5000mAh ব্যাটারি, উন্নত প্রসেসর ও লুক! মাত্র 6596 টাকায় মিলছে Samsung Galaxy M07

Published:

Samsung Galaxy M07
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: দূর্গাপুজোর সেলের পর দীপাবলির সেলও শেষ হয়েছে। তবে এখনও অ্যামাজন বেশ কিছু স্মার্টফোনে বিরাট অফার দিচ্ছে। আর সেই তালিকায় রয়েছে Samsung Galaxy M07। যদি আপনার বাজেট 7000 টাকার মধ্যে হয়, তাহলে এই ফোনটি হতে পারে আপনার জন্য সেরা বিকল্প। কারণ, এই ফোনটি এখন মাত্র 6799 টাকায় মিলছে। হ্যাঁ, এক্কেবারে সত্যি।

মাত্র 6799 টাকায় Samsung Galaxy M07

Samsung Galaxy M07 ফোনটি পারফরম্যান্স এবং লুকের দিক থেকে যে সেরা তা বলার অপেক্ষা রাখে না। এই ফোনের 4GB রেম এবং 64GB ইন্টারনাল স্টোরেজদের ভেরিয়েন্টটি এখন অ্যামাজনে মাত্র 6799 টাকায় মিলছে। এমনকি সবথেকে বড় ব্যাপার, কোম্পানি ফোনটিতে 203 টাকা পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে। দলে ফোনটির দাম চলে আসবে মাত্র 6596 টাকায়। এমনকি আপনি যদি এক্সচেঞ্জ করেন, তাহলে ফোনটি আরও সস্তায় মিলতে পারে। তবে এক্সচেঞ্জ অফার আপনার পুরনো ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ রুলসের উপর নির্ভর করবে।

Samsung Galaxy M07 এর স্পেসিফিকেশন

দাম কম মানেই যে পারফরম্যান্সে খামতি, এরকমটা নয়। কারণ, এই ফোনটিতে এমন কিছু ফিচার রয়েছে, যা দামি ফোনেও দেখা যায় না। এই ফোনটিতে পাওয়া যাবে-

  • একটি 6.7 ইঞ্চির HD+ ডিসপ্লে, যার রেজোলিউশন 720 x 1600 পিক্সেল এবং রিফ্রেশ রেট 90Hz
  • এই ফোনটিতে 4GB রেম এবং 64GB ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করবে।
  • প্রসেসর হিসেবে কোম্পানি দিচ্ছে Helio G99 চিপসেট যা গেমিং ও অন্যান্য ভারী কাজে সেরা পারফরম্যান্স দেবে।

ক্যামেরা ও ব্যাটারি

ফটোগ্রাফির জন্য এই ফোনটিতে রয়েছে এলইডি ফ্ল্যাশ সহ ডুয়াল ক্যামেরা সেটআপ। এর মধ্যে একটি 50MP প্রাইমারি লেন্স পাওয়া যাবে আর অন্যটি 2MP ডেপথ ক্যামেরা থাকবে। পাশাপাশি সেলফির জন্য রয়েছে 8MP ফ্রন্ট ক্যামেরা যা ভিডিও কল কিংবা সেলফির জন্য এক্কেবারে সেরার সেরা পারফরম্যান্স দেবে। সবথেকে বড় ব্যাপার, এই ফোনটিতে একটি 5000mAh এর ব্যাটারি দেওয়া রয়েছে, যার সঙ্গে 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

আরও পড়ুনঃ মাছ ধরতে যাওয়াই হল কাল, নলহাটিতে আদিবাসী নাবালিকাকে ধর্ষণের চেষ্টা!

তবে অপারেটিং সিস্টেম নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে ফোনটি Android 15 ভিত্তিক OneUI 7 এর উপর বেস করেই চলবে। এছাড়া বায়োমেট্রিক সুরক্ষার জন্য ফোনটিতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া রয়েছে। এমনকি 4G VoLTE, Wi-Fi, ব্‌লুটুথ 5.3, GPS কানেক্টিভিটি এবং একটি USB টাইপ-সি পোর্ট পাওয়া যাবে এই ফোনটিতে। তাই যারা মাত্র 7000 টাকার মধ্যে কোনও সেরা পারফরম্যান্সের ফোন চান, তাদের জন্য এটি হতে পারে এক্কেবারে সেরার সেরা বিকল্প।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join