জানুয়ারিতে নয়, পিছিয়ে গেল Samsung Galaxy S26 লঞ্চের দিন! কবে আসছে বাজারে?

Published:

Samsung Galaxy S26
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: প্রতি বছর জানুয়ারি মাসের Samsung তাদের নতুন ফ্লাগশিপ S সিরিজের ফোন বাজারে নিয়ে আসে। আর সে মতোই এবারও আসন্ন Samsung Galaxy S26 সিরিজ লঞ্চ হওয়ার কথা ছিল। তবে জানা যাচ্ছে, উন্নয়নজনিত কিছু সমস্যার কারণে এবার কোম্পানিটি নির্ধারিত সময়ের কিছুটা দেরিতেই ফোন বাজারে আনছে। তবে কেন এত দেরি হচ্ছে, আর কবে নাগাদ বাজারে আসছে? বিস্তারিত জানতে চোখ রাখুন আজকের প্রতিবেদনে।

Samsung Galaxy S26 সিরিজ লঞ্চে কেন বিলম্ব?

গ্রিক টেক ওয়েবসাইট Tech Maniacs এর একটি রিপোর্ট অনুযায়ী, Samsung এর এই নতুন সিরিজের উন্নয়নজনিত কিছু সমস্যা দেখা দিয়েছে। বিশেষ করে Galaxy S26 বা Galaxy S26 Pro মডেলটির ডেভেলপমেন্টে কিছু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। আর এর ফলেই কোম্পানিটি লঞ্চের তারিখ অনেকটাই পিছিয়েছে। জানা যাচ্ছে, যেখানে আগের পরিকল্পনা ছিল জানুয়ারি মাস, সেখানে এবার মার্চ মাসের দিকে লঞ্চ হতে পারে। ফলত দুই মাস বিলম্ব হতে পারে।

এদিকে রিপোর্ট অনুযায়ী, Galaxy S26 Ultra মডেলের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। তবে বেস মডেলের কাজ এখনও পর্যন্ত চলছে। আর সেটির কারণেই পুরো সিরিজের লঞ্চ বর্তমানে আটকে রয়েছে। উল্লেখ্য, S26 Ultra-তে এবার বিরাট পরিবর্তন আনা হচ্ছে। হ্যাঁ, এই মডেলে এবার 10-bit ডিসপ্লে ব্যবহার করা হবে, যা গত বছরের 8-bit স্ক্রিনের তুলনায় আরও রঙিন এবং উন্নত ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেবে।

পারফরম্যান্সেও নতুন মাত্রা

Samsung এর এই নতুন ফ্লাগশিপ ফোনে চমক দেওয়া ফিচার থাকছে। রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, Galaxy S26 Ultra মডেলটিতে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর থাকবে। আর সঙ্গে 12GB পর্যন্ত RAM দেওয়া হবে। আবার স্ট্যান্ডার্ড মডেলগুলিতে Exynos 2600 চিপসেট দেওয়া থাকবে। আর এই প্রসেসর মূলত গেমিং থেকে শুরু করে ভারী কাজ, এডিটিং-এর জন্য একেবারে সেরার সেরা।

আরও পড়ুনঃ মা-বাবা অফিসে, আয়ার কাছে ছিল ছোট্ট প্রত্যুষা, উদ্ধার রক্তাক্ত দেহ! মর্মান্তিক ঘটনা সোনারপুরে

তবে একসময় মনে করা হচ্ছিল যে, এই সিরিজে আসবে Galaxy S26 Pro মডেল। কিন্তু সাম্প্রতিক একটি রিপোর্ট বলছে, S26 সিরিজে কোনও Pro মডেল থাকছে না, বরং শুধুমাত্র Galaxy S26 নামের বেস ভ্যারিয়েন্টটি বাজারে আসছে। কিন্তু সংস্থার পক্ষ থেকে এ নিয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join