দমদার ইঞ্জিন ও পারফরম্যান্স! ৩ সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে মারুতি সুজুকির মিড-সাইজ SUV

Published:

Maruti Suzuki SUV
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: দিনের পর দিন ভারতের গাড়ির বাজারে SUV-র দাপট বাড়ছে। মাইক্রো থেকে শুরু করে ফুল সাইজ SUV, সব সেগমেন্টেই এখন নতুন নতুন মডেল লঞ্চ হচ্ছে। এই প্রতিযোগিতার ময়দানে হুন্ডাই ক্রেটা এবং কিয়া সেলটস দীর্ঘদিন ধরেই রাজত্ব দেখিয়ে আসছে। তবে এবার তাদের মুখে চ্যালেঞ্জ ছুড়তে চলেছে মারুতি সুজুকি (Maruti Suzuki SUV)।

3 সেপ্টেম্বর নতুন চমক

উল্লেখ্য, মারুতি সুজুকি এখনো পর্যন্ত মিড সাইজ সেগমেন্টে নিজেদের জায়গা পাকাপোক্ত করতে পারেনি। তবে 3 সেপ্টেম্বর কোম্পানির নতুন SUV লঞ্চ হচ্ছে, যা সরাসরি ক্রেটা ও কিয়া সেলটসদের সঙ্গে প্রতিযোগিতায় নামবে। যদিও মডেলটির নাম সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি, তবে মারুতি সুজুকি সম্প্রতি Escudo নামের একটি ট্রেডমার্ক তৈরি করেছে। তাই ধারণা করা হচ্ছে যে, এই নামেই হয়তো বাজারে নতুন মডেল আসতে পারে। আর সবথেকে বড় চমক, এটি মারুতির সাশ্রয়ী গাড়ির মধ্যে একটি হতে চলেছে।

তবে বেশ কিছু রিপোর্ট অনুযায়ী, নতুন SUV আকারে ব্রেজার থেকে বড় হবে, কিন্তু গ্র্যান্ড ভিটারার চেয়ে কিছুটা ছোট হতে পারে। আর এর কোড নেম হবে ‘Y17’। প্রথমদিকে শোনা গিয়েছিল যে, এটি নাকি 7-সিটার হবে, তবে সর্বশেষ রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, এই গাড়িটি 5-সিটার হিসেবেই বাজারে আসছে।

ইঞ্জিন ও পারফরম্যান্স

জানা যাচ্ছে, এই গাড়িটি তৈরি হবে মারুতির Global-C প্ল্যাটফর্মে, যেটাতে আগে থেকেই ব্রেজা ও গ্র্যান্ড ভিটারা তৈরি হয়েছে। ইঞ্জিনি হিসেবে থাকতে পারে 1.5 লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রল ইউনিট। এমনকি থাকতে পারে টয়োটার কাছ থেকে নেওয়া 1.5 লিটার TNGA পেট্রোল ইঞ্জিন, যা লং হাইব্রিড টেকনোলজিকে সাপোর্ট করবে।

ফিচারে চমক

এই নতুন SUV-তে দেওয়া হচ্ছে সব আধুনিক মানের ফিচার। হ্যাঁ, এই গাড়িতে থাকবেভেন্টিলেটেড ফ্রন্ট সিট, সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, প্যানোরামিক সানরুফ, 360 ডিগ্রি ক্যামেরা, ওয়্যারলেস ফোন চার্জার, 9-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপল কারপ্লের মতো সব উন্নতমানের ফিচার। 

আরও পড়ুনঃ কমতে চলেছে গাড়ি, বাইকের উপর GST, ১০% হতে পারে সস্তা

ভারতীয় গাড়ি প্রেমীরা বরাবরই দীর্ঘদিন ধরে মারুতি সুজুকির মিড সাইজ SUV-এর দাবি জানিয়ে আসছে। আর তাদের সেই স্বপ্ন এবার পূরণ করতে চলেছে মারুতি সুজুকি। হ্যাঁ, চমক দেওয়া ফিচার আর মধ্যবিত্তদের বাজেটে দাম রেখে মারুতি আবারো প্রমাণ করবে যে, তারাই কেন সেরা। এখন শুধু 3 সেপ্টেম্বরের অপেক্ষা।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join