২৫ কিমি মাইলেজ, বসতে পারবেন ৫ জন! জনপ্রিয় এই SUV-র দাম ৮৫০০০ কমাল Maruti

Published on:

Maruti Suzuki S-Presso

সৌভিক মুখার্জী, কলকাতাঃ যদি আপনি স্টাইলিশ এবং কম বাজেটের মধ্যে একটি ভালো গাড়ি কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে আপনার জন্য এবার দারুন সুযোগ এসেছে। মারুতি সুজুকি ইন্ডিয়া তাদের জনপ্রিয় মাইক্রো SUV Maruti S-Presso গাড়িতে বিশাল ছাড়ের ঘোষণা করেছে। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। মার্চ মাসে গাড়িটিতে সর্বোচ্চ 85,000/- টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে, যা গাড়িটিকে সাধারণ মানুষের জন্যে আরও সাশ্রয়ী করে তুলেছে। 

মারুতি S-Presso-এর নতুন দাম ও অফার

এই অফারের পর S-Presso-এর এক্স শোরুম দাম শুরু হচ্ছে মাত্র 4.27 লক্ষ টাকা থেকে। AMT ভ্যারিয়েন্টে সর্বোচ্চ 85,000/-/- টাকা, CNG ভ্যারিয়েন্টে সর্বোচ্চ 80,000/- টাকা এবং অন্যান্য ভ্যারিয়েন্টে সর্বোচ্চ 61,000/- টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে এই গাড়িটিতে। তবে মনে রাখবেন, এই অফার শুধুমাত্র 31শে মার্চ, 2025 তারিখ পর্যন্তই সীমিত। তাই যারা গাড়িটি কেনার কথা ভাবছেন তাদের জন্য এটাই সেরা সময়।

ইঞ্জিন এবং পারফরম্যান্স

মারুতি S-Presso-তে রয়েছে 1.0 লিটার পেট্রোল ইঞ্জিন, যা দারুন মাইলেজ এবং শক্তিশালী পারফরম্যান্স প্রদান করে। পেট্রোল ইঞ্জিন নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে ইঞ্জিনটি 68PS পাওয়ার এবং 89nm টর্ক উৎপন্ন করে। পাশাপাশি এটিতে 5-স্পিড ম্যানুয়াল এবং 5-স্পিড AMT গিয়ারবক্স অপশন রয়েছে। তবে CNG ইঞ্জিনে 56.69PS পাওয়ার এবং 82.1Nm টর্ক উৎপন্ন করতে পারে। তবে এক্ষেত্রে বলে রাখি, CNG ভ্যারিয়েন্টে শুধুমাত্র 5-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স রয়েছে।

মাইলেজ

মারুতি S-Presso-এর মাইলেজ সম্বন্ধে জানলে হয়তো চমকে উঠবেন। এই গাড়িটি পেট্রোল ম্যানুয়ালে মাইলেজ দেয় 24 kmpl। পাশাপাশি পেট্রোল MT-তে মাইলেজ দেয় 24.76 kmpl। শুধু তাই নয়, গাড়িটি CNG-তে মাইলেজ দেয় 32.73 km/kg। এই বাজেট সেগমেন্টের মধ্যে এটি অন্যতম সেরা ফুয়েল-এফিশিয়েন্ট গাড়ি, যা যাত্রীদের জন্য দীর্ঘ সফরে আরামদায়ক অভিজ্ঞতা দেয়। 

প্রিমিয়াম ফিচার এবং অত্যাধুনিক প্রযুক্তি

মারুতি S-Presso-তে আধুনিক কিছু ফিচার যুক্ত করা হয়েছে, যা গাড়িটিকে অন্যান্য গাড়ির তুলনায় আরও অসাধারণ করে তুলেছে। এই গাড়িটিতে রয়েছে 7-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং ফ্রন্ট পাওয়ার উইন্ডো। এছাড়া পাবেন ইলেকট্রিক অ্যাডজাস্টেবল ORVM ও এয়ার ফিল্টারের মত উন্নত ফিচার।

নিরাপত্তা ফিচার

নতুন আপডেটের পর মারুতি S-Presso আগের চেয়ে আরও নিরাপদ হয়ে উঠেছে। হ্যাঁ ঠিকই শুনেছেন। এই গাড়িটিতে যোগ করা হয়েছে 6টি স্ট্যান্ডার্ড এয়ারব্যাগ। পাশাপাশি ব্রেকিং সিস্টেম নিয়ে যদি কথা বলি, তাহলে এতে রয়েছে ABS বা অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম ও EBD বা ইলেকট্রনিক ব্রেকফোর্স ডিস্ট্রিবিউশন। পাশাপাশি রিয়ার পার্কিং সেন্সর যুক্ত করা রয়েছে গাড়িটিতে। 

আরও পড়ুনঃ বিপদ বাড়ল ভারতের! সামরিক ঘাঁটি তৈরির জন্য চিনকে ৫ হাজার একর জমি দিচ্ছে পাকিস্তান

অফার মিস করবেন না

এই বিশেষ ছাড়ের ফলে মারুতি S-Presso এখন আরও সহজলভ্য এবং সাশ্রয়ী মূল্যে বাজারে পাওয়া যাচ্ছে। গাড়িটি এখন তালিকার শীর্ষস্থানে উঠে এসেছে। তাই যারা একটি স্টাইলিশ, ফুয়েল-এফিশিয়েন্ট এবং নিরাপদ গাড়ি কিনতে চান তাদের জন্য এটি দারুণ সুযোগ। তবে মনে রাখবেন, এই অফারটি শুধুমাত্র 31শে মার্চ, 2025 তারিখ পর্যন্তই সীমিত।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥