২৫ হাজার টাকা কমে মিলছে Samsung Galaxy S24! সেরা অফার ফ্লিপকার্টের

Published:

Samsung Galaxy S24
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: দীপাবলি শেষ হওয়া সত্ত্বেও Flipkart বর্তমানে বিগ ব্যাং দিওয়ালি সেল চালাচ্ছে। আর এই সময় Samsung এর শক্তিশালী 5G ফোন Galaxy S24-এ (Samsung Galaxy S24) বিরাট ছাড় মিলছে। হ্যাঁ, এই ফোনের দাম মোটামুটি 65 হাজার টাকা। তবে এখন এটি মাত্র 40 হাজার টাকার কমে পাওয়া যাবে, তাও কোনও ব্যাঙ্ক অফার ছাড়াই।

প্রসঙ্গত জানিয়ে রাখি, এই ফোনটি বর্তমান প্রজন্মের কাছে সবথেকে আকর্ষণীয় ফোন বলা চলে। এতে রয়েছে শক্তিশালী Snapdragon 8 Gen 3 প্রসেসর, ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, ঝাঁ-চকচকে ডিসপ্লে এবং উন্নত মানের সব এআই ফিচার। আর এই ফোনের পারফরম্যান্স নিয়ে কোনওরকম কথা বলার অপেক্ষা রাখে না। আজকের প্রতিবেদনে এই ফোনের অফার সম্পর্কিত যাবতীয় তথ্য তুলে ধরা হল।

Samsung Galaxy S24-এ বিরাট ছাড় ও অফার

বর্তমানে ফোনটি ফ্লিপকার্টে মাত্র 39,999 টাকায় পাওয়া যাচ্ছে। অর্থাৎ, 25 হাজার টাকার বিরাট ছাড় মিলছে ফোনটিতে। এমনকি ব্যাঙ্ক কার্ড অর্থাৎ এসবিআই ফ্লিপকার্ট ব্যাঙ্ক কার্ড ব্যবহার করলে 1000 টাকা ছাড় পাওয়া যাবে। ফলত, মাত্র 38,999  টাকায় মিলবে এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন। এমনকি যদি আপনি ইএমআই-এর মাধ্যমে নিতে চান, তাহলেও সুবিধা পাবেন, যেখানে প্রতি মাসে মাত্র 6667 টাকা দিতে হবে। আর এক্সচেঞ্জ অফার হিসেবে পুরনো ফোনের বিনিময়ে সর্বোচ্চ 38,900 টাকা পর্যন্ত ছাড় মিলবে। এমনকি এক্সটেন্ডেড ওয়ারেন্টির সুবিধাও নিতে পারবেন এই ফোনে।

Galaxy S24-র স্পেসিফিকেশন

জানিয়ে রাখি, Samsung Galaxy S24 5G-তে রয়েছে—

  • 6.2 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz এবং পিক ব্রাইটনেস 2600 নিটস পর্যন্ত।
  • ফোনটিতে পাওয়া যাবে Snapdragon 8 Gen 3 প্রসেসর।
  • ফোনটিতে 8GB RAM এবং 128GB স্টোরেস্ট সাপোর্ট করবে।
  • ফোনটিতে 4000mAh এর ব্যাটারি পাওয়া যাবে এবং 25W ফাস্ট চার্জিং সাপোর্ট নেবে।
  • Samsung বরাবরই ক্যামেরার দিক থেকে চমক দেয়। সেই মতো Samsung Galaxy S24 5G ফোনটিতে 50MP প্রাইমারি ক্যামেরা, 12MP আল্ট্রা-ওয়াইড লেন্স এবং 10MP
  • টেলিফটো লেন্স থাকবে। পাশাপাশি ফ্রন্ট ক্যামেরা হিসেবে 12MP একটি সেলফি ক্যামেরা দেওয়া রয়েছে।

আরও পড়ুনঃ মদ খাওয়ায় চড় মেরেছিল মালিক, রাগের বশে ৫ বছরের শিশুকে থেঁতলে খুন ড্রাইভারের

তাই কম দামের মধ্যে যারা 5G, ট্রিপল ক্যামেরা এবং শক্তিশালী প্রসেসর যুক্ত স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য এটি হতে চলেছে এক্কেবারে সেরার সেরা বিকল্প। আর সম্প্রতি ফ্লিপকার্টের এই সেল গ্রাহকদের জন্য হয়ে উঠেছে সোনায় সোহাগা অফার। তাই যদি পারফরম্যান্স ফ্রেন্ডলি কোনও ফোন খুঁজে থাকেন, তাহলে Samsung Galaxy S24 5G হতে পারে সেরা আকর্ষণ।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join