সৌভিক মুখার্জী, কলকাতা: স্পিড, স্টাইল আর স্মার্টনেস, এই তিন মিলিয়ে বাজারে হাজির হচ্ছে 2025 সালের নতুন TVS Apache RTR 310! হ্যাঁ, 40 বছরের রেসিং অভিজ্ঞতা আর টেকনোলজির ছোঁয়া মিলিয়ে TVS এবার এমন এক চমক দিয়েছে, যা শুধুমাত্র বাইক চালানোর জন্য নয়, বরং এক্সপেরিয়েন্সের দিক থেকেও নজর কাড়বে।
দাম শুনলে চমকে উঠবেন
জানা গিয়েছে, এই আপডেটেড বাইকের বেস ভ্যারিয়েন্টের এক্স-শোরুম প্রাইস শুরু হচ্ছে 2,39,990 টাকা থেকে। কিন্তু আপনি চাইলে বিল্ড টু অর্ডার মডেলে নিতে পারবেন। আর সেক্ষেত্রে আপনার দাম পড়বে 2,75,000 টাকা। আর যারা একদম টপ ক্লাস চায়, তাদের জন্য রয়েছে টপ ভ্যারিয়েন্ট, যার এক্স-শোরুম প্রাইস 2,57,000 টাকা।
রয়েছে ফিচারে নতুনত্ব
তবে এই বাইকে এবার এমন কিছু ফিচার যুক্ত করা হয়েছে, যা এই সেগমেন্টে এবার প্রথম। রয়েছে ট্রান্সপারেন্ট ক্লাচ কভার, যার মাধ্যমে বাইকের ক্লাচের ভিতরের পার্ট সরাসরি দেখা যাবে। থাকছে চাবি ছাড়াই স্টার্ট করার সুবিধা। থাকছে ড্রাগ টর্ক কন্ট্রোল, অর্থাৎ হঠাৎ করে ব্রেক করলে বাইক কাঁপবে না। যুক্ত থাকছে কার্নারিং ড্র্যাগ টর্ক কন্ট্রোল, অর্থাৎ বাঁক ঘোরার সময় বাইক স্লিপ কাটবে না। এমনকি লঞ্চ কন্ট্রোল ফিচার যুক্ত করা হচ্ছে, যা দ্রুত স্টার্ট-আপের জন্য প্রয়োজনীয় সাপোর্ট দেবে।
নজরকাড়া লুক
2025 সালের TVS Apache RTR 310-এ থাকছে এবার তিনটি নতুন রঙের অপশন। যার মধ্যে সবথেকে আকর্ষণীয় হল Race Replica Sepang Blue, যা TVS-র রেসিং টিমের জন্যই বেশ পরিচিত। এমনকি বাইকের গ্রাফিক্স ডিজাইন একেবারে নজরে পড়ার মতো। পাশাপাশি নতুন TVS Apache RTR 310-এ এমন সব ডিজিটাল ফিচার যোগ করা হচ্ছে, যা বাইকারদের নয়া অভিজ্ঞতা দেবে।
আরও পড়ুনঃ ২০ বছর ধরে নেহা সেজে ভারতে বসবাস বাংলাদেশি আব্দুল কালামের!
হ্যাঁ, এই গাড়িতে থাকছে মাল্টি ল্যাঙ্গুয়েজ ড্যাশবোর্ড ডিসপ্লে, অর্থাৎ একাধিক ভাষায় তথ্য দেখা যাবে। পাশাপাশি Sequential টার্ন সিগন্যাল লাইট যুক্ত করা হচ্ছে এবং USD চার্জার ও হ্যান্ড গার্ড থাকছে। শুধু তাই নয়, USD ফ্রন্ট সাসপেনশন যুক্ত করা হচ্ছে। আর এই বাইকের ইঞ্জিন 35.6 PS পাওয়ার ও 28.7 Nm টর্ক উৎপন্ন করতে পারবে বলে জানা গিয়েছে।
তাই যারা পারফরম্যান্স, লুক আর ফিচার, তিনটিকে সমান গুরুত্ব দেয় এবং বাইক কেনার দিকে ঝুঁকছে, তাদের জন্য 2025-র এই নতুন TVS Apache RTR 310 মডেল হতে পারে একেবারে সেরা বিকল্প।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |