বিক্রম ব্যানার্জী, কলকাতা: এশিয়া কাপ ফাইনালের আগে ক্যামেরার মুখোমুখি হয়ে রিঙ্কু সিং বলেছিলেন, ‘আমি ভগবানের কাছে প্রার্থনা করি যেন ফাইনালে ভারতের জয়টা আমার ব্যাট থেকেই আসে।’ ঈশ্বরের ইচ্ছাতেই যে সেটা হয়েছে তা আলাদা করে বলার প্রয়োজন পড়বে না। পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের ফাইনালে চার মেরে ভারতকে জিতিয়েই বোনকে বড় উপহার দিয়েছেন রিঙ্কু (Rinku Singh Gifted Scooter To Neha)।
রিঙ্কু এবং তাঁর বোনের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে চোখ রাখলে দেখা যাবে, প্রিয় বোনকে লাল রঙের একটি ইলেকট্রিক স্কুটার উপহার দিয়েছেন ভারতীয় ক্রিকেটার। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় দেখার পরই কৌতুহলী হয়ে উঠেছেন রিঙ্কু ভক্তরা। অনেকেই জানতে চাইছেন, ওই ইলেকট্রিক স্কুটারটি কোন কোম্পানির, সেটির মডেল নম্বর কী, কী কী ফিচার রয়েছে ওই ইলেকট্রিক স্কুটারটিতে? দামই বা কত? সমস্ত প্রশ্নের উত্তর থাকছে আজকের প্রতিবেদনে।
বোনকে কোন স্কুটার উপহার দিলেন রিঙ্কু?
খোঁজ নিয়ে জানা গেল, এশিয়া কাপে সাফল্যের পরই ভাইফোঁটার অগ্রিম উপহার হিসেবে রিঙ্কু তাঁর আদরের বোন নেহাকে হিরো মোটোকর্পের ভিডা ব্র্যান্ডের নতুন লঞ্চ হওয়া VX 2 প্লাস মডেলের স্কুটারটি উপহার দিয়েছেন। নিশ্চয়ই জানতে ইচ্ছে হচ্ছে হিরো মোটোকর্পের ভিডা VX 2 প্লাস স্কুটারটির বৈশিষ্ট্য সম্পর্কে? রইল সেই তথ্য।
View this post on Instagram
হিরো মোটোকর্পের ভিডা VX 2 প্লাস স্কুটারটির বিশেষত্ব ও দাম
প্রথমেই বলে রাখি, রিঙ্কু সিং তাঁর বোনকে হিরো মোটোকর্পের ভিডা ব্র্যান্ডের VX 2 মডেলের যে ইলেকট্রিক স্কুটারটি উপহার হিসেবে দিয়েছেন তাতে 3.4 কিলোওয়াটের একটি শক্তিশালী ব্যাটারি প্যাক রয়েছে, যা একবার ফুল চার্জে 142 কিলোমিটার পর্যন্ত ছুটতে পারে। বলা বাহুল্য, এই স্কুটারটি ফুল চার্জ হতে সময় নেয় 5 ঘন্টা।
এছাড়াও, নেহা তাঁর স্কুটারটিতে চাইলে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 80 কিলোমিটারের গতি তুলতে পারবেন। হিরো মোটোকর্পের ভিডা VX 2 প্লাস ইলেকট্রিক স্কুটারটি ডিজাইনের দিক থেকেও বেশ আকর্ষণীয়। গাড়িটিতে রয়েছে LED লাইট সিস্টেম, টিউবলেস টায়ার, সামনের চাকায় ডিস্ক এবং পেছনের চাকায় ড্রাম ব্রেকের সুবিধা থাকছে।
তাছাড়াও এই নয়া ইলেকট্রিক স্কুটারটিতে রয়েছে একটি 6 কিলোওয়াট পিএমএসএম মোটর, যা 25Nm পর্যন্ত পিক টর্ক উৎপন্ন করতে সক্ষম। না বললেই নয়, এই স্কুটারটি 0-40 কিমি স্পিডে পৌঁছতে মাত্র 3.4 সেকেন্ড সময় নেয়। অতিরিক্ত সুবিধা হিসেবে এই স্কুটারে রয়েছে একটি ইকো, রাইড এবং বং স্পোর্ট এর মতো 3টি রাইডিং মোড। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, সংস্থা স্কুটারের ব্যাটারিটিতে গাড়িটি কেনার 5 বছর অথবা 50,000 কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি প্রদান করে।
অবশ্যই পড়ুন: দীপাবলীতে আর ফেরা হল না বাড়ি! ভিড় ট্রেনে শ্বাসরোধ হয়ে মৃত্যু পরিযায়ী শ্রমিকের
এগুলি ছাড়াও, হিরো মোটোকর্পের ভিডা VX 2 প্লাস স্কুটারটিতে অতিরিক্ত সুবিধা হিসেবে থাকছে, ফাস্ট চার্জিং সাপোর্ট, 7 ইঞ্চির টাচ সেনসিটিভ TFT ডিসপ্লে, ব্লুটুথ, 4G এবং WiFi কানেক্টিভিটি, OTT আপডেট, প্রক্সিমিটি আনলক, অ্যান্টি থিফট, SOS Aller, Tow Way Throttle সহ 27.2 লিটারের আন্ডার সিট স্টোরেজ স্পেসের মতো সুবিধা।
জানিয়ে রাখি, ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিং তাঁর আদরের বোনকে হিরো মোটোকর্পের ভিডা ব্র্যান্ডের যে VX 2 ইলেকট্রিক স্কুটারটি উপহার দিয়েছেন, সেটির এক্স শোরুম প্রাইস বর্তমানে 82,790 টাকা। সেক্ষেত্রে গাড়িটি বাড়িতে নিয়ে আসতে হলে অন রোড প্রাইস নিয়ে এর দাম পড়বে 86 থেকে 87 হাজার টাকার কাছাকাছি।