সৌভিক মুখার্জী, কলকাতা: শুরু হল ভারতের মাটিতে ইলন মাস্কের টেসলার (Tesla) আনুষ্ঠানিক যাত্রা। মুম্বাইয়ের বান্দ্রার বিখ্যাত বান্দ্রা কুরলা কমপ্লেক্সের এক বিলাসবহুল মলে শোরুম খুলে ভারতের বাজারে পা রাখল বিশ্বের সবথেকে আলোচিত ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারক সংস্থা টেসলা!
ভারতের বাজারে শুরু টেসলার পথ চলা
টুইটারে ANI-র পোস্ট করা এক ভিডিওতে দেখা গিয়েছে, মুম্বাইয়ের সাদা-কালো গ্লাসে মোড়া এই শোরুমের ভিতরে রাখা ছিল অর্ধেক ঢাকা টেসলার বহু প্রতীক্ষিত Model Y SUV! আর বাইরে ছিল উৎসাহিত জনতার ভিড়! এমনকি সেখানে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। তিনি বলেন, টেসলা শুধুমাত্র কোনও গাড়ি নয়, বরং ভারতের জন্য ভবিষ্যতেরও দিশা!
কত দামে মিলবে Tesla Model Y?
জানা যাচ্ছে, টেসলার এই মডেলটি দুটি ভ্যারিয়েন্টে ভারতের বাজারে এসেছে, যা সরাসরি চিনের সাংহাই গিগাফ্যাক্টরি থেকেই আমদানি করা হচ্ছে। জানা গিয়েছে, Model Y RWD মডেলটির এক্স-শোরুম প্রাইস 59.89 লক্ষ টাকা এবং অন রোড প্রাইস 61.7 লক্ষ টাকা এবং Model Y Long Range RWD মডেলটির এক্স-শোরুম প্রাইস 67.89 লক্ষ টাকা এবং অন রোড প্রাইস 69.14 লক্ষ টাকা।
তবে হ্যাঁ, যদি আপনি সেলফ-ড্রাইভিং ক্যাপাবিলিটি অপশন যোগ করতে চান, তাহলে তার জন্য আলাদা করে 6 লক্ষ টাকা খরচ করতে হবে। কিন্তু ভারতে আইনগত বাধ্যবাধকতার কারণে এই ফিচার এখনো পুরোপুরি চালু করা নাও হতে পারে বলে জানানো হয়েছে।
ভারতের তুলনায় বিদেশে দাম কম কেন?
সবথেকে বড় ব্যাপার, আমেরিকায় এই মডেল মাত্র 38.6 লক্ষ টাকায় পাওয়া যাচ্ছে। আর চিনে মাত্র 31.5 লক্ষ টাকায় মিলছে টেসলার এই মডেল। এর প্রধান কারণ, ভারতে আমদানিকৃত গাড়ির উপর 70% শুল্ক। এমনকি তার সঙ্গে যুক্ত হয় পরিবহন খরচ ও স্থানীয় কর। সে কারণেই এ দেশের বাজারে গাড়ির দাম আকাশছোঁয়া।
Tesla Model Y-র বৈশিষ্ট্য
বলে রাখি, টেসলার এই মডেল একবার চার্জ দিলেই 574 কিলোমিটার রেঞ্জ দেবে। পাশাপাশি গাড়িটিতে মাত্র 5.4 সেকেন্ডে 100 কিলোমিটার গতিবেগ উঠবে। এমনকি এই গাড়ির টপ স্পিড 200 কিলোমিটার প্রতি ঘন্টা, আর পাওয়ার আউটপুট দেবে 378 কিলোওয়াট। শুধু তাই নয়, এই গাড়ির ইঞ্জিন 493 Nm টর্ক উৎপন্ন করতে পারে।
আরও পড়ুনঃ ১০ দিনেই টাকা ডবল, AI প্রযুক্তির এমন ব্যবহার দেখে চমকে যাবেন আপনিও!
তবে প্রযুক্তি আর বিলসিতা নিয়ে যদি কথা বলি, তাহলে গাড়িটিতে থাকছে 15.4 ইঞ্চির সেন্ট্রাল টাচস্ক্রিন এবং 8 ইঞ্চির রিয়ার স্ক্রিন। পাশাপাশি থাকবে 15 স্পিকারের প্রিমিয়াম সাউন্ড সিস্টেম, ভেন্টিলেটেড ইলেকট্রিক সিট, ওটিটি স্ট্রিমিং এবং মোবাইল অ্যাপ কানেক্টিভিটি। পাশাপাশি ADAS সিস্টেম এবং ওভার-দ্য-এয়ার সফটওয়্যার আপডেটের সুবিধা থাকছে। ফলে ফিচারের দিক থেকে গাড়িটি এক্কেবারে বিলাসবহুল হয়ে উঠেছে।
তবে বর্তমানে ভারতের ইলেকট্রিক গাড়ির বাজার মোট গাড়ির মাত্র 4% হলেও সরকার 2030 সালের মধ্যে এই হার 30%-এ নিয়ে যেতে চাইছে। সেই লক্ষ্যে এবার কেন্দ্র সরকার ট্যাক্সের উপর বিশেষ ছাড় এবং বিদেশি বিনিয়োগের উপরও ছাড় দিচ্ছে। সবথেকে বড় ব্যাপার, টেসলার Model 3 সেডানও এবার ভারতের বাজারে আসার পরিকল্পনা করছে। আর যদি আমদানি শুল্ক কমে যায়, তাহলে এর দাম হতে পারে মোটামুটি 30 থেকে 40 লক্ষ টাকার মধ্যে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |