সৌভিক মুখার্জী, কলকাতা: এই গরমের দাপটে আপনি কি ফ্রিজ (Refrigerator) কিনতে চাইছেন? চিন্তা করছেন, কোন ফ্রিজ নেব, সিঙ্গেল ডোর নাকি ডাবল ডোর? অনেক তো দোকানে গিয়ে সেলসম্যানের কথায় বিশ্বাস করেই একটি মডেল কিনে ফেলে। আবার পরে বুঝতে পারে যে, সেটা তাদের প্রয়োজনের সঙ্গে মানানসই ছিল না। আজকের প্রতিবেদনে জানিয়ে দেব, কীভাবে আপনি বুঝবেন যে, আপনার বাড়ির জন্য কোন ফ্রিজ সেরা এবং কেনই বা সেটি কিনবেন!
পরিবারে কতজন সদস্য?
ফ্রিজ কেনার সময় প্রথম প্রশ্ন মাথায় জানা উচিত যে, বাড়িতে কতজন সদস্য! হ্যাঁ, যদি পরিবারে এক থেকে তিনজন সদস্য থাকে, তাহলে সিঙ্গেল ডোর ফ্রিজ এক্কেবারে পারফেক্ট অপশন। এগুলোর ক্যাপাসিটি মোটামুটি 50 থেকে 250 লিটার পর্যন্ত হয়। অন্যদিকে যদি তিনজন বা তার বেশি সদস্যের পরিবার হয়, তাহলে ডবল ডোর ফ্রিজ কেনা বুদ্ধিমানের কাজ। কারণ এগুলোর ক্যাপাসিটি 250 লিটারের বেশি।
বিদ্যুতের খরচ
বর্তমান সময়ে বাজারে ফ্রিজ কিনতে গেলে শুধু দাম নয়, বরং ইলেকট্রিক বিলের কথাও মাথায় রাখা দরকার। কারণ সিঙ্গেল ডোর ফ্রিজে তুলনামূলকভাবে অনেকটাই কম বিদ্যুৎ খরচ হয়। বছরে 3-স্টার রেটেড ফ্রিজে মোটামুটি 180 থেকে 220 ইউনিট বিদ্যুৎ লাগে। আর ডবল ডোর ফ্রিজে বিদ্যুৎ খরচ হয় প্রায় 250 থেকে 350 ইউনিট পর্যন্ত। কারণ এতে আলাদা কুলিং সিস্টেম থাকে।
ফিচারের দিক থেকে কোনটি সেরা?
যদি আপনি এমন কোনও ফ্রিজ খুঁজে থাকেন, যাতে বেশি পরিমাণে ফিচার দরকার এবং বড় স্পেস দরকার, তাহলে আপনার জন্য ডবল ডোর ফ্রিজ সেরা বিকল্প। কারণ ডবল ডোর ফ্রিজে থাকে অটো ফ্রিজার এবং অনেক সময় কনভার্টিবল ফ্রিজারও দেওয়া হয়। যেগুলি প্রয়োজনে সাধারণ ফ্রিজ হিসেবেও ব্যবহার করা যায়। আর সিঙ্গেল ডোর ফ্রিজে সাধারণত ম্যানুয়াল ড্রিফট করতে হয়। আর ফ্রিজার অনেক ছোট থাকে।
আরও পড়ুনঃ মাধ্যমিক পাসে পরীক্ষা ছাড়া চাকরি! ভারতীয় রেলে স্পোর্টস কোটায় প্রচুর কর্মী নিয়োগ
তাকাতে হবে বাজেটের দিকেও
সবথেকে বড় প্রশ্ন, আপনার বাজেট কত? যদি আপনার বাজেট খুব সীমিত হয়, মোটামুটি 10 হাজার টাকার মধ্যে, তাহলে সিঙ্গেল ডোর ফ্রিজই আপনার জন্য হতে পারে সেরা বিকল্প। কারণ এগুলো মোটামুটি 8 হাজার থেকে 18 হাজার টাকার মধ্যে হয়ে যায়। আর ডবল ডোর ফ্রিজ শুরুই হয় 18 হাজার টাকা থাকে, এমনকি 70-80 হাজার টাকা পর্যন্তও পৌঁছে যায়।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |