নেই ইনস্টলেশনের ঝামেলা! গরম থেকে বাঁচতে মাত্র ২০২৪ টাকায় বাড়ি আনুন টাটার AC

Published on:

Tata Croma 1.5 Ton Portable AC

সৌভিক মুখার্জী, কলকাতা: ভ্যাঁপসা গরমের দাপটে নাজেহাল গোটা দেশবাসী। দুপুরের রোদ যেন অগ্নিপরীক্ষা হয়ে উঠেছে। আর কয়েক দিনের মধ্যেই রাতেও গরমে হাঁসফাঁস করতে হবে। এসি ছাড়া ঘরে টেকা তো একেবারে দুষ্কর হয়ে পড়ছে। আর এই সুযোগে টাটা এমন একটি নতুন এসি বাজারে নিয়ে এসেছে, যা মাটিতে রেখেই পুরো ঘর ঠান্ডা করা যাবে। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সব থেকে বড় ব্যাপার, এই এসিটি লাগাতে চাইলে দেওয়াল ভাঙতে হবে না। Tata Croma-র এই পোর্টেবল এসি এক ঘর থেকে অন্য ঘরে সহজেই নিয়ে যাওয়া যাবে। মানে বাড়ির যে কোন জায়গায় আপনি এসিটি রেখে হাওয়া খেতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক, এই বিশেষ এসির সমস্ত ফিচার এবং অফার সম্পর্কে।

দাম এবং অফার

Tata Croma 1.5 Ton Portable AC-র বাজার মূল্য 50,000/- টাকা। তবে সবথেকে বড় ব্যাপার, এই এসিটিতে এখন প্রচুর ছাড় চলছে। 7,010/- টাকা ছাড় দিয়ে এখন বাজার মূল্য দাঁড়িয়েছে মাত্র 42,990/- টাকা। শুধু তাই নয়, এই এসিটি আপনি EMI-তেও কিনতে পারবেন। মাত্র 2024/- টাকা মাসিক কিস্তিতে বাড়িতে নিয়ে আসতে পারবেন এই এসি। তাই কেনাকাটার জন্য এটাই একদম পারফেক্ট সময়। 

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কী কী ফিচার পাবেন এই বিশেষ এসিতে?

টাটার এই বিশেষ এসিতে যে ফিচারগুলি পাওয়া যাচ্ছে তা হল- 

শক্তিশালী কুলিং দক্ষতা

1.5 টন ক্ষমতাসম্পন্ন এই বিশেষ এসিটি 170 স্কোয়ার ফুট পর্যন্ত ঘরকে খুব সহজেই ঠান্ডা রাখতে পারে। এটি 2300 ওয়াটের পাওয়ার ব্যবহার করে, যা দ্রুত ঘরকে ঠান্ডা করে। ফেলে বাইরে যতই গরম থাকুক, ঘর থাকবে একদম শীতল এবং আরামদায়ক।

উন্নত প্রযুক্তি এবং দীর্ঘস্থায়ী পারফরম্যান্স

এই এসিটিতে কপার কনডেন্সার ব্যবহার করা হয়েছে। ফলে দ্রুত তাপ ছড়িয়ে দেয় এবং এর আয়ু আরও আরো বাড়িয়ে তোলে। পাশাপাশি পরিবেশবান্ধব R410a রেফ্রিজারেটর ব্যবহার করা হয়েছে। যা আরও কার্যকরী কুলিং প্রদান করে। আর এসটি এমনিতেই টেকসই, তাই দীর্ঘদিন নির্ভরযোগ্য পারফরম্যান্স পাবেন।

স্মার্ট ফিচার এবং অন্যান্য সুবিধা

এই এসিটিতে রয়েছে সেল্ফ-ডায়াগনোসিস ফিচার, যার মাধ্যমে আপনি কোন সমস্যা হলে আগেভাগেই সতর্ক হতে পারবেন। পাশাপাশি রয়েছে স্লিপ মোড, অর্থাৎ রাতে স্বয়ংক্রিয়ভাবেই তাপমাত্রা সামঞ্জস্য করে দেবে। এর ফলে বিদ্যুৎ সাশ্রয় হবে এবং ঘুম হবে আরও আরামদায়ক। এছাড়া ডাস্ট ফিল্টার প্রযুক্তি যুক্ত রয়েছে, যা বাতাসকে পরিষ্কার রাখবে। এলার্জি এবং ধুলো থেকে সুরক্ষা দেবে।

আরও পড়ুনঃ শুধু সরকারি কর্মীই নয়, সকলের জন্যই পেনশন! বড় ইঙ্গিত দিল কেন্দ্র

কেন কিনবেন এই পোর্টেবল এসি?

প্রথমত এই এসিটি ইনস্টলেশনের কোন রকম ঝামেলা নেই এবং দেওয়ালে ফিট করানোরও কোন দরকার পড়ে না। দ্বিতীয়ত এক ঘর থেকে অন্য ঘরে খুব সহজেই এই এসিটি বয়ে নিয়ে যাওয়া যায়। তৃতীয়ত এই এসিটির মত কম দামে দুর্দান্ত কুলিং এবং আধুনিক প্রযুক্তি অন্য কোন এসি দিতে পারবে না। তাই ঘরকে ঠান্ডা ঠাণ্ডা কুল কুল রাখতে চাইলে অবশ্যই অফারটি থাকার মধ্যে এসিটিকে বাড়িতে নিয়ে আসুন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group