ফিচার্সে নজরকাড়া, দাম মধ্যবিত্তদের বাজেটে! আসছে Suzuki Jimny-র ফেসলিফ্ট ভার্সন

Published on:

Suzuki Jimny

সৌভিক মুখার্জী, কলকাতা: লুকের দিক থেকে নজরকাড়া 4-হুইলার Suzuki Jimny! আকারে ছোটখাটো হলেও ফিচার্স আর অফ-রোড ক্যারিশমায় বিশ্বজুড়ে এই গাড়ির দাপটই আলাদা। আর সেই Jimny এবার আসতে চলেছে নয়া রূপে ফেসলিফ্ট ভার্সন নিয়ে! জানা গিয়েছে, মারুতি সুজুকি খুব শীঘ্রই আনতে চলেছে Jimny-র mid-cycle facelift ভ্যারিয়েন্ট, যেখানে ডিজাইন থেকে শুরু করে ইঞ্জিন, সবেতেই মিলবে আপডেট। এমনকি থাকবে আধুনিকতার ছোঁয়া।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

নতুন Jimny-তে কী যোগ হচ্ছে?

এবার নতুন Jimny-তে সবথেকে বেশি জোর দেওয়া হয়েছে সুরক্ষা আর প্রযুক্তি নির্ভর ফিচারের উপর। জানা গিয়েছে, নতুন মডেলে এবার আসতে পারে একাধিক উন্নত মানের নিরাপত্তা ফিচার্স। তালিকায় থাকছে ডুয়েল ক্যামেরা এমার্জেন্সি ব্রেকিং সিস্টেম, ট্রাফিক সাইন রিকগনাইজেশন সহ পজ ফাংশন, রিভার্স ব্রেক সাপোর্টের মতো উন্নতমানের সব ফিচার্স। আর এগুলি মিলিয়ে Jimny এবার আধুনিক, নিরাপদ, আর চালকদের সেরা অভিজ্ঞতা দিতে প্রস্তুত।

তবে নতুন ভার্সনে Jimny-র ডিজাইনে হালকা একটু পরিবর্তন করা হয়েছে। কিন্তু সেই পুরনো বক্সের স্টাইল ধারাই বজায় রাখা হবে বলে জানানো হয়েছে। বলে দিই, 2019 সালে ভারতে Jimny গাড়িটি আত্মপ্রকাশের পর শুধুমাত্র লুকের জেরেই 4 দিনের মধ্যে 50,000 ইউনটের বেশি বুকিং-র রেকর্ড ছুঁয়ে ফেলেছিল। আর সেই অভিজ্ঞতা থেকেই মারুতি বুঝে গিয়েছে যে, এই গাড়ির লুক আর আধুনিকতার ছোঁয়ায় জোর দিলেই বাজিমাত করা যাবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ দাম বাজেটের মধ্যে, ফিচার্সে ভরপুর! রইল 12GB RAM যুক্ত বাজারের সেরা ৫ স্মার্টফোন

বিশ্ববাজারে মেড ইন ইন্ডিয়া Jimny-র দাপট

তবে এখনকার দিনে Suzuki Jimny শুধুমাত্র ভারতের বাজার নয়, বরং আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া, এমনকি জাপানেও রপ্তানি করা হচ্ছে। হ্যাঁ, বিশেষ করে জাপানে মেড ইন ইন্ডিয়া Jimny-র চাহিদা দিনের পর দিন হু হু করে বেড়ে চলেছে, যা একদিকে মারুতি সুজুকির গ্লোবাল স্ট্যাটাসকে নয়া মাত্রা দিচ্ছে। তাই শুধু এখন অপেক্ষা করার, কবে Suzuki Jimny-র নতুন মডেল বাজারে আত্মপ্রকাশ করে, সেই দিনের।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group