সৌভিক মুখার্জী, কলকাতা: বিশ্বজুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI। এমনকি প্রযুক্তির দুনিয়ায় বড় বড় সংস্থাগুলি এবার ভাবতে শুরু করেছে যে, এর সুফল বা কুফল মানব জীবনে ঠিক কতটা প্রভাব ফেলবে? তবে এরই মাঝে বিশেষজ্ঞরা এমন এক নতুন প্রযুক্তির কথা বলছে, যা নাকি AI-এর থেকেও চারগুণ এগিয়ে থাকবে!
শুনতে অবাক লাগলো একেবারে সত্যি। আসলে এর নাম হচ্ছে সিন্থেটিক ইন্টেলিজেন্স বা সংক্ষেপে বলতে গেলে SI। বিশেষজ্ঞরা দাবি করছে, আগামীদিনে এই প্রযুক্তি গোটা বিশ্বের প্রযুক্তি খাতের সংজ্ঞা বদলে দিতে পারে। তাই এখন থেকেই দাবি করা হচ্ছে যে AI এখনো শিশু, আসল খেল দেখাবে SI!
কী এই SI?
মোদ্দা কথা, SI হল AI এর একটি অ্যাডভান্স সংস্করণ। AI যেখানে শুধুমাত্র তথ্য বা ডেটার ভিত্তিতে সিদ্ধান্ত নেয়, সেখানে SI মানুষের মতো করেই চিন্তা করতে পারে। এর মধ্যে থাকবে মানুষের মতোই যুক্তি প্রয়োগের ক্ষমতা, এমনকি সৃজনশীলতা। নতুন নতুন পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা থাকবে এই প্রযুক্তিতে। মানে AI যেখানে আগের তথ্যকে ভরসা করে চলে, সেখানে SI নতুন অভিজ্ঞতা থেকেই শিখতে পারবে, বুঝতে পারবে আর নতুন সমাধান বের করতে পারবে।
উদাহরণ দিয়ে বোঝা যাক..
ধরুন, AI এবং SI দুজনকে দাবা খেলতে দেওয়া হল। এবার AI খেলবে আগের ম্যাচের ডেটা, ওপেনিং মুডস আর নিয়মের উপর ভরসা করে। তবে SI এখানে অন্যভাবে খেল দেখাবে। হ্যাঁ, SI শুধু নিয়ম মেনে চলবে না, বরং প্রতিপক্ষের আচরণ, চাল সবকিছুই বিশ্লেষণ করবে। অর্থাৎ, AI খেলাটা চালাবে, কিন্তু SI খেলাটা বোঝার চেষ্টা করেই খেলবে। এটাই মূল পার্থক্য।
কী করতে পারবে SI?
সিন্থেটিক ইন্টেলিজেন্স বা যাকে আমরা SI বলছি, এর ক্ষমতা সম্পর্কে গবেষকরা বলছে যে এর ব্যবহার মানব জীবনে বিরাট পরিবর্তন আনতে পারে। হ্যাঁ, ভবিষ্যৎবাণীর ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব রাখবে। শুধুমাত্র পুরনো তথ্য নয়, বরং পরিবর্তিত পরিস্থিতি দেখেই সিদ্ধান্ত নেবে এই SI।
আরও পড়ুনঃ ঘুষ নিতে গিয়ে ধরা পড়ে হাওয়ায় টাকা ওড়ালেন ASI, নোট কুড়িয়ে পালাল জনতা
যদি কেউ বলে যে আমি গরিব, তাহলে সাধারণত AI তা বিশ্বাস করে নেয়। তবে SI বুঝবে এটা সত্যি বলা হয়েছে নাকি ঠাট্টা। পাশাপাশি AI আগের তথ্য থেকে নতুন কিছু বানায়। কিন্তু SI একেবারে নতুন গল্প, ডিজাইন বা আইডিয়া তৈরি করতে পারবে যা আগের ডেটার সঙ্গে কোনওরকম মিল নেই। এখন শুধু দেখার, SI কবে বাজারে আত্মপ্রকাশ করে, আর মানব জীবনে ঠিক কতটা প্রভাব ফেলে।