বিশ্বকাপজয়ী মহিলা ক্রিকেটারদের সবাইকে Sierra SUV উপহার TATA-র! জানুন এর ফিচার্স

Published:

Tata Gifted SUV Sierra To Indian Cricket Team
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: সদ্য বিশ্বকাপ ঘরে এনেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল (India women’s national cricket team)। তবে তাঁদের এই ঐতিহাসিক অর্জনের জন্য TATA প্যাসেঞ্জার ভেহিক্যালস এবার বিরাট সিদ্ধান্তের পথে হাঁটল। কোম্পানির তরফ থেকে ঘোষণা করা হয়েছে, যে দলের প্রতিটি খেলোয়াড়কেই তাদের আসন্ন নতুন SUV Sierra এর একটি করে মডেল উপহার দেওয়া হবে। যদিও এখনও পর্যন্ত এই মডেল লঞ্চ হয়নি। তবে টিম ইন্ডিয়াই হবে Sierra SUV এর প্রথম ব্যাচ। কিন্তু কী কী বৈশিষ্ট্য রয়েছে এই গাড়ির?

টাটা মোটরসের বড়সড় ঘোষণা

সম্প্রতি টাটা মোটরসের তরফ থেকে জানানো হয়েছে যে, এই গাড়ি শুধুমাত্র উপহারের জন্য নয়, বরং মহিলা ক্রিকেটারদের সাহস, সংগ্রাম আর মনোবলকে বাড়ানোর অভিনব উপায়। কোম্পানি মতে, টিম ইন্ডিয়া শুধুমাত্র মাঠে নয়, বরং তাদের পরিশ্রম আর নিষ্ঠার মাধ্যমে গোটা ভারতবাসীকে অনুপ্রাণিত করে তুলেছে। আর Sierra SUV তাদের সেই কঠোর পরিশ্রমের স্বীকৃতি।

ওই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিক্যালস লিমিটেডের এমডি এবং সিইও শৈলেন চন্দ্র বলেছেন, ভারতীয় মহিলা ক্রিকেট দল দুর্দান্ত পারফরমেন্স দিয়ে বিশ্বকাপ ঘরে এনেছে। গোটা ভারতবাসীকেই অনুপ্রাণিত করে তুলেছে তাঁরা। তাঁরা তারা প্রমাণ দিয়েছে যে, দৃঢ় সংকল্প আর বিশ্বাস থাকলে সবকিছুই অর্জন করা সম্ভব। তাই টাটা মোটরসের তরফ থেকে কিংবদন্তিদের উপহার দেওয়া সত্যিই গর্বের বিষয়। তাদের আবেগ এবং জাতির জন্য তারা যা অর্জন করেছে, তার জন্য আমরা সতিই গর্বিত।

শীঘ্রই লঞ্চ হবে TATA Sierra SUV

জানা যাচ্ছে, টাটার নতুন Sierra SUV তাদের পরবর্তী বড় লঞ্চ হতে চলেছে। হ্যাঁ, আগামী 25 নভেম্বর, 2025 এই গাড়ি বাজারে আসছে। আধুনিক ডিজাইন, শক্তিশালী পারফরমেন্স আর উন্নত বৈশিষ্ট্যে সজ্জিত এই SUV টাটাএক নতুন যুগের সূচনা দেবে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। আর এই গাড়ি মহিলা ক্রিকেট দলের প্রথম এক্সক্লুসিভ ব্যাচ গ্রহণ করতে চলেছে, যা সত্যিই গর্বের মুহূর্ত।

আরও পড়ুনঃ স্কুলে নিষিদ্ধ করা হোক ‘বন্দে মাতরম’ সংগীত! সরকারের কাছে দাবি মুসলিম সংগঠনের

যদিও এখনও পর্যন্ত গাড়িটির ফিচার সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে, গাড়িটিতে পেট্রোল এবং ডিজেল উভয় ইঞ্জিনের বিকল্প থাকবে। আর ব্র্যান্ডের 1.5 লিটার টার্বো পেট্রোল ইঞ্জিনের পাশাপাশি হ্যারিয়ার এবং সাফারি থেকে নেওয়া 2.0 লিটারের ক্রিয়োটেক ডিজেল ইঞ্জিন থাকতে পারে। পাশাপাশি গাড়িটিতে তিনটি ডিসপ্লে ব্যবহার করা হচ্ছে। সেগুলো হল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম সামনে যাত্রীদের জন্য আলাদা একটি স্ক্রিন। মোদ্দা কথা, ফিচারের দিক থেকে এই গাড়িতে কোনও কমতি রাখবে না টাটা।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join