৫০,০০০ থেকে ১,৪০,০০০ টাকা পর্যন্ত ছাড়! জুলাইতে বিরাট ডিসকাউন্ট টাটার ৫ গাড়িতে

Published on:

Tata Discount

সৌভিক মুখার্জী, কলকাতা: নতুন কোনো গাড়ি কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। টাটা মোটরস এবার জুলাই মাসে তাদের 5টি জনপ্রিয় ব্র্যান্ডেড গাড়ির উপর বাম্পার ছাড় (Tata Discount) ঘোষণা করেছে, যেখানে 50,000 টাকা থেকে শুরু করে 1,40,000 হাজার টাকা পর্যন্ত ছাড় মিলছে। আর এই অফার শুধুমাত্র জুলাই মাসের জন্যই প্রযোজ্য। কিন্তু কোন কোন গাড়িতে মিলছে বিরাট ডিসকাউন্ট? চলুন জানিয়ে দিচ্ছি আজকের প্রতিবেদনে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

Altroz Racer

টাটার সবথেকে জনপ্রিয় হ্যাচব্যাক Altroz Racer (MY 2024)-এর উপর এবার মিলছে সবথেকে বেশি ছাড়। হ্যাঁ, এই গাড়িতে 1,40,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। যারা স্পোর্টস লুক ও হাই পারফরম্যান্স পছন্দ করেন, তাদের জন্য এই গাড়িটি সেরা।

টাটা Safari ও Harrier

SUV প্রেমীদের জন্য রয়েছে দারুণ সুখবর। কারণ Tata Safari (MY 2024) এবং Tata Harrier (MY 2024) এর উপরেও মিলছে 75,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। যারা বিলাসবহুল ফিচার্স এবং হাই পারফরম্যান্সের গাড়ি খুঁজছেন, তাদের জন্য এই গাড়ি দুটো হতে পারে একদম নিঃসন্দেহে সেরা বিকল্প।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

Tiago

Tata Tiago (MY 2024) গাড়িতেও মিলছে 75,000 টাকা পর্যন্ত ছাড়। তবে হ্যাঁ, MY 2025 ভ্যারিয়েন্টে মিলছে 55,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। তাই যারা বাজেটের মধ্যে শহুরে গাড়ি খুঁজছেন, তাদের জন্য Tiago হতে পারে নিঃসন্দেহে সেরা।

আরও পড়ুনঃ ‘ভিডিওটি আমার নয়, ফরেনসিকে পাঠান!’ অমিত শাহকে ফোন দিলীপ ঘোষের

Curve EV

টাটার জনপ্রিয় ইলেকট্রিক গাড়ির সংযোজন টাটা Curve EV। তবে এই জুলাই মাসে এই গাড়িটিতে 50,000 টাকা পর্যন্ত ছাড় মিলছে। যারা ভালো পারফরম্যান্স এবং সাশ্রয়ী মূল্যের গাড়ি খোঁজেন, তাদের জন্য এই ইলেকট্রিক গাড়িটি হতে পারে একদম সেরা বিকল্প। 

কিন্তু হ্যাঁ জানিয়ে রাখি, এই গাড়িগুলির উপর ছাড় ভিন্ন ভিন্ন ডিলারশিপে আলাদা আলাদা হতে পারে। তাই সঠিক ছাড়ের পরিমাণ জানার জন্য নিকটবর্তী কোনো টাটা মোটরসের শোরুমে যোগাযোগ করতে পারেন। এক্ষেত্রে বলে রাখা ভালো যে, এই ছাড় শুধুমাত্র জুলাই মাসের জন্যই প্রযোজ্য। তাই যারা গাড়ি কেনার কথা ভাবছেন, তাদের জন্য জুলাই মাস হতে পারে নিঃসন্দেহে সেরা সময়।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group