সৌভিক মুখার্জী, কলকাতা: কখনো কি ভেবে দেখেছেন, যে আপনার ফোনে আসা কল আপনি ধরতে না পারায় অন্য কেউ রিসিভ করেছে? অবাক লাগলেও এটাই সত্যি! আসলে স্মার্টফোনের এমন একটি ফিচার রয়েছে, যার নাম কল ফরওয়ার্ডিং (Call Forwarding)। এটি আপনার দরকারে যেমন কাজে লাগে, ঠিক তেমনই এটিকে ব্যবহার করেই কেউ আপনার ব্যক্তিগত সব কথাবার্তা শুনে নিতে পারে, যদি আপনি সাবধান না থাকেন।
কী এই কল ফরওয়ার্ডিং?
আসলে কল ফরওয়ার্ডিং এমন একটি ফিচার, যার মাধ্যমে কোনও নির্দিষ্ট নম্বরে আসা ফোন কল স্বয়ংক্রিয়ভাবেই অন্য নম্বরে ফরওয়ার্ড হয়ে যায়। হ্যাঁ, এই ফিচারের মাধ্যমে যদি আপনার ফোন বন্ধ থাকে, ব্যস্ত থাকে বা রিসিভ না করতে পারেন, তাহলে সেই কল অন্য কোনও নম্বরে চলে যাবে। তবে এই ফিচার আপনার অজান্তেই কেউ চালু করে রাখতে পারে এবং আপনি বুঝতেই পারবেন না যে, কে আপনার ব্যক্তিগত কথাবার্তাগুলি শুনে নিচ্ছে।
আপনার ফোনে কল ফরোয়ার্ডিং চালু আছে কিনা কীভাবে বুঝবেন?
এটি বোঝার জন্য প্রধানত দুটি উপায় রয়েছে। প্রথমত, ডায়াল কোড দিয়ে চেক করতে হবে। এর জন্য আপনার ফোনের ডায়াল প্যাডে গিয়ে *#21# ডায়াল করুন। এর মাধ্যমে আপনি জানতে পারবেন, আপনার কল কোথায় ফরওয়ার্ড হচ্ছে। পাশাপাশি *#67# বা *#61# ডায়াল করলে আপনি জানতে পারবেন, ব্যস্ত বা অনুপলব্ধ অবস্থায় কল কোথায় যাচ্ছে। এমনকি যদি কল ফরওয়ার্ডিং বন্ধ করতে চান, তাহলে ##21# ডায়াল করুন। এতে সব ধরনের ফরওয়ার্ডিং কল বন্ধ হয়ে যাবে।
তবে দ্বিতীয় উপায়টি স্মার্টফোনের সেটিংস থেকেই করতে হবে। iPhone ব্যবহারকারীদের জন্য সেটিংসে গিয়ে Phone > Call Forwarding অপশনে যেতে হবে। এখানে আপনি দেখতে পারবেন কল ফরওয়ার্ডিং অপশন চালু রয়েছে কিনা এবং কোন নম্বরে কল যাচ্ছে। এবার সেটিকে বন্ধ করে দিলেই কাজ শেষ। তবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য সেটিংস খুলে Call Settings বা Call Forwarding অপশনে যেতে হবে। এরপর দেখে নিন, আপনার কল কোন নাম্বারে ফরওয়ার্ড হচ্ছে। চাইলে সেখান থেকে Disable করে দিতে পারেন।
আরও পড়ুনঃ বান্ধবীকে IPS বানাতে নয়! গরুকে রাষ্ট্রীয় মাতার পরিচয় দিতে ১২১ লিটার গঙ্গা জল নিয়ে যাত্রা
সামান্য ভুলেই হতে পারে সর্বনাশ
যদি কেউ নিঃশব্দে কল ফরওয়ার্ডিং করে আপনার কল অন্য কোনও জায়গায় পাঠিয়ে দেয়, তাহলে তা হতে পারে সাইবার অপরাধ। ব্যাঙ্কিং ওটিপি থেকে শুরু করে ব্যক্তিগত তথ্য, কিংবা অফিসিয়াল সমস্ত কথাবার্তা অপরিচিতদের হাতে চলে যায়। তাই নিজে থেকেই সুরক্ষিত থাকুন, আর ফোন মাঝে মাঝে চেক করুন যে, কল ফরওয়ার্ডিং চালু রয়েছে কিনা। এমনকি নিজের ফোন অন্য কাউকে ব্যবহার করতে দেবেন না, আর কোনও অজানা কোড কখনো ডায়াল করবেন না।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |