Indiahood-nabobarsho

Accessories ছাড়াই যেতে পারবেন লাদাখ, Enfield-কে টেক্কা দিতে বাম্পার বাইক আনল Bajaj

Published on:

bajaj dominar 400

সৌভিক মুখার্জী, কলকাতা: বাইকপ্রেমীদের জন্য চমক। এবার বাজারে তাক লাগাতে আসছে বাজাজ অটোর Dominar 400। বাইকটি সম্প্রতি ডিলারশিপে দেখা গিয়েছে। তাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, বাইকটির ডেলিভারি শুরু হতে চলেছে খুব শীঘ্রই। ভারতের বাজারে এই বাইকটি সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে Bajaj Pulsar NS400Z, Hero Mavrick 440 এবং Royal Enfield Bullet 350 এর মতো জনপ্রিয় মডেলের সঙ্গে। আর এখানেই শুরু হচ্ছে উত্তেজনা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ইঞ্জিন এবং পারফরম্যান্স

সূত্র বলছে, নতুন Bajaj Dominar 400 এর ইঞ্জিন থাকছে 373.3 CC, যা বর্তমান মডেলে ব্যবহার হয়েছে। তবে এই ইঞ্জিনকে OBD-2B এমিশন নর্মস অনুযায়ী আপডেট করা হয়েছে। এর ফলে সামান্য কিছু পরিবর্তন আসতে পারে পাওয়ার এবং টর্ক আউটপুটে। 

যদিও কোম্পানির তরফ থেকে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। বর্তমান মডেল হিসেবে যদি ধরা হয়, তাহলে এই বাইকটি 39.42 bhp পাওয়ার এবং 35 Nm টর্ক উৎপন্ন করতে পারে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ঝলক দিচ্ছে ফিচার

Bajaj Dominar 400-এ থাকছে একেবারে নতুন ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, যা প্রথম দেখা গিয়েছিল Pulsar NS400Z মডেলে। ডিসপ্লেতে থাকছে ব্লুটুথ কানেক্টিভিটি, টার্ন বাই টার্ন নেভিগেশন, রাইড সম্পর্কিত বিভিন্ন রকম তথ্য, হ্যাজার্ড লাইট বোতাম, এবিএস মোড ও ট্র্যাকশন কন্ট্রোল। এমনকি এবার নতুন ডিসপ্লে লাগানো হয়েছে এবং ট্যাংকের উপর থেকে পুরনো ছোট ডিসপ্লেটিকে সরিয়ে দেওয়া হয়েছে।

থাকছে আরও নিরাপদ ফিচার

Bajaj Dominar 400 এখন সরাসরি লাদাখ যাওয়ার জন্য প্রস্তুত। হ্যাঁ, তাও কিনা অতিরিক্ত কোন অ্যাক্সেসরিজ না লাগিয়ে। Bajaj Dominar 400-এ থাকছে উইন্ডস্ক্রিন, যা বাতাসে ধাক্কা থেকে রাইডারের রক্ষা করবে। থাকছে নকল গার্ডস, যা হাতকে সুরক্ষা দেবে। থাকছে পিলিয়নের জন্য ব্যাকরেস্ট, লাগেজ রাখার সুবিধার্থে স্যাডেল স্টে এবং মোবাইল চার্জিং এর জন্য ইউএসবি পোর্ট।

প্রতিযোগিতায় কে জিতবে?

একদিকে রয়েল এনফিল্ড বুলেট, যার জনপ্রিয়তার গ্রাম বা শহর, সবজায়গায় আকাশছোঁয়া। আর অন্যদিকে Bajaj Dominar 400 প্রযুক্তিতে আধুনিক এবং পারফরম্যান্সে দাপুটে। এখন বাজারে প্রতিযোগিতা জমে উঠবে, তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুনঃ ভয়ঙ্কর ডিফেন্ডারকে সই করাতে চলেছে ইস্টবেঙ্গল

কবে আসছে এবং দাম কত হবে?

ডিলারশিপ দেখা যা আন্দাজ পাওয়া যাচ্ছে, খুব শীঘ্রই অফিসিয়াল ভাবে লঞ্চ করা হবে বাইকটি। তবে মূল্য এখনো প্রকাশিত হয়নি। ধারণা করা হচ্ছে এটির দাম এবং ফিচারের দিক থেকে বাজেটের মধ্যেই হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group