সৌভিক মুখার্জী, কলকাতা: আপনিও কি কম দামে শক্তিশালী কোনও স্মার্টফোন খুঁজছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সংবাদ। কারণ এবার সেই সুযোগ এনে দিয়েছে Samsung। কোম্পানিটি Galaxy M সিরিজের নতুন একটি স্মার্টফোন বাজারে এনেছে, যে মডেলটির নাম Samsung Galaxy M17 5G। সবথেকে বড় ব্যাপার, এই ফোনটি মাত্র 13,000 টাকার কমে পাওয়া যাচ্ছে।
তবে দাম কম হওয়ায় অনেকে যদি ভাবেন যে ফিচার্সে কম, তেমনটা নয়। কারণ এই ফোনটিতে রয়েছে 50MP ক্যামেরা, শক্তিশালী ব্যাটারি, 5G সাপোর্ট, এমনকি 6 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট ও শক্তিশালী প্রসেসর। মোদ্দা কথা, বাজেটের মধ্যে প্রিমিয়াম অভিজ্ঞতা দেবে এই ফোন। চলুন জেনে নেওয়া যাক, এই ফোনের ফিচার্স সম্পর্কে বিস্তারিত তথ্য।
দাম এবং ভ্যারিয়েন্ট
Samsung এবার এই নতুন মডেলটি তিনটি ভ্যারিয়েন্টে বাজারে এনেছে। আর সেগুলি হল—
- 4GB RAM + 128GB স্টোরেজের মডেলের দাম 12,499 টাকা
- 6GB RAM + 128GB স্টোরেজের মডেলের দাম 13,999 টাকা
- 8GB RAM + 128GB স্টোরেজের মডেলের দাম 15,499 টাকা
জানা যাচ্ছে, এই ফোনটি Moonlight Silver এবং Sapphire Black রঙের ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। আগামী 13 অক্টোবর থেকে ফোনটি Samsung এর অফিসিয়াল ওয়েবসাইট, অ্যামাজন, ফ্লিপকার্ট এবং নির্বাচিত রিটেল স্টোরগুলোতে বিক্রি শুরু হয়ে যাবে। এমনকি সবথেকে বড় ব্যাপার, নির্দিষ্ট কিছু ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করলে তিন মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই-এর সুবিধা পাওয়া যাবে।
ক্যামেরা ফিচার্স
Samsung তাদের ফোনগুলিতে সবসময় ক্যামেরাকেই বেশি গুরুত্ব দেয়। আর Samsung Galaxy M17 5G ফোনটিও তার ব্যাতিক্রম নয়। কারণ এই ফোনটিতে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। যার মধ্যে একটি থাকছে 50MP প্রাইমারি সেন্সর এবং বাকি দুটি 5MP আলট্রা-ওয়াইড লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স। পাশাপাশি সেলফির জন্য সামনের দিকে দেওয়া রয়েছে 13MP ফ্রন্ট ক্যামেরা।
Built for a Monster life on the go. Armed with 50MP No Shake Cam, the new #GalaxyM17 5G takes smooth and clear videos without any blur, even when shot through bumps and shakes. Pure Monster precision.#GalaxyM17 5G #LoveForMonster #MonsterInMotion #Samsung pic.twitter.com/JqZvkdj0sf
— Samsung India (@SamsungIndia) October 9, 2025
পারফরম্যান্স এবং প্রসেসর
এই ফোন প্রসেসরের দিক থেকেও চমক দিচ্ছে। কারণ গেমিং এবং স্মুথ মাল্টি টাস্কিংয়ের জন্য ফোনটিতে Exynos 1330 প্রসেসর দেওয়া রয়েছে। আর এই চিপসেট মূলত এফিসিয়েন্সি এবং পারফরম্যান্সের ভারসাম্য বজায় রাখে। ফলে গেমিং, ভিডিও এডিটিং বা কোনও ভারী কাজ একেবারে স্মুথভাবে হবে।
এবার আমরা যদি ব্যাটারি নিয়ে কথা বলি, তাহলে Samsung Galaxy M17 5G ফোনটিতে পাওয়া যাবে 5000mAh এর একটি ব্যাটারি, যার সঙ্গে 25W ফার্স্ট চার্জিং সাপোর্ট করবে। আর Samsung দাবি করছে যে, আগের মডেলের তুলনায় এই ফোনটি ব্যাটারি ব্যাকআপে আরও একধাপ এগিয়ে থাকবে।
আরও পড়ুনঃ রবিবার পুলিশের নিয়োগ পরীক্ষা! ব্লু ও গ্রিন লাইনে অতিরিক্ত মেট্রো চালানোর ঘোষণা
অন্যান্য ফিচার্স
উল্লেখ্য, এই ফোনটিতে Samsung কিছু AI ভিত্তিক আধুনিক ফিচার্স দিচ্ছে। যেমন Gemini Live Integration, NFC সাপোর্ট। পাশাপাশি ফোনটির স্ক্রিনে ব্যবহার করা হচ্ছে Corning Gorilla Glass Victus, যা ফোনটিকে স্ক্র্যাচ কিংবা হালকা আঘাত থেকে সুরক্ষা দেবে। এমন ডিসপ্লে হিসেবে 6.7 ইঞ্চির একটি Super AMOLED Full HD+ প্যানেল রয়েছে, যার পিক ব্রাইটনেস 1100 নিটস পর্যন্ত। উল্লেখ্য, Samsung এই ফোনটির জন্য 6 বছরের সিকিউরিটি আপডেট দিচ্ছে আর 6টি OS আপডেট একেবারে বিনামূল্যেই পাওয়া যাবে। তাই যারা বাজেটের মধ্যে হাই পারফরম্যান্সের কোনও ফোন খুঁজছেন, তাদের জন্য এটি হতে পারে একেবারে সেরা বিকল্প।