Tata Curvv ev না Mahindra be 6e, ২০ লাখের কমে কোন ইলেকট্রিক গাড়িটি সেরা, দেখুন নিজেই

Published on:

tata curve ev and mahindra be 6e features milage ana price details

পার্থ সারথি মান্না, কলকাতাঃ আপনি কি নতুন গাড়ি কেনার কথা ভাবছেন? পরিবেশ দূষণ এড়াতে ও পেট্রোল ডিজেলের খরচ বাঁচাতে ইলেকট্রিক গাড়ি (Electric Vehicle) নেওয়ার প্ল্যান? তাহলে কোন গাড়িটি নেওয়া ভালো হবে সেটা নিয়ে কনফিউশন থাকলে আজকের প্রতিবেদনটি আপনার জন্যই। নিচে গাড়ির ফিচার্স, মাইলেজ থেকে দাম সম্পর্কে বিস্তারিত জানানো হল।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ভারতের বাজারের সেরা ইলেকট্রিক গাড়ি । Electric Cars in India

বর্তমানে ভারতের বাজারে ইলেকট্রিক গাড়ির মধ্যে Tata Curve EV বেশ জনপ্রিয়তা পেয়েছে। তবে, মাহিন্দ্রাও কিছু কম যাচ্ছে না! সম্প্রতি লঞ্চ হয়েছে Mahindra BE 6E, যেটা ইলেকট্রিক গাড়ির মার্কেটে ব্যাপক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। নতুন মডেলের এই গাড়িটির বুকিং চালু হয়ে গিয়েছে। যারা এখন অর্ডার করবেন তারা আসছে বছর ফ্রেবুয়ারিতেই গাড়ির চাবি পেয়ে যাবেন।

Mahindra BE 6e ও Tata Curve EV এর ও ডিজাইন ও ফিচার্স

সবার প্রথমেই যেটা নজরে আসবে সেটা হল গাড়ির ইউনিক ডিজাইন। টাটা কার্ভের ডিজাইন কিছুটা নরমাল গাড়ির মত হলেও মাহিন্দ্রা বিই সিক্স-ই এর ডিজাইন একেবারে হটকে। মাহিন্দ্রার গাড়িটিতে LED হেডলাইট, ১২.৩ ইঞ্চির বড় ইনফোটেনমেন্ট সিস্টেম, AI সাপোর্ট থেকে ইনবিল্ট 5G কানেকশনের মত ফিচার্স থাকছে। এদিকে টাটার গাড়িটিতেও LED লাইট, ভেন্টিলেটেড সিট, প্যানারোমিক সানরুফ থেকে শুরু করে এয়ার পিউরিফায়ার ও রেন সেন্সিং ওয়াইপিংয়ের মত ফিচার্স থাকছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

Tata Curve EV, Mahindra BE 6E  ইঞ্জিন ও মাইলেজ

Mahindra BE 6E 59KWh থেকে 79KWh এর ব্যাটারির অপশন দেওয়া হবে। যেটা একবার ফুল চার্জ দিলে ৬৮২ কিমির মাইলেজ দিতে সক্ষম। 59KWh মডেলটি 228bhp ও 79KWh মডেলটি 281bhp পাওয়ার দিতে সক্ষম। এদিকে Tata Curve EV এর ক্ষেত্রে 45KWh থেকে 55KWh এর ব্যাটারি থাকবে যেটা একবার চার্জ দিলে ৫৮৫ কিমির মাইলেজ দিতে সক্ষম। একেত্রে 45KWh এর মডেলটিতে 148bhp ও 55KWh মডেলটিতে 165bhp এর পাওয়ার উৎপন্ন হবে।

সেফটি ফিচার্স

দুটি গাড়ির ক্ষেত্রেই সেফটির জন্য একাধিক ব্যবস্থা। রয়েছে Mahindara BE 6E-তে অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্টেন্স সিস্টেম, ইলেক্ট্রনিক স্ট্যাবিলিটি প্রোগ্রাম, এয়ার ব্যাগ ইত্যাদি থাকছে। এদিকে Tata Curve ও সেফটি ফিচার্সের দিক থেকে কোনো অংশে কম নয়, মাহিন্দ্রা যেখানে নূন্যতম ২টি এয়ারব্যাগ দিচ্ছে সেখানে টাটা কার্ভে ৬টি এয়ারব্যাগ থাকছে।

mahindra be 6e electric car

Mahindra BE 6E ও Tata Curve EV এর দাম

ফিচার্স থেকে ডিজাইনের কথা তো হল, এবার প্রশ্ন হল গাড়িগুলির দাম কেমন? এর উত্তরে জানা যাচ্ছে, Tata Curve ev ১৭.৪৯ লক্ষ টাকা থেকে শুরু ২২.৫ লক্ষ পর্যন্ত যেতে পারে। এদিকে Mahindra BE 6E ১৮.৯ লক্ষ থেকে শুরু।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group