সৌভিক মুখার্জী, কলকাতা: Samsung এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন ড্যাস Galaxy S24 Ultra 5G চান? তাহলে আপনার জন্য এই দীপাবলি সেল হতে পারে দারুণ সুযোগ। কারণ লঞ্চের এক বছর না যেতেই এই ফোনে (Samsung Galaxy S24 Ultra) এবার বিরাট ছাড় দেওয়া হচ্ছে। এমনকি ব্যাঙ্ক অফারে মিলছে আরও ছাড়। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
অফার এবং দাম
প্রসঙ্গত, অ্যামাজনের Galaxy S24 Ultra 5G এর 12GB+256GB স্টোরেজ ভ্যারিয়েন্ট ফোনটি এখন মাত্র 79,999 টাকায় পাওয়া যাচ্ছে। আর যদি আপনি HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে চান, তাহলে দাম দাঁড়াচ্ছে মাত্র 77,249 টাকা। উল্লেখ্য, ফোনটি 2024 এর জানুয়ারি মাসে লঞ্চ হয়েছিল। আর সে সময় এই ফোনটির দাম ছিল 1,29,999 টাকা। ফলে এখন 52,750 টাকা পর্যন্ত সাশ্রয় হচ্ছে এই ফোনে।
স্পেসিফিকেশন কী রয়েছে?
ডিসপ্লে- এই ফোনটিতে রয়েছে একটি 6.8 ইঞ্চির Quad HD+ AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন 3120×1440 পিক্সেল এবং রিফ্রেশ রেট 120Hz।
ক্যামেরা- ক্যামেরার দিক থেকে বরাবরই Samsung চমক দেয়। সেই সূত্রে এই ফোনের পিছনে রয়েছে 200MP প্রাইমারি ক্যামেরা, 12MP আলট্রা-ওয়াইড ক্যামেরা, 50MP টেলিফটো লেন্স এবং 10MP সেন্সর। পাশাপাশি সামনের দিকে রয়েছে 12MP সেলফি ক্যামেরা।
প্রসেসর- এই ফোনটিতে রয়েছে Octa-core Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেট, যা গেমিং থেকে শুরু করে এডিটিং বা অন্য যে কোনও কাজে সেরা পারফরম্যান্স দেবে।
ব্যাটারি- এই ফোনটিতে পাওয়া যাবে একটি 5,000mAh এর বিরাট ব্যাটারি, যার সঙ্গে 45W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া থাকবে। ফলে একবার চার্জ দিলেই দীর্ঘক্ষণ ধরে ফোনটি ব্যবহার করা যাবে।
অন্যান্য ফিচার- এই ফোনটিতে রয়েছে Android 15 ভিত্তিক অপারেটিং সিস্টেম, IP68 রেটিং যা জল কিংবা ধুলো থেকে সুরক্ষা দেবে। এছাড়া 5G, 4G LTE, Wi-Fi 7, Bluetooth 5.3, GPS, NFC কানেক্টিভিটি রয়েছে এই ফোনটিতে।
আরও পড়ুনঃ হবে না দূষণ, চলবে ২৪০ যাত্রী নিয়ে! কোচিতে চালু হচ্ছে ভারতের প্রথম লাইট ট্রাম
তাই এই দীপাবলি সেল হতে পারে Galaxy S24 Ultra 5G প্রেমীদের জন্য একেবারে দারুণ সুযোগ। কারণ, এই বিরাট ব্যাঙ্ক ছাড়, স্পেসিফিকেশন মিলিয়ে বাজারে এখন সবথেকে আকর্ষণ Galaxy S24 Ultra 5G। তাই এই সুযোগ মোটেও হাতছাড়া করবেন না।