প্রকাশ্যে এল Samsung Galaxy S26 সিরিজ লঞ্চের দিনক্ষণ!

Published:

Samsung Galaxy S26
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: এখন সকালের নজর Samsung এর নতুন ফ্লাগশিপ সিরিজ Galaxy S26 (Samsung Galaxy S26) এর দিকে। হ্যাঁ, তারা এই সিরিজ লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে জোরকদমে। যদিও কোম্পানিটি 2026 এর জানুয়ারি মাস নাগাদ এই সিরিজ লঞ্চ করবে বলে জানিয়েছিল। তবে জানা যাচ্ছে, প্রযুক্তিগত কিছু সমস্যার কারণে কিছুটা বিলম্ব হবে এই সিরিজ লঞ্চ করতে। কিন্তু কবে সেই বহু প্রতীক্ষিত তারিখ? এমনই এক রিপোর্ট প্রকাশ্যে আসলো।

কবে লঞ্চ হচ্ছে Samsung Galaxy S26 সিরিজ?

সম্প্রতি MoneyToday এর একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে। সেই অনুযায়ী জানা যাচ্ছে, Galaxy Unpacked 2026 ইভেন্টটি আগামী 25 ফেব্রুয়ারি, 2026 তারিখে অনুষ্ঠিত হবে। তবে এখনও পর্যন্ত কোম্পানির তরফ থেকে কিছু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। মনে করা হচ্ছে, এই ইভেন্টেই Galaxy S26 সিরিজ লঞ্চ করা হতে পারে। উল্লেখ্য, সান ফ্রান্সিসকোর এআই-ভিত্তিক প্রযুক্তি কেন্দ্রে এই ইভেন্টটি অনুষ্ঠিত হবে এবং সেখানে এআই চালিত স্মার্টফোনে বেশি ফোকাস করা হবে বলে অনুমান।

যদিও এর আগে একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছিল। সেই অনুযায়ী জানা গিয়েছিল, Samsung তাদের নতুন S26 সিরিজে তিনটি মডেলে বিরাট পরিবর্তন আনতে চলেছে। এবারের সিরিজে থাকবে Galaxy S26 Pro, Galaxy S26 Edge, এবং Galaxy S26 Ultra। কিন্তু আগে Galaxy S25 Edge সেরকম বিক্রি না হওয়ায় তা বাতিল করা হবে বলে জানানো হয়েছিল।

আরও পড়ুনঃ দেশের শহরগুলিতে দাম কমল পেট্রোল-ডিজেলের! কলকাতার রেট দেখুন

পারফরমেন্সেও বিরাট চমক

Samsung এর এই নতুন ফ্লাগশিপ ফোনে থাকছে সব চমক দেওয়া ফিচার। রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, Galaxy S26 Ultra মডেলটিতে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর থাকবে। সবথেকে বড় ব্যাপার, এর সাথে 12GB পর্যন্ত RAM দেওয়া হবে। আবার স্ট্যান্ডার্ড মডেলগুলিতে Exynos 2600 চিপসেট দেওয়া থাকবে। আর এই প্রসেসর মূলত গেমিং থেকে শুরু করে ভারী কাজ, এডিটিং-এর জন্য একেবারে সেরার সেরা। তাই এখন শুধুমাত্র আর কিছুদিন অপেক্ষা করার পালা।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join