সবাই পাবে আনলিমিটেড 5G! বছর শেষে ফের বাজার কাঁপানো অফার নিয়ে হাজির Jio

Published on:

jio rs 601 unlimited 5g data voucher

পার্থ সারথি মান্না, কলকাতাঃ নতুন বছর আর মাত্র কয়েকটা দিনই বাকি। ক্রিসমাস আসতেই নববর্ষ উদযাপনের মেজাজ উঁকি মারতে শুরু করেছে আমজনতার মনে। এরই মাঝেই গ্রাহকদের জন্য দুর্দান্ত অফার নিয়ে হাজির হল রিলায়েন্স জিও (Reliance Jio)। এক দুই জিবি নয় একেবারে আনলিমিটেড 5G ইন্টারনেট পরিষেবা দেওয়ার অফার নিয়ে বাজার কাঁপাতে হাজির Jio। খরচ কত আর কী কী সুবিধা মিলবে? জানতে আজকের প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।

Jio এর আনলিমিটেড 5G অফার

WhatsApp Community Join Now

শুরুতে ফ্রীতে ফাইভজি দিলেও বর্তমানে সে সব অতীত! কিছু লোক এখনও দামি প্ল্যান রিচার্জের জেরে 5G ফ্রি পাচ্ছেন ঠিকই, তবে সেটা খুব বেশি দিন থাকবে না। আসলে যারা একবছরের রিচার্জ করিয়ে নিয়েছিলেন তারা দিব্যি 5G ফ্রি পাচ্ছেন। তবে যারা ১ মাস বা ৩ মাসের রিচার্জ করেন তাদের ক্ষেত্রে প্রতিদিন ২ জিবি বা তারও বেশি ডেটা রিচার্জের ক্ষেত্রেই বিনামূল্যে ফাইভজি ব্যবহার করা যাবে। তবে চিন্তা নেই, এবার সবাই পাবে আনলিমীটেড 5G এর মজা। এমনই প্ল্যান নিয়ে হাজির হল জিও।

Reliance Jio 5G Data Voucher Gift

যে সমস্ত গ্রাহকেরা ১ জিবি প্রতিদিন বা ১.৫ জিবি প্রতিদিনের ডেটা প্যাক রিচার্জ করেছেন তারা যদি আনলিমিটেড 5G ব্যবহার করতে চান তাহলে জিও ফাইভজি ডেটা ভাউচার প্ল্যান নিয়ে নিতে হবে। তাহলেই আপনার সাধারণ রিচার্জের সাথে এটি চালু হয়ে যাবে আর দিব্যি 5Gব্যবহার করতে পারবেন। এবার নিশ্চই ভাবছেন কত টাকা খরচ করতে হবে? চলুন জেনে নেওয়া যাক।

Jio 601 প্ল্যানের সুবিধা

এই প্ল্যানটি রিচার্জ করলে মোট ১২ মাসের হিসাবে বারোটি ভাউচার দেওয়া হ যে। যেটা অ্যাকটিভেট করলেই যে প্ল্যান রয়েছে তার সাথে আনলিমিটেড 5G চালু হয়ে যাবে। আপনি My Jio অ্যাপ থেকে এই রিচার্জ করে নিতে পারেন। তবে এই প্ল্যানে 5G ছাড়া আলাদা করে কোনো সুবিধা দেওয়া হয় না। তাই যাদের ইন্টারনেট ব্যবহার প্রচুর তাদের জন্যই এটি লাভদায়ক।

সঙ্গে থাকুন ➥
X