সৌভিক মুখার্জী, কলকাতা: বাইকপ্রেমিদের জন্য এবার বিরাট সুখবর। কারণ, জনপ্রিয় Royal Enfield Hunter 350 মোটরসাইকেলের দাম 14 হাজার টাকার বেশি দাম কমেছে। কেন্দ্র সরকারের সম্প্রতি নতুন জিএসটি স্ল্যাবের ফলে মোটরসাইকেলের ওপর ট্যাক্স অনেকটাই কমেছে। আর তার সরাসরি প্রভাব পড়বে গ্রাহকদের পকেটে। হ্যাঁ, 22 সেপ্টেম্বর থেকেই কার্যকর হচ্ছে এই নতুন হারে জিএসটি।
তরুণদের আকর্ষণ Royal Enfield Hunter 350
রয়্যাল এনফিল্ডের মধ্যে Hunter 350 এখন সবথেকে জনপ্রিয় মডেল। বিশেষ করে তরুণদের মধ্যে এই বাইকের জনপ্রিয়তা আরও বেড়ে উঠেছে। শহরের রাস্তা কিংবা হাইওয়ে, সমস্ত জায়গাতেই এর ঝলক দেখা যাচ্ছে। আর এই কোম্পানি বর্তমানে বাইকটি তিনটি ভ্যারিয়েন্টে বাজারে এনেছে। আর তিনটির দামই 8.2% তলানিতে ঠেকেছে।
Hunter 350-র নতুন দাম
আগেই বলেছি, এই Hunter 350 তিনটি মডেলে বাজারে এসেছে। যদি কেউ ফ্যাক্টরি ভ্যারিয়েন্ট নিতে চান, তাহলে নতুন দাম পড়বে 1,37,640 টাকা। এই মডেলটির আগে দাম ছিল 1,49,900 টাকা। এখন দাম কমেছে 12,260 টাকা।
যদি কেউ ড্যাপার ও রিও ভ্যারিয়েন্ট নিতে চান, তাহলে তাকে খোয়াতে হবে 1,62,292 টাকা। এই মডেলটির আগে দাম ছিল 1,76,750টাকা এবং দাম কমেছে 14,458 টাকা।
যদি কেউ রেবেল/লন্ডন/টোকিও ভ্যারিয়েন্ট কিনতে চান, তাহলে তাকে খোয়াতে হবে 1,66,883 টাকা। এই মডেলটির আগে দাম ছিল 1,81,750 টাকা এবং এখন দাম কমেছে 14,867 টাকা।
আরও পড়ুনঃ বেকারত্ব কিছুটা কমলেও কর্মসংস্থানে ভাটা পড়ছে মহিলাদের! দেখুন কেন্দ্রের রিপোর্ট
কেন কমানো হল দাম?
আসলে কেন্দ্র সরকার সম্প্রতি গাড়ি ও মোটরসাইকেলের উপর জিএসটি হ্রাসের কথা ঘোষণা করেছে। 350cc পর্যন্ত বাইকের উপর এবার মাত্র 18% জিএসটি ধার্য করা হচ্ছে। আর আগে এই হার ছিল 28%। এমনকি সঙ্গে অতিরিক্ত 1% সেস দিতে হত। ফলে দাম অনেকটাই ঊর্ধ্বগতিতে ঠেকত। তবে সরকারের এই পদক্ষেপে শুধুমাত্র Hunter 350 নয়, বরং Royal Enfield Classic 350, Hero Splendor, Honda Shine এর মতো বাইকগুলির দামও অনেকটাই কমেছে।