণ্টা আগে রিচার্জ করাতে হবে প্রতিবার। তবেই দ্বিতীয় এবং তৃতীয় মাসের জন্য জিও হটস্টার সুবিধা মিলবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুন: অনলাইনে মাত্র ১০ মিনিটেই মিলবে প্যান কার্ড, কীভাবে? দেখে নিন পদ্ধতি

অনলাইন খাবারে মিলবে বিপুল ছাড়!

অন্যদিকে Jio-র 1028 টাকার রিচার্জ প্ল্যানে 50 জিবি এআই ক্লাউড স্টোরেজের সুবিধাও দেওয়া হচ্ছে। সঙ্গে সুইগি ওয়ান লাইটের সাবস্ক্রিপশনও মিলতে চলেছে। যার মাধ্যমে 149 টাকার বেশি ফুড অর্ডারে 10 বার ফ্রি ডেলিভারির সুযোগ থাকার পাশাপাশি লাগবে না কোনও সার্জ প্রাইসও।

শুধু তাই নয় 20 হাজারেরও বেশি রেস্তোরাঁ থেকে অর্ডার করার সময় 30 শতাংশ অতিরিক্ত ছাড়ও মিলবে। এছাড়াও থাকবে সুইগি জেনির পরিষেবায় 10 শতাংশ ছাড়। অর্থাৎ সমস্ত ছাড় মিলিয়ে মোট 600 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন জিওর এই রিচার্জ প্ল্যানের মাধ্যমে অনলাইনে খাবার অর্ডার করলে।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group