সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি ইলন মাস্কের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা স্টারলিঙ্ক (Starlink) এক নতুন অফার নিয়ে এসেছে। আর এই অফার মূলত ব্যবহারকারীর সংখ্যা বাড়ানোর জন্যই আনা। নতুন অফারের আওতায়, যারা স্টারলিঙ্কের বিষয়ে বন্ধুবান্ধব বা পরিবারের কাছে প্রচার করবে, তারা এক মাসের জন্য সম্পূর্ণ ফ্রিতে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা পাবে।
চালু হয়েছে স্টারলিঙ্ক রেফারেল স্কিম
আসলে এই স্কিমটি স্টারলিঙ্কের ব্যবহারকারীর সংখ্যা বাড়ানোর জন্যই চালু করা। জানা যাচ্ছে, ব্যবহারকারীরা স্টারলিঙ্ক অ্যাপ কিংবা ওয়েবসাইট থেকে রেফারেল লিংক তৈরি করতে পারবে। আর ওই লিংক বন্ধুবান্ধব বা পরিবারের সদস্যদের পাঠালে তারা যদি স্টারলিঙ্কের পরিষেবা নেয়, তাহলে যে ওই লিংক পাঠাবে, সে এক মাসের জন্য ফ্রিতে ইন্টারনেট পরিষেবা উপভোগ করতে পারবে।
Starlink customers can now refer anyone in all 150 countries, territories, and markets where Starlink is available!
Share your referral link with family, friends, neighbors, and more to give and receive one month free when they sign up and activate → https://t.co/UAT3FmRWlQ pic.twitter.com/A68LgMOJ8K
— Starlink (@Starlink) October 2, 2025
ভারতীয়রা কী সুবিধা পাবে?
প্রসঙ্গত, এই স্কিমের আওতায় 150টি দেশ রয়েছে। ওই দেশগুলিতে কোম্পানির স্যাটেলাইট ভিত্তিক পরিষেবা অনুমোদিত এবং চালু। তালিকায় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় কিছু দেশ এবং আফ্রিকার কিছু দেশ। বাংলাদেশ এবং শ্রীলঙ্কাতেও পরিষেবা চালু হয়েছে। তবে উল্লেখ করার বিষয়, ভারতে এখনও পর্যন্ত স্টারলিঙ্কের পরিষেবা চালু হয়নি। তাই বর্তমানে ভারতীয়রা এই রেফারেল স্কিমের আওতায় পড়ছে না।
আরও পড়ুনঃ ভাঙল বাড়ি, উড়ল চাল, ধ্বংস চাষের জমি! কয়েক সেকেন্ডের ঝড়েই লণ্ডভণ্ড কল্যাণী ও চন্দননগর
উল্লেখ্য, ভারতের সরকারের অনুমোদন ইতিমধ্যেই মিলে গিয়েছে। আর স্টারলিঙ্ক আগামী বছরের মধ্যেই ভারতে পরিষেবা চালু করবে বলে জানা যাচ্ছে। বিশেষ করে গ্রামীণ এলাকাগুলিতে, যেখানে এখনও ব্রডব্যান্ড পরিষেবা পৌঁছয়নি, সেখানে স্টারলিঙ্কে হতে পারে সেরা বিকল্প। তবে এর দামেই বাঁধছে সীমাবদ্ধতা। কারণ, স্টারলিঙ্কে কিটের দাম পড়ছে প্রায় 40,000 টাকা, আর মাসিক সাস্ক্রিপশন খরচ পড়বে প্রায় 4000 টাকা। ফলে সবাই যে এই সুবিধা নিতে পারবে, তা বলা যাচ্ছে না।