ভয়েস দিয়েই হবে কন্ট্রোল! শীতের মরসুমে বাজেটের মধ্যেই মিলছে সেরা কিছু স্মার্ট গিজার

Published:

Smart Geyser in Budget
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: গ্রীষ্ম গড়িয়ে পড়েছে শীতের মরসুম। আর এ সময় প্রত্যেক ঘরে ঘরে দরকার পড়বে গিজারের। হ্যাঁ, বাচ্চারা ভোরবেলা ঠান্ডা জলে তো স্নান করতে পছন্দ করেই না, এর পাশাপাশি নিজেদেরও স্নান করতে অসুবিধা হয়। তাই নিত্যদিনের প্রয়োজন মেটাতে গিজার বা ওয়াটার হিটার কেনার কথা অনেকে বিবেচনা করে। বাজারে এরকম অনেক বিকল্প রয়েছে। কিন্তু কিছু স্মার্ট গিজার (Smart Geyser in Budget) বর্তমানে প্রচুর সস্তায় মিলছে।

বলে রাখি, ওয়াটার হিটারগুলি শুধুমাত্র জলই গরম করে। আর স্মার্ট গিজারগুলি আপনি কতটা জল গরম করতে চান তা নিয়ন্ত্রণও করতে পারে। আর এগুলো আপনার টাইমারও সেট করতে দেবে। পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করতে বা বিদ্যুৎ খরচ নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। আজ আমরা এই প্রতিবেদনে এমনই কিছু স্মার্ট গিজারের বিকল্প তুলে ধরব, যেগুলি হতে পারে আপনার জন্য সেরার সেরা বিকল্প।

Adonia-i

হ্যাভেলস ইলেকট্রনিক্স বাজারে অত্যন্ত সুপরিচিত একটি নাম। আর আপনি এদের Adonia-i গিজারটি এখন সস্তায় কিনে নিতে পারবেন। কারণ, এটি বাজারে মাত্র 11,950 টাকায় মিলছে। আর এই দামে আপনি পাবেন 15 লিটার স্টোরেজ ভেরিয়েন্ট। এতে ডিজিটাল ডিসপ্লে থাকবে। পাশাপাশি তাপমাত্রার পরিবর্তনের উপর ভিত্তি করে রং পরিবর্তনকারী আলো থাকবে এবং আরও অনেক ফিচার পাওয়া যাবে। সবথেকে বড় ব্যাপার, আপনি আপনার ফোন থেকে একটি অ্যাপের মাধ্যমেই এই গিজার নিয়ন্ত্রণ করতে পারবেন।

Racold Omnis

বাজেটের মধ্যে যদি গিজার কিনতে চান, তাহলে Racold Omnis হতে পারে আপনার জন্য সেরা বিকল্প। বাজারে অন্যান্য স্মার্ট গিজারের তুলনায় এর দাম হয়তো সামান্য বেশি। তবে 15 লিটারের গিজারটি মোটামুটি 14,199 টাকায় পাওয়া যাচ্ছে অ্যামাজনে। এই গিজারটিতে রয়েছে ভয়েস কন্ট্রোলের সুবিধা। অর্থাৎ, আপনি দূর থেকে ভয়েসের মাধ্যমেই গিজারটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন।

SWH Aquerra Smart

আরও কম দামে যদি কোনও স্মার্ট গিজার কিনতে চান, তাহলে SWH Aquerra Smart হতে পারে সেরা বিকল্প। এই মডেলের 15 লিটার ধারণক্ষমতা সম্পন্ন গিজারটি পাওয়া যাচ্ছে মাত্র 11,440 টাকায়। আর আপনি এটি অ্যামাজনের মাধ্যমে খুব সহজেই কিনে নিতে পারবেন। পাশাপাশি Usha অ্যাপের মাধ্যমেও পাবেন এই গিজার।

Pebble Shine

ভি-গার্ডের Pebble Shine গিজারটিও আপনি বাজেটের মধ্যে কিনে নিতে পারবেন। এর 15 লিটার ধারণক্ষমতার ভেরিয়েন্টের দাম মাত্র 13,199 টাকা। এতে ভয়েস কন্ট্রোলের সুবিধা পাওয়া যাবে। আর কোম্পানিটি গিজারের সাথে বিনামূল্যে ইনস্টলেশনের সুবিধাও দেয় যা সচারচর দেখা যায় না।

আরও পড়ুনঃ ৪ নভেম্বর থেকে বাড়ি যাবে BLO-রা! দেখুন এনুমারেশন ফর্ম কেমন হবে আর কীভাবে ভরবেন

Haier এর স্মার্ট গিজার

আপনি যদি বেশি ক্যাপাসিটির কোনও স্মার্ট গিজার খুঁজে থাকেন, তাহলে এই বাজেটের মধ্যে Haier হতে পারে সেরা বিকল্প। এর 25 লিটারের ধারণক্ষমতার গিজারটি অ্যামাজনে মাত্র 13,299 টাকায় মিলছে। আর 15 লিটার ভেরিয়েন্ট কিনতে চাইলে আপনার পড়বে 11,455 টাকা। তাই বাজেটের মধ্যে যদি গিজার কিনতে চান, তাহলে এগুলোই হতে পারে আপনার জন্য সেরার সেরা বিকল্প।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join