পার্থ সারথি মান্না, কলকাতাঃ নতুন বছরে নতুন গাড়িতে ঘুরতে যেতে চান বা একটা ফ্যামিলি কার কেনার কথা ভাবছেন? তাহলে আপনার জন্য বছর শেষে রইল একটি সুখবর। দেশের অন্যতম গাড়ি প্রস্তুতকারক সংস্থা টাটা মোটরস তার টিয়াগো মডেলের উপর আকর্ষণীয় অফার দিচ্ছে। দমদার যদি আর সুপার মাইলেজের এই গাড়ি যদি নিতে চান তাহলে কতটা সস্তায় পাওয়া যেতে পারে? জানতে হলে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
টাটা টিয়াগোর উপর আকর্ষণীয় ছাড় | Tata Tiago on Sale
দেশের যে সমস্ত গাড়িগুলি সেফটির নিরিখে ফোর স্টার রেটং পেয়েছে তাদের মধ্যে অন্যতম একটি হল টাটা টিয়াগো। তবে শুধু সেফটি নয়, লুকসের দিক থেকেও একেবারে নজর কাড়ার মত। তবে আপনি যদি বছরের শেষ কয়েকদিনের মধ্যে গাড়িটি কিনতে চান তাহলে অতিরিক্ত ২ লক্ষ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। কারণ ১ লা জানুয়ারি থেকেই সমস্ত গাড়ির দাম বাড়তে চলেছে। সেটা কোম্পানির তরফ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল।
টিয়াগোর ফিচার্স
গাড়িটিতে ৭ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম থাকছে। এতে অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপেল কার প্লে থাকবে। এছাড়াও অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, রিয়ার পার্কিং সেন্সর থেকে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম থাকছে। সেফটির জন্য গাড়িটিতে ২টি এয়ারব্যাগও থাকবে।
ইঞ্জিন ও মাইলেজ
টাটা টিয়াগো পেট্রো ও হাইব্রিড সিএনজি দুটি মডেলে উপলব্ধ রয়েছে। এছাড়া অটোমেটিক ট্রান্সমিশন ও ম্যানুয়াল ট্রান্সমিশন দুই ধরণের মডেলের মধ্যে যে কোনো একটি বেছে নিতে পারেন। যদি পেট্রল মডেলটি নেন তাহলে ১.২ লিটারের ইঞ্জিন থাকবে যেটা প্রায় ২০ কিমির মাইলেজ দিতে সক্ষম। আর যদি CNG মডেল নেন তাহলে ম্যানুয়ালের ক্ষেত্রে ২৬.৫ কিমি ও অটোমেটিকের ক্ষেত্রে ২৮ মাইলেজ পাওয়া যাবে।
Tata Tiago Price
এমনিতে টাটা টিয়াগো ৪ লক্ষ ৯৯ হাজার টাকা থেকে শুরু হয়। তবে সর্বোচ্চ মডেলটি ৫ লক্ষ ৮৪ হাজার ৯০০ টাকা পর্যন্ত যেতে পারে। যদিও এই দামের থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন যদি ডিসেম্বর মাসেই গাড়িটি কেনেন। পুরোনো গাড়ি এক্সচেঞ্জ করলে ২ লক্ষ টাকা পর্যন্ত চার পাওয়া যাবে।