Yezdi, Triumph-কে জব্বর টেক্কা! ভারতে এল Royal Enfield Scram 440, রয়েছে নতুন ফিচার্স

Published on:

royal enfield scram 440

পার্থ সারথি মান্না, কলকাতাঃ ছোট থেকে ছেলেদের মধ্যে শখ থাকে একটা বাইক কেনার। অনেকেই আবার রয়্যাল এনফিল্ড (Royal Enfield) বাইক দারুণ পছন্দ করেন। আজ তাদের জন্য রইল সুখবর। সম্প্রতি কোম্পানির তরফ থেকে একটি নতুন মডেল লঞ্চ করা হয়েছে। যেটা দেখতেও যেমন নজর করা তেমনি পারফর্মেন্সের দিক থেকেও সেরা। কী কী ফিচার্স থাকছে নতুন এই Royal Enfield Scram 440 মডেলে?  আর দামই বা হবে কত? জানতে আজকের প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।

Scram 440 লঞ্চ করল Royal Enfield

WhatsApp Community Join Now

দমদার ইঞ্জিন আর দুরন্ত পারফর্মেন্সের কারণে বাইক লাভার থেকে শুরু করে লং রাইডারদের প্রথম পছন্দ রয়্যাল এনফিল্ডের বাইক। আর এবার আরও বড় ইঞ্জিনের একটি দুর্দান্ত মডেল লঞ্চ করল কোম্পানি। নতুন এই মডেলটির নাম Scram 440।  মডেলটি দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে একটি Trail ও আরেকটি Force। এছাড়াও মোট ৫ টি কালার অপশন পাওয়া যাবে। বিশেষজ্ঞদের মতে বাইকটি Yezdi Scrambler ও Triumph Scrambler 400X এর মত বাইকগুলিকে জব্বর কম্পিটিশন দিতে চলেছে এই সেগমেন্টে।

Scram 440 এর ফিচার্স

এই মডেলটিতে LED হেডলাইট, নতুন ডিজাইনের ইনস্ট্রুমেন্ট কনসোল থাকছে। নতুন সিট ডিজাইন, ইউএসবি চার্জিং পোর্ট, গোলাকার রিয়ার ভিউ আয়না থাকছে। গাড়িটিতে সামনে ১৯ ইঞ্চির ও পিছনে ১৭ ইঞ্চির টায়ার থাকছে। তবে টায়ারগুলি টিউবলেস নয়, ১০০ ও ১২০ সেকশনের স্পোক টায়ার থাকবে। বাইকটির সামনে 30mm ও পিছনের টায়ারে 240mm এর ডিস্ক ব্রেক থাকছে। এছাড়া ABS এর মত সুবিধা থাকছে।

ইঞ্জিন

নাম থেকেই বোঝা যাচ্ছে বাইকটিতে দমদার ইঞ্জিন থাকছে। যেমনটা জানা যাচ্ছে, গাড়িটিতে 443cc এর পাওয়ারফুল ইঞ্জিন থাকছে যেটা 25.9 পিএস পাওয়ার ও 34nm টর্ক তৈরী করতে সক্ষম। এছাড়া নতুন মডেলটিতে ৬ স্পিড ট্রান্সমিশন থাকছে, যেখানে আগের মডেলগুলিতে ৫ স্পিড ট্রান্সমিশন থাকত।

আরও পড়ুনঃ ১ লিটারে চলে ৩৪ কিমি, সাথে ৫ ষ্টার সেফটি রেটিং, মার্কেট কাঁপাচ্ছে Maruti-র এই গাড়ি

Royal Enfield Scram 440 Price

আগেই বলে হয়েছে নতুন মডেলটির দুটি ভেরিয়েন্ট রয়েছে। এর মধ্যে Royal Enfield Scram 440 Trail এর জন্য ২ লক্ষ ৮ হাজার টাকা খরচ করতে হবে। আর যদি Royal Enfield Scram 440 Force মডেলটি কিনতে চান তাহলে ২ লক্ষ ১৫ হাজার টাকা খরচ করতে হবে। তবে দুটি ক্ষেত্রেই এক্স শোরুম দাম উল্লেখ করা হয়েছে। এর সাথে রেজিস্ট্রেশন, রোড ট্যাক্স ও ইন্সুরেন্সের খরচ যুক্ত হবে।

সঙ্গে থাকুন ➥
X