Samsung লঞ্চ করল তাঁদের প্রথম Galaxy XR হেডসেট, জানুন এর বৈশিষ্ট্য ও দাম

Published:

Samsung Headset
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: Samsung যেন এক নতুন যুগের দিকে পা রাখল। অক্টোবরের Galaxy Unpacked 2025 ইভেন্টে কোম্পানি তাদের প্রথম Extended Reality (XR) হেডসেট (Samsung Headset) লঞ্চ করল। আর বাস্তব জগতে এটি মূলত Augmented Reality (AR) অভিজ্ঞতা প্রদর্শন করতে পারবে বলেই জানা যাচ্ছে। উল্লেখ্য, এই হেডসেটের মাধ্যমে ব্যবহারকারীরা বাস্তব জগতের সঙ্গে ভার্চুয়াল উপাদান মিশিয়ে নতুন অভিজ্ঞতা পাবে। আর বিশেষ করে হ্যান্ড ট্র্যাকিং ফিচারের মাধ্যমে হাতের ইশারায় উইজেট বা অ্যাপ নিয়ন্ত্রণ করা যাবে।

Samsung-র হেডসেটের দাম

বলাবাহুল্য, মার্কিন যুক্তরাষ্ট্রে এর দাম শুরু হচ্ছে মাত্র 1799 মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় 1,58,000  টাকা। দক্ষিণ কোরিয়ায় এর দাম পড়বে ভারতীয় মুদ্রায় 1,65,000 টাকা। এদিকে যদি আপনি ইএমআই করতে চান, তাহলে বারো মাসের জন্য ইএমআই সুবিধা পাবেন। সেক্ষেত্রে প্রতি মাসে মাত্র 13,000 টাকা দিতে হবে। তবে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র আর দক্ষিণ কোরিয়াতেই বর্তমানে এই ডিভাইস পাওয়া যাচ্ছে। ভারতে এখনও পর্যন্ত লঞ্চ হয়নি।

কী কী ফিচার রয়েছে?

বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী খবর, এই হেডসেটটিতে থাকবে একটি মাইক্রো OLED ডিসপ্লে, যাতে রয়েছে 3552x 3840 রেজোলিউশন, 90Hz রিফ্রেশ রেট। এমনকি এতে থাকবে মাল্টি ক্যামেরা সাপোর্ট এবং Google Gemini AI অ্যাসিস্ট্যান্ট পাওয়ার। ক্যামেরা হিসেবে পাস-থ্রু, 6টি ওয়ার্ল্ড-ফেসিং ট্র্যাকিং, 4টি আই-ট্র্যাকিং থাকবে। পাশাপাশি আইরিস রিকগনিশন সিকিউরিটি ফিচার দেওয়া থাকছে।

তবে অডিও নিয়ে যদি কথা বলি, তাহলে এই ডিভাইসটিতে 2-ওয়ে স্পিকার এবং 6-মাইক্রোফোন অ্যারে দেওয়া থাকছে। আর Wi-Fi 7, Bluetooth 5.4 কানেক্টিভিটির সুবিধা তো থাকবেই। এমনকি এতে এমন ব্যাটারি দেওয়া হচ্ছে, যা দুই ঘন্টা অনায়াসে ব্যবহার করা যাবে এবং 2.5 ঘন্টা ভিডিও প্লেব্যাকের সুবিধা পাওয়া যাবে। উল্লেখ্য, এই হেডসেটটির ওজন মাত্র 545 গ্রাম, আর ব্যাটারি প্যাকের ওজন মাত্র 302 গ্রাম। তাই ব্যবহারকারীদের জন্য এটি আরামদায়ক আর দীর্ঘ সময় ধরে ব্যবহারের উপযোগী বলেই অনুমান করা হচ্ছে।

আরও পড়ুনঃ “অসুর হিসাবে একদম পারফেক্ট সুকান্ত!” কল্যাণের অপমানের কড়া জবাব কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর

মোদ্দা কথা, Samsung এর এই Galaxy XR হেডসেটটি মূলত গেমিং থেকে শুরু করে মাল্টিমিডিয়া টাস্কিং বা ইন্টারঅ্যাক্টিভ অ্যাপ্লিকেশনের জন্যই ডিজাইন করা। আর এটি ব্যবহারকারীদের অভিজ্ঞতা যে একধাপ বাড়াবে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তাই যদি আপনি উন্নত মানের কোনও হেডসেট কেনার জন্য অপেক্ষা করে থাকেন, তাহলে এটিই হতে পারে সেরা বিকল্প। যদিও এখনও পর্যন্ত এটি ভারতে লঞ্চ হয়নি। তবে খুব শীঘ্রই ভারতের বাজারে আসবে বলে অনুমান করা হচ্ছে।

আরওSamsung
গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join