Redmi, Realme-কে টক্কর! ৫০০০ টাকায় 8GB RAM এর AI স্মার্টফোন লঞ্চ ভারতে

Published on:

Smartphone

সৌভিক মুখার্জী, কলকাতা: মোবাইল দুনিয়ায় আবারো বিরাট চমক! মাত্র 5000 টাকাতেই স্মার্টফোন (Smartphone)! তাও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ফিচার্স যুক্ত। ভাবতে কেমন অবাক লাগছে তাই না? তবে না, এটাই বাস্তব! Flipkart-এ শুরু হয়েছে মাত্র 5000 টাকার ফোন বিক্রি। আর এই ফোনের হাত ধরেই ভারতের বাজারে প্রবেশ করেছে নতুন কোম্পানি NextQuantum।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

জানিয়ে রাখি, Realme-র প্রাক্তন সিইও এই নতুন কোম্পানির প্রতিষ্ঠাতা। এক কথায় স্মার্টফোন জগতের এক অভিজ্ঞ খেলোয়াড় তিনি। আর এবার তিনি নিজের নতুন ব্রান্ড নিয়ে ময়দানে নেমেছেন। এমনকি ভারতীয় মার্কেটের জন্য বিশেষভাবে কাস্টমাইজ করা নতুন একটি অ্যান্ড্রয়েড ভিত্তিক অপারেটিং সিস্টেমও তৈরি করে ফেলেছে এই সংস্থা।

লঞ্চ হল AI+ ও Nova 5G

জানা যাচ্ছে আজ NextQuantum দুটি ফোন লঞ্চ করছে। আর সেগুলি হল—AI+ ও Nova 5G। দুটি ফোনই সম্পূর্ণ মেক ইন ইন্ডিয়া প্রযুক্তির এবং ফোনগুলির ফিচার্স ইতিমধ্যেই নজর কেড়েছে। দেখা যাচ্ছে, ফোনগুলোতে রয়েছে 50 মেগাপিক্সেলের AI ক্যামেরা, 5000 mAh ব্যাটারি, পাঁচটি কালার ভ্যারিয়েন্ট, ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আর দাম শুনলে একেবারে আকাশ থেকে পড়বেন। কারণ, মাত্র 5000 টাকা থেকেই শুরু এই ফোনের দাম। আর এতে থাকবে 6GB/8GB RAM এবং 128GB স্টোরেজ অপশন। প্রসেসরের দিক থেকেও বেশ নজর কাড়ছে ফোনটি। কারণ Nova 5G ফোনে থাকবে শক্তিশালী 6nm Unisoc প্রসেসর এবং AI+ মডেলে থাকবে Unisoc T8200 চিপসেট।

AI-র ব্যবহার বদলে দিচ্ছে স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা

জানা যাচ্ছে, এই ফোনদুটিতে একাধিক AI-ভিত্তিক ফিচার্স দেওয়া থাকছে। ফোনের ক্যামেরা থেকে শুরু করে পারফরম্যান্স, ব্যাটারি অপটিমাইজেশন এবং ডেটা ব্যবহারে AI বিরাট ভূমিকা রাখবে। সবথেকে বড় কথা, এই সব কিছু পাচ্ছেন আপনি মাত্র 5000 টাকার মধ্যে, যা Redmi, Realme, Vivo, Oppo-র মতো কোনো ব্র্যান্ড কল্পনায় করতে পারে না।

আরও পড়ুনঃ ২০২৫ সালে কবে পড়ছে বিশ্বকর্মা পুজো? দেখুন দিনক্ষণ, তিথি-নক্ষত্র এবং নিয়মকানুন

কবে থেকে কেনা যাবে এই ফোন?

NextQuantum-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা গেল, এই ফোনটি আজ অর্থাৎ 8 জুলাই, দুপুর 12:30 থেকে ফ্লিপকার্টের অফিসিয়াল ই-কমার্স প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। তাই বাজেটের মধ্যে স্মার্টফোন কিনতে চাইলে একবার ভেবে দেখতে পারেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group