৫০ পয়সায় চলবে ১ কিমি, ২০২৫-এ আত্মপ্রকাশ হতে চলেছে ভারতের প্রথম Solar Car-র

Published on:

india's first solar car

শ্বেতা মিত্র, কলকাতাঃ ধীরে ধীরে বদলে যাচ্ছে ভারতীয় গাড়ি বাজার। ডিজেল, পেট্রোল, CNG কিংবা ইলেকট্রিক গাড়ি তো ইতিমধ্যে দেখেছেন। এবার আলোচনায় ঢুকে পড়েছে সৌর শক্তি চালিত গাড়ি (Solar car)। এক ভারতীয় কোম্পানি তৈরি করেছে সৌর শক্তি চালিত গাড়ি। যেটা নাকি মাত্র ৫০ পয়সায় যেতে পারবে ১  কিলোমিটার!

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ভারতে এবার সৌর শক্তি চালিত গাড়ি!

সামনের বছরের জানুয়ারি মাসে হতে চলেছে ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো। সেখানে একাধিক কোম্পানি প্রকাশ করতে পারে আসন্ন দিনে লঞ্চ হতে চলে বিভিন্ন মডেলের গাড়ি। তেমনই একটি গাড়ি হতে পারে EVA। EVA ভারতের প্রথম সৌর শক্তি চালিত গাড়ি। গাড়িটি তৈরি করেছে পুনেতে অবস্থিত স্টার্টআপ কোম্পানি Vayve Mobility। ২০২৩ সালে এই গাড়ির প্রথম সংস্করণ সামনে এনেছিল কোম্পানি। আশা করা হচ্ছে আসন্ন একস্পোতে Vayve Mobility নিয়ে আসতে পারে ইভিএ-র নতুন সংস্করণ।

আগামী মাসে নয়াদিল্লিতে আয়োজিত ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপোতে আলোচ্য এই গাড়িটি উন্মোচন হওয়ার সম্ভাবনা রয়েছে। তার আগেই অবশ্য গাড়ির বিভিন্ন ফিচার প্রকাশ পেতে শুরু করেছে একাধিক মিডিয়া রিপোর্টে। কৌতূহল বাড়িয়েছে গাড়ির মাইলেজ।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

গাড়িপ্রেমীদের জন্য সুখবর

কোম্পানির তরফে বলা হয়েছে, ভারতীয় রাস্তার কথা বিবেচনা করে তৈরি করা হয়েছে এই গাড়ি। ছোটো জায়গাতেও অনায়াসে চালানো যাবে এই ফোর হুইলার। কোম্পানির দাবি, এই গাড়িটি এক চার্জে ২৫০ কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারবে। গাড়ির ছাদে বসানো থাকতে পারে সোলার প্যানেল। এই সোলার প্যানেলের সাহায্যে গাড়িটি এক বছরে ৩ হাজার কিলোমিটার পর্যন্ত চলতে পারবে বলেও দাবি করা হয়েছে। একই সঙ্গে এটাও বলা হচ্ছে যে মাত্র পাঁচ মিনিট চার্জ দিলে গাড়িটি ৫০ কিলোমিটার পর্যন্ত ড্রাইভিং রেঞ্জ দিতে সক্ষম।

মাইলেজ ছাড়াও সৌর শক্তি চালিত এই গাড়িতে থাকতে চলেছে একাধিক উন্নত ফিচার। স্মার্টফোন কানেকটিভিটি, রিমোট মনিটরিং, ওভার এয়ার আপডেটের মতো ফিচার দেখা যেতে পারে। গাড়ির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৭০ কিলোমিটার। দাম নিয়ে এখনও কিছু জানা যায়নি। কোম্পানির ঘোষণার অপেক্ষায় গাড়ি প্রেমীরা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group