ভারতে কবে শুরু হবে স্টারলিংকের ইন্টারনেট পরিষেবা? রইল দিনক্ষণ সহ খরচের হিসেব

Published:

Starlink Satellite Internet In India launching time speed price etc
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা চালু করতে প্রয়োজনীয় সমস্ত অনুমোদন পেয়ে গিয়েছে ধনকুবের ইলন মাস্কের সংস্থা স্টারলিংক। বর্তমানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। TV 9 এর রিপোর্ট অনুযায়ী, দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির কাজ করছে বিদেশি সংস্থাটি (Starlink Satellite Internet In India)। শেষমেষ কবে নাগাদ ভারতে চালু হবে স্টারলিংকের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা? উত্তর রইল প্রতিবেদনেই।

ভারতে কবে চালু হবে স্টারলিংকের পরিষেবা?

রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা লঞ্চ করার জন্য অনুমোদন পেয়ে গিয়েছে স্টারলিংক। এখন অপেক্ষা শুধুমাত্র, SATCOM এবং স্পেকট্রাম বরাদ্দ অনুমোদনের। আর সেটা পাওয়া গেলেই আনুষ্ঠানিকভাবে দেশের মাটিতে যাত্রা শুরু করবে আমেরিকার স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সংস্থাটি।

একাধিক রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় দুই অনুমোদন পেয়ে যাবে ইলন মাস্কের সংস্থা। আর সেটা হলে আগামী বছর অর্থাৎ 2026 সালের জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসের মধ্যেই ভারতে শুরু হয়ে যাবে স্টারলিংকের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা।

সর্বোচ্চ কতজন মানুষ এই পরিষেবা পাবেন?

দেশে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা চালু হওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই বেশিরভাগ মানুষেরই জিজ্ঞাসা, ভারতের সর্বোচ্চ কতজন ব্যবহারকারী স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবার সুবিধা পাবেন? সেই সূত্রে বলি, প্রাথমিকভাবে স্টারলিংক ভারতে সর্বোচ্চ 20 লক্ষ মানুষের কাছে তাদের বিশেষ ইন্টারনেট পরিষেবা পৌঁছে দিতে পারবে। বিশেষত গ্রামীণ এবং প্রত্যন্ত অঞ্চলে যেসব জায়গায় এখনও পর্যন্ত ইন্টারনেট পরিষেবা পৌঁছায়, সেইসব অঞ্চলে নির্ঝঞ্ঝাটে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেবে স্টারলিংক।

অবশ্যই পড়ুন: বাদ দেন গম্ভীর, আগরকর! রঞ্জিতে সেঞ্চুরি হাঁকিয়ে জাত চেনালেন টিম ইন্ডিয়ার সেই ক্রিকেটার

কত খরচ হবে?

স্টারলিংকের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা চালু হয়ে গেলে, তার সুবিধা নিতে প্রথমে ইনস্টলেশন চার্জ বাবদ এককালীন 30,000 হাজার টাকা খরচ হবে ব্যবহারকারীদের। এরপর প্রতিমাসে সাবস্ক্রিপশন বা রিচার্জ মূল্য বাবদ 3,300 টাকা করে পে করতে হবে গ্রাহকদের। যদিও, স্টারলিংকের মাসিক প্যাকের মূল্য চিরাচরিত ব্রডব্যান্ড এর খরচের তুলনায় অনেক বেশি। তবে শোনা যাচ্ছে, টাকা নিলেও একবারে 25 থেকে 225 Mbps ইন্টারনেট সরবরাহ করবে স্টারলিংক। শুধু তাই নয়, প্রবল ঝড়-জলেও ইন্টারনেট পরিষেবা ব্যাহত হবে না।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join