লক্ষ্য হাইস্পিড ইন্টারনেট সরবরাহ, কলকাতা সহ ৯ শহরে স্যাটেলাইট ষ্টেশন গড়বে Starlink

Published:

Starlink
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা চালু হওয়ার প্রস্তুতি নিচ্ছে মাস্কের কোম্পানি স্টারলিঙ্ক (Starlink)। সাম্প্রতিক এক রিপোর্ট অনুযায়ী, কোম্পানির ইতিমধ্যেই মুম্বাই, চন্ডিগড়, নয়ডা, হায়দ্রাবাদ, কলকাতা এবং লখনউয়ের মতো প্রধান প্রধান শহরগুলিকে লক্ষ্যমাত্রা নিয়ে ভারতজুড়ে মোট নয়টি গেটওয়ে স্টেশন স্থাপনের পরিকল্পনা নিয়েছে। আর এর ফলে ভারতের প্রত্যন্ত গ্রামাঞ্চলগুলিতে উচ্চগতির ইন্টারনেট অ্যাক্সেস পৌঁছে যাবে বলে অনুমান।

600Gbps ক্ষমতার পরীক্ষামূলক ট্রায়াল

প্রসঙ্গত, সম্প্রতি স্টারলিঙ্ক আনুষ্ঠানিকভাবেই তাদের ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ শুরু করেছে। ইকনোমিক টাইমসের একটি রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, কোম্পানিটি ভারতে তাদের জেনারেশন 1 স্যাটেলাইটের মাধ্যমে প্রতি সেকেন্ডে প্রায় 600 গিগাবাইট অর্থাৎ 600Gbps গতির ইন্টারনেট প্রদান করবে।

এদিকে টেলিযোগাযোগ বিভাগ DoT বর্তমানে স্টারলিঙ্কের নিরাপত্তা যাচাইয়ের জন্য অস্থায়ী স্পেক্ট্রাম মঞ্জুর করেছে। আর এই সীমিত অনুমতির মাধ্যমে কোম্পানিটি প্রায় 100টি ব্যবহারকারী টার্মিনাল আমদানি করতে এবং নির্দিষ্ট স্যাটেলাইট পরিষেবার জন্য ডেমো পরিচালনা করতে পারবে বলে রিপোর্ট মারফৎ খবর।

ভারত সরকারের শর্ত আরোপ

তবে হ্যাঁ, স্টারলিঙ্ক প্রযুক্তির অপব্যবহার রোধ করতে ভারত সরকারের কিছু শর্ত বেধে দিয়েছে। আর সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল—

প্রথমত, স্টারলিঙ্ক যদিও প্রাথমিকভাবে তাদের স্টেশনগুলিকে পরিচালনার জন্য বিদেশী প্রযুক্তিগত বিশেষজ্ঞদের আনার প্রস্তাব নিয়েছিল। তবে সরকার সাফ জানিয়ে দিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিরাপত্তার ছাড়পত্র না পাওয়া পর্যন্ত শুধুমাত্র ভারতীয় নাগরিকদের দ্বারাই এই স্টেশনগুলিকে পরিচালনা করতে হবে।

দ্বিতীয়ত, পরীক্ষামূলক পর্যায়ে স্টারলিঙ্ক জনসাধারণকে পরিষেবা প্রদানের কোনও অনুমতি পাবে না। তবে বলার বিষয়, এই সময়ের মধ্যে উৎপন্ন যে কোনও ডেটা ভারতের মধ্যেই নিরাপদে সংরক্ষিত রাখতে হবে।

তৃতীয়ত, কেন্দ্রীয় সরকারের সম্মতি নিশ্চিত করার জন্য স্টারলিঙ্ককে প্রতি 15 দিন অন্তর DoT এবং নিরাপত্তা সংস্থাগুলির কাছে লিখিত প্রতিবেদন জমা করতে হবে। আর এই প্রতিবেদনে অবশ্যই তাদের সমস্ত স্টেশনগুলির অবস্থান এবং ব্যবহারকারীদের নির্দিষ্ট অবস্থান সংক্রান্ত বিস্তারিত বিবরণ জানাতে হবে।

আরও পড়ুনঃ এক ক্লিকেই ফাঁকা হবে ফোনের স্টোরেজ! দারুণ ফিচার নিয়ে এল WhatsApp

আর যদি স্টারলিঙ্ক সমস্ত শর্ত মানতে পারে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় DoT-কে তদন্ত পরিচালনা করার নির্দেশ দেয়, তবেই খুব তাড়াতাড়ি দেশে এই স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা শুরু হবে। এখন শুধু অপেক্ষা করার পালা।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join