Gmail-এ না থাকা Zoho Mail-র সেরা কিছু ফিচার, অ্যাকাউন্ট খোলার আগে জানুন

Published:

Zoho Mail
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের নিজস্ব টেক জায়ান্ট Zoho কর্পোরেশন ইতিমধ্যেই সারা ফেলে দিয়েছে। হোয়াটসঅ্যাপের বিকল্প Arattai অ্যাপ থেকে শুরু করে Zoho Mail গ্রাহকদের মধ্যে জায়গা করে নিয়েছে। এমনকি গ্রাহকের মধ্যে Zoho Mail নিয়ে উন্মাদনা দিনের পর দিন বাড়ছে। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেই এই মেইল ব্যবহার করা শুরু করেছেন। তিনি টুইটে বলেছেন, শুধু Zoho Mail নয়, Arattai-র মতো জোহ কর্পোরেশনের অন্যান্য অ্যাপগুলিও ভারতের বিপুল জনপ্রিয়তা অর্জন করছে।

তবে আপনি যদি Gmail থেকে Zoho Mail-এ মেলে সুইচ করার কথা ভাবেন, তাহলে আজকের প্রতিবেদনে এই Zoho Mail সম্পর্কে এমন কিছু ফিচার জানাবো, যেগুলি জানলে চমকে উঠবেন। কারণ এই ফিচারগুলি আপনি Gmail-এও পাবেন না। সবথেকে বড় ব্যাপার, Zoho Mail-এ কোনওরকম বিজ্ঞাপন দেখাবে না। চলুন বিস্তারিত জেনে নেই, কী কী ফিচার রয়েছে এই Zoho Mail-এ।

দেখাবে না কোনও বিজ্ঞাপন

Gmail ব্যবহার করার সময় মাঝে মাঝে আমাদের সামনে বিজ্ঞাপন চলে আসে, যা আমাদের বিরক্তের কারণ হয়ে দাঁড়ায়। তবে Zoho Mail যদি ব্যবহার করেন, তাহলে এর ইনবক্সে কোনওরকম বিজ্ঞাপন দেখাবে না। তাই যারা ইনবক্স ক্লিন রাখতে চান, তাদের জন্য এটি সেরা ফিচার।

সহজেই পাঠাতে পারবেন বড় অ্যাটাচমেন্ট

সাধারণত, Gmail-এ সর্বোচ্চ 25MB সাইজের কোনও ফাইল পাঠানো যায়। তবে আপনি যদি Zoho Mail ব্যবহার করেন, তাহলে সর্বোচ্চ 1GB পর্যন্ত ফাইল পাঠাতে পারবেন। এমনকি ফাইল আকারে বড় হলে সেটি স্বয়ংক্রিয়ভাবে লিংকে পরিণত হয়ে যাবে আর ইমেলের সঙ্গে যোগ হয়ে যাবে। তাই বড় ফাইল পাঠানোর জন্য এটি একেবারে সেরা বিকল্প।

পাঠানো ইমেইল পুনরুদ্ধার

Gmail-এ সাধারণত “Undo Send” বলে একটি অপশন দেওয়া থাকে, যার মাধ্যমে আপনি আপনার পাঠানো ইমেইল আনসেন্ড করতে পারেন। তবে এটি সীমিত সময়ের জন্যই। কিন্তু Zoho Mail  আপনাকে পাঠানোর সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও সেই মেসেজ আন্ডু করার সুবিধা দেবে। তাই ভুলবশত যদি কোনও ইমেইল পাঠিয়ে ফেলেন, তাহলে এটি হতে পারে কার্যকর উপায়।

নিরাপত্তা ফিচার

Zoho Mail-এ স্ট্যান্ডার্ড TLS এনক্রিপশনের পাশাপাশি ​​S/MIME সাপোর্ট দেওয়া রয়েছে। অর্থাৎ, ব্যবহারকারীদের ডিজিটাল স্বাক্ষর তৈরি করতে সাহায্য করবে এই Zoho Mail। পাশাপাশি যারা গুরুত্বপূর্ণ তথ্য পাঠাতে চান, তাদের জন্য এই ফিচার সেরা।

সহজেই পাবেন গুরুত্বপূর্ণ মেইল

Zoho Mail এর সবথেকে বড় বৈশিষ্ট্য হল, এটি স্বয়ংক্রিয়ভাবেই আপনার কাছে আসা মেইলগুলোকে স্ক্যান করবে আর সেগুলিকে বিজ্ঞপ্তি ও নিউজ লেটারের মতো ফোল্ডারে শ্রেণীবদ্ধ করে দেবে। এর ফলে ব্যবহারকারীরা গুরুত্বপূর্ণ মেইলগুলি আগেভাগেই পেয়ে যাবে।

অফার করছে অনেক দরকারি ইন্টিগ্রেশন

Zoho Mail ব্যবহার করলে আপনি ক্যালেন্ডার, নোট, পরিচিতি বা বুকমার্কের মতো টুল ব্যবহারের সুবিধা পাবেন। ফলত, আপনাকে বিভিন্ন অ্যাপে সুইচ করতে হবে না। একটি অ্যাপ খুললেই আপনি এক জায়গায় সব পরিষেবা পেয়ে যাবেন।

আরও পড়ুনঃ সাদা বরফের চাদরে ঢাকল কেদারনাথ ধাম, ঠান্ডায় জুবুথুবু অবস্থা তীর্থযাত্রীদের

করতে পারবেন টিম ওয়ার্ক

সবথেকে বড় ব্যাপার, Zoho Mail একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মতো কাজ করবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা পোস্ট তৈরি করতে পারবে, এমনকি তাদের টিমের সদস্যদের ট্যাগ করতে পারবে, ইভেন্ট তৈরি করতে পারবে। ফলে টিম ওয়ার্কের কাজ যে আরও সহজে হবে, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join