পার্থ সারথি মান্না, কলকাতাঃ বছরের শেষে এসে গাড়ি কেনার প্ল্যান করছেন? তাহলে আপনার জন্য রয়েছে বিরাট সুখবর। সাধারণত যে দামে গাড়ি বিক্রি হয় তার থেকে প্রায় ১.৫ লক্ষ টাকা কমে পেয়ে যেতে পারেন ঝাঁ চকচকে গাড়ি। কোন কোম্পানি ও কোন মডেলে দিচ্ছে এমন অফার? জানতে হলে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
নতুন গাড়িতে ১.৫ লক্ষ টাকার ছাড়
গাড়ি প্রেমীদের মধ্যে অনেকেই TATA এর গাড়ি সবচেয়ে বেশি পছন্দ করেন। আর এবার Tata Punch গাড়িতেই চলছে দুর্দান্ত সেল। বর্তমানে এই গাড়িটির দাম ৬ লক্ষ ১২ হাজার ৯০০ থেকে শুরু। এরপর ভেরিয়েন্ট অনুযায়ী দাম পরবর্তন হতে পার, সর্বোচ্চ মডেলটির দাম ১০ লক্ষেরও বেশি। গতমাসে এই গাড়িটির উপরে মাত্র ৪০,০০০ টাকার ডিসকাউন্ট দেওয়া হয়েছিল তবে এমাসে সেটা বাড়িয়ে দেড় লক্ষ করে দেওয়া হয়েছে। আসলে স্টক ক্লিয়ার করার জন্যই এই বিরাট ছাড় দেওয়া হয়েছে।
Tata Punch এর ডিজাইন ও ফিচার্স
আপনার যদি একটা কমপ্যাক্ট SUV গাড়ি কেনার ইচ্ছা থাকে থামলে TATA Punch একেবারে পারফেক্ট চয়েস হতে পারে। টাটার ব্রান্ডিংয়ের সাহে সামনে LED হেডলাইট সহ বেশ আকর্ষণীয় লুক রয়েছে গাড়িটির। তাছাড়া গাড়িটিতে ABS ও EBD এর সিস্টেম থাকছে। গাড়িটিতে সুরক্ষার কথা ভেবে ২টি এয়ারব্যাগও দেওয়া হয়েছে যেটা ক্রাশ টেস্টে ৫রেটিং পেয়েছে সেফটির জন্য।
ইঞ্জিন ও মাইলেজ
Tata Punch গাড়িটিতে ১.২ লিটারের ৩ সিলিন্ডারের ইঞ্জিন রয়েছে যেটা 72.5 PS পাওয়ার ও 103Nm এর টর্ক তৈরী করতে সক্ষম। পেট্রোল ভার্সনটির মাইলেজ অটোমেটিক ট্রান্সমিশনের ক্ষেত্রে ১৮.৮ প্রতি লিটার ও ম্যানুয়াল ট্রান্সমিশনের ক্ষেত্রে ২০.০৯ কিলোমিটার। এছাড়াও CNG ইঞ্জিনের অপশন রয়েছে যেটি ২৬.৯৯ কিমির মাইলেজ দিতে সক্ষম।
Tata Safari ও Harrier এও রয়েছে আকর্ষণীয় ছাড়
অবশ্য শুধুমাত্র Tata Punch এর ক্ষেত্রেই নয় কোম্পানির দুটি টপ পারফর্মিং গাড়ি Tata Safari ও Tata Harrier ও মোটা ছাড় পাওয়া যাবে ডিসেম্বর মাসে। জানলে অবাক হবেন, প্রায় ৩.৭ লক্ষ টাকার ডিসকাউন্ট পাওয়া যেতে পারে। যার মধ্যে এক্সচেঞ্জ ও স্ক্রাপেজ বোনাস থাকছে।
গতবছর অর্থাৎ ২০২৩ সালে তৈরী হওয়া মডেলগুলির উপরে ২.৭ লক্ষ টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তবে এবছর মা মে ২০২৪ এ তৈরী হওয়া মডেলগুলির উপর ৪৫,০০০ টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।