সৌভিক মুখার্জী, কলকাতা: স্মার্টফোনের দুনিয়ায় বরাবরই চমক দিয়েছে স্যামসাং। তাদের সবথেকে নজরকাড়া ফোন ফোল্ডেবল। বিশেষ স্ক্রিন থেকে শুরু করে গেমিং, সবকিছুর জন্যই আলাদা অভিজ্ঞতা দেয় এই স্মার্টফোন। তবে এর দাম অনেকের নাগালের বাইরে চলে যায়। কিন্তু এবার সেই স্বপ্ন পূরণের পথে। কারণ, অ্যামাজন এমন অফার নিয়ে এসেছে, যা শুনলে ভিমড়ি খাবেন আপনিও। জানা যাচ্ছে, স্যামসাংয়ের সর্বশেষ ফোল্ডেবল ফোন Galaxy Z Fold 6 এখন 50,000 টাকা কম দামে মিলছে।
দাম কমে গেলে অর্ধেক
প্রসঙ্গত, স্যামসাংয়ের ফোল্ডেবল ফোন Galaxy Z Fold 6 এর 12GB RAM এবং 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম ছিল 1,49,999 টাকা। তবে অ্যামাজনে এই মুহূর্তে ফোনটি পাওয়া যাচ্ছে মাত্র 1,03,999 টাকায়। মানে ভাবতে পারছেন! শুধুমাত্র এখানেই শেষ নয়, অ্যামাজন পে ব্যালেন্স ব্যবহার করলে আরও 3112 টাকা পর্যন্ত মিলছে ক্যাশব্যাক। মোদ্দা কথা, মোটের উপর প্রায় 50 হাজার টাকা সেভিংস হচ্ছে এই ফোন কিনলে।
এবার অনেকে হয়তো ভাবতে পারেন, অন্যান্য ই-কমার্স সাইটেও হয়তো আরও কম দামে পাওয়া যাবে। তবে এমনটা নয়, কারণ ফ্লিপকার্টে এই ফোনটির দাম শুরু হচ্ছে 1,09,785 টাকা থেকে। আর ক্রোমাতে এর দাম রাখা হয়েছে 1,30,199 টাকা। ফলে অ্যামাজনে যে এই ফোনটি সবথেকে কম দামে মিলছে, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।
ফিচারে মারাত্মক চমক
প্রসঙ্গত, স্যামসাং গ্যালাক্সি Z Fold 6 এর যে শুধুমাত্র দাম কমেছে তাই নয়। কারণ, এই ফোনটি ফিচার্সেও ভরপুর। হ্যাঁ, এই ফোনে রয়েছে—
ডিসপ্লে- ফোনটিতে 7.6 ইঞ্চির একটি QXGA+ স্ক্রিন রয়েছে, যা সিনেমা দেখা কিংবা গেম খেলার জন্য সেরা অভিজ্ঞতা দেবে।
ব্যাটারি- এই ফোনটিতে 4,400mAh এর একটি শক্তিশালী ব্যাটারি রয়েছে, যা একটানা ব্যবহার করার জন্য সেরা বিকল্প।
প্রসেসর- এই ফোনটিতে রয়েছে Snapdragon 8 Gen 3 প্রসেসর, যা গেমিংয়ের জন্য সেরা পারফরম্যান্স দেবে।
ক্যামেরা সেটআপ- এই ফোনটির পিছনে রয়েছে একটি 50MP প্রাইমারি লেন্স। সাথে আছে 12MP আল্ট্রা-ওয়াইড সেন্সর ও 10MP টেলিফটো লেন্স। পাশাপাশি সেলফির জন্য রয়েছে 10MP ফ্রন্ট ক্যামেরা।
স্টোরেজ- এই ফোনটি সর্বোচ্চ 1TB স্টোরেজ ভ্যারিয়েন্ট পাওয়া যায়।
আরও পড়ুনঃ ‘আমার স্বামী নির্দোষ!’ সোনম ওয়াংচুকের মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টের দারস্থ গীতাঞ্জলী
মোদ্দা কথা, যারা মোবাইলে সিনেমা দেখতে ভালোবাসেন বা গেমিং করেন, তাদের জন্য এই ফোনটি একেবারে সেরা বিকল্প। কিন্তু এতদিন এই ফোনের দাম অনেকের বাঁধার কারণ হয়ে দাঁড়িয়েছিল। তবে অ্যামাজন এবার সেই সুযোগ সামনে এনে দিয়েছে। তাই এই ছাড় একদমই হাতছাড়া করবেন না।