শ্বেতা মিত্র, কলকাতাঃ ভারতে ব্যবসা শুরু করার জন্য রীতিমতো মুখিয়ে রয়েছেন বিশ্বের ধনকুবের ব্যবসায়ী ইলন মাস্ক (Elon Musk)। বিশেষ করে টেলিকম সেক্টর এবং স্যাটেলাইট দুনিয়ায় রিলায়েন্স Jio থেকে শুরু করে ভোডাফোন-আইডিয়া, Airtel-কে জোরদার প্রতিযোগিতা দেওয়ার জন্য একের পর এক পদক্ষেপ নিয়েই চলেছেন মাস্ক। ফলে স্বাভাবিকভাবেই রাতের ঘুম উড়ে গিয়েছে ভারতেই বড় বড় কোম্পানির। জানা যাচ্ছে, খুব শীঘ্রই ভারতে শুরু হতে চলেছে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা। টেলিকম নিয়ন্ত্রক সংস্থা এর পথ পরিষ্কার করেছে। নিয়ন্ত্রক সংস্থা এর আগেই স্যাটেলাইট যোগাযোগের জন্য স্পেকট্রাম বরাদ্দ সম্পর্কিত প্রতিক্রিয়া চেয়েছিল, যা ১৫ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করা হবে। স্পেকট্রাম বরাদ্দ সংক্রান্ত যাবতীয় পরামর্শ পর্যালোচনা করে স্পেকট্রাম তার পরিষেবা প্রদানকারীদের জন্য বরাদ্দ করা হবে। এরপরই ভারতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু হবে।
ভারতে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা!
Jio ছাড়াও ভারতের স্যাটেলাইট ইন্টারনেট বাজারে আবেদন করেছে Airtel, Vi, ইলন মাস্কের Starlink এবং অ্যামাজন কুইপার প্রজেক্ট। ইতিমধ্যেই জিও এবং এয়ারটেল পরিষেবা শুরু করার জন্য টেলিকম নিয়ন্ত্রক থেকে সবুজ সংকেত পেয়েছে। একই সঙ্গে ইলন মাস্কের স্টারলিংক এবং অ্যামাজনকে কমপ্লায়েন্স সম্পন্ন করতে হবে, এরপর তাদেরও এই সেবা চালু করার অনুমতি দেওয়া হবে। এদিকে স্টারলিংক জানিয়ে দিয়েছে, সরকারের বাধ্যবাধকতা মেটাতে প্রস্তুত প্রতিষ্ঠানটি। অর্থাৎ মাস্কও এখন শুধুমাত্র ভারত সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় দিন গুনছে।
বিরাট উদ্যোগ মাস্কের
ইলন মাস্কের স্যাটেলাইট কমিউনিকেশন কোম্পানি স্টারলিংক ২০২২ সালের অক্টোবরেই দেশে স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করার জন্য আবেদন করেছিল। এর আগে প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটে স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ বুকিং সংক্রান্ত বিস্তারিত তথ্য, দাম ইত্যাদি প্রকাশ করেছিল, যদিও পরে এই সকল তথ্য মার্কেট থেকে তুলে নেই কোম্পানি। বর্তমানে, ভারতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবাগুলির জন্য নিয়ন্ত্রক অনুমোদন এবং নেটওয়ার্ক বরাদ্দ প্রয়োজন।
কত টাকা খরচ হবে?
স্টারলিংকের স্যাটেলাইট সেবার দাম আপাতত ভারতে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। যদিও সংস্থার প্রাক্তন প্রধান জানিয়েছিলেন যে প্রথম বছরের জন্য, ব্যবহারকারীর প্রায় ১,৫৮,০০০ টাকা খরচ করতে হবে। একই সঙ্গে দ্বিতীয় বছর থেকে এর দাম পড়বে ১ লাখ ১৫ হাজার টাকা। তবে পরিষেবা ব্যবহার করার জন্য ৩০ শতাংশ কর আরোপ করার পর এই ব্যয় আসবে। প্রথম বছর স্টারলিংক স্যাটেলাইট রিসিভার কিনতে খরচ করতে হবে ব্যবহারকারীকে। এ কারণে ব্যবহারকারী প্রথম বছরে বেশি খরচ করতে পারে। স্টারলিংকের ওয়েবসাইটে বলা হয়েছে, ব্যবহারকারীকে পরীক্ষামূলকভাবে ১ মাসের জন্য বিনামূল্যে স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস দেওয়া হবে।
Jio ও Airtel-র জন্য কত খরচ পড়বে?
জিও এবং এয়ারটেলের স্যাটেলাইট কমিউনিকেশনের জন্য কত খরচ হবে, তাও এই মুহূর্তে সরকারিভাবে নিশ্চিত নয়। এই দুটি টেলিকম সংস্থাই ব্যবহারকারীদের টেরেস্ট্রিয়াল মোবাইল পরিষেবা সরবরাহ করে। এছাড়াও তাদের অপটিক্যাল ফাইবার এবং এয়ার ফাইবার ব্রডব্যান্ড পরিষেবাও সারা ভারতে উপলব্ধ। ইলন মাস্কের স্যাটেলাইট সেবার সঙ্গে তুলনা করলে এই দুই সংস্থার পরিকল্পনা কতটা ব্যয়বহুল হবে বা সস্তা হবে, সে তথ্য জানার জন্য আপাতত কিছুটা সময় অপেক্ষা করতেই হবে।