সৌভিক মুখার্জী, কলকাতা: মহাকাশ থেকে এবার চলবে ইন্টারনেটে! হ্যাঁ, শুনে অবাক মনে হলেও এক্কেবারে সত্যি। কারণ ভারতের প্রযুক্তির জগতে এবার পা ফেলছে এলন মাস্ক। তার স্যাটেলাইট ভিত্তিক ব্রডব্যান্ড পরিষেবা স্টারলিংক (Starlink) ভারতের বাজারে আধিপত্য বিস্তার করতে চলেছে। ইতিমধ্যেই সরকারের সবুজ সংকেত মিলে গিয়েছে।
তাই হাতেগোনা আর কয়েকটা দিনের অপেক্ষা। তবে আজকের প্রতিবেদনে আমরা জানবো, কীভাবে এই স্টারলিংকের সেটআপ করবেন, কবে নাগাদ এই ইন্টারনেট দেশের মাটিতে পৌঁছাবে, পাশাপাশি খরচ কেমন হবে, সেই সম্পর্কে বিস্তারিত তথ্য।
সবুজ সংকেত পেল স্টারলিংক
2022 সাল থেকে স্টারলিংক ভারতে পরিষেবা চালু করার চেষ্টা করছিল। তবে অবশেষে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার চূড়ান্ত ছাড়পত্র পেল এই স্পেস ইন্টারনেট জায়ান্ট। এর আগে DoT স্টারলিংককে লাইসেন্স দিয়েছিল। ফলে এবার আইনি এবং নিয়ন্ত্রক সমস্ত বাঁধা পেরিয়ে স্টারলিংক ভারতের আকাশে স্যাটেলাইট ঘোরানোর জন্য পুরোপুরি প্রস্তুত।
তবে এক্ষেত্রে জানিয়ে রাখি, স্টারলিংকের সঙ্গে এখনও ভারতের দুটি বড় বড় স্যাটেলাইট ইন্টারনেট সংস্থা প্রতিযোগিতায় থাকছে। আর সেগুলি হল Eutelsat OneWeb এবং Reliance Jio Satellite।
কবে নাগাদ চালু হবে স্টারলিংক পরিষেবা?
বলে রাখি, সবেমাত্র স্টারলিংক লাইসেন্স পেয়েছে। তবে এখনো কিছু কাজ বাকি রয়েছে তাদের। প্রথমত, ভারত সরকারের কাছ থেকে স্পেকট্রাম বরাদ্দ করতে হবে। দ্বিতীয়ত, গ্রাউন্ড ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে এবং তৃতীয়ত ন্যাশনাল সিকিউরিটি ট্রায়াল এবং টেস্টিং করতে হবে। আর এই কাজগুলো শেষ হয়ে গেলে আগামী 2026 সালের শুরুতেই স্টারলিংক ভারতে তাদের পরিষেবা চালু করতে পারে বলে অনুমান করা হচ্ছে।
স্টারলিংকের ইন্টারনেট প্ল্যানের দাম কত হবে?
স্টারলিংক শুরুতে প্রোমোশনাল অফারে মাত্র 10 ডলার বা 840 টাকায় আনলিমিটেড ডেটা প্ল্যান চালু করতে পারে বলে জানা যাচ্ছে। তবে TRAI-র প্রস্তাব অনুযায়ী, শহর অঞ্চলে এই খরচ প্রতি মাসে 500 টাকা হতে পারে। এর সঙ্গে 4% AGR ফি, প্রতি MHz স্পেকট্রামের জন্য 3500 টাকা ফি এবং বাণিজ্যিক পরিষেবার জন্য 8% লাইসেন্স ফি দিতে হতে পারে।
তবে এক্ষেত্রে বলে রাখা ভালো, ভারতের জন্য এখনো হার্ডওয়ারের দাম জানানো হয়নি। তবে আমেরিকায় স্টারলিংক কিটের প্রাথমিক দাম ধার্য করা হয়েছে 349 ডলার, যা ভারতীয় মুদ্রায় দাঁড়াচ্ছে 30,000 টাকা। আর স্টারলিংক মিনি অর্থাৎ, কম্প্যাক্ট ভার্সনের দাম ধার্য করা হয়েছে 599 ডলার, যা ভারতীয় মুদ্রায় 43,000 টাকা।
এমনকি এও বলে রাখা ভালো, স্টারলিংকের ইন্টারনেট স্পিড হতে পারে মোটামুটি 25 Mbps থেকে শুরু করে 220 Mbps পর্যন্ত । তবে এটি নির্ভর করবে আপনি কোন অঞ্চলে থাকছেন এবং সেই অঞ্চলে কতটা ভালো স্যাটেলাইট কভারেজ রয়েছে, তার উপরেই।
কীভাবে স্টারলিংক ইনস্টল করবেন?
ইন্সটল করার পদ্ধতি জানার আগে জেনে রাখুন যে, ভারতে স্টারলিংক পরিষেবা শুরু হলে তাঁদের অফিসিয়াল ওয়েবসাইটেই কানেকশনের জন্য আবেদন জানাতে পারবেন। পাশাপাশি রিটেল শপেও স্টারলিংকের ডিভাইস উপলব্ধ থাকবে। স্টারলিংক বাড়িতে ইন্সটল করার জন্য অবশ্যই কিছু পদ্ধতি অনুসরণ করতে হবে। আর সেগুলি হল—
- খোলা আকাশের নীচে এমন কোনও জায়গা নির্বাচন করুন, যেখানে কোনোরকম বাধা নেই।
- স্টারলিংক অ্যাপের “Check for Obstructions” টুলে গিয়ে সঠিক জায়গা নির্ধারণ করে ফেলুন।
- স্টারলিংক কিট কিনে এনে বাড়িতে পাওয়ারের সাথে লাগিয়ে ফেলুন।
- এরপর কয়েক মিনিটের মধ্যেই আপনার ডিভাইস স্যাটেলাইটের সঙ্গে কানেক্ট হয়ে যাবে।
- এমনকি নিজে নিজেই এই কিট সেটআপ করতে পারবেন।
- আর কোনও সফটওয়্যার আপডেট থাকলে তা স্বয়ংক্রিয়ভাবেই রাতের বেলায় আপডেট হয়ে যাবে।
আরও পড়ুনঃ ATM জালিয়াতির ১১ বছর পর মিলল ন্যয়বিচার, ১০% সুদ সহ টাকা ফেরত দিল SBI
ব্যাস, এই কটি ধাপ অনুসরণ করলেই বাড়িতে পেয়ে যাবেন উচ্চগতির স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা। তাই শুধু এখন হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা, হাইস্পিড ইন্টারনেট এবার আসবে হাতের মুঠোয়।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |