লাগে না লাইসেন্স, RTO রেজিস্ট্রেশন! মাত্র ৫০ হাজার টাকায় বাজারে এল সেরা ইলেকট্রিক স্কুটার

Published on:

Zelio Eeva

সৌভিক মুখার্জী, কলকাতা: দিনের পর দিন লাগামছাড়া বাড়ছে পেট্রোলের দাম এবং ট্রাফিক। তবে গ্রামাঞ্চল থেকে শুরু করে শহরাঞ্চলে এখন ইলেকট্রিক স্কুটারের চাহিদা চোখে পড়ার মতো। আর তারই মাঝে বাজারে এল এমন একটি স্কুটার, যা নতুন চালকদের একেবারে 50,000 টাকার মধ্যে স্বপ্ন পূরণ করতে পারে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

হ্যাঁ, এই স্কুটারের নাম Zelio Eeva! জানা গিয়েছে, এই ইলেকট্রিক স্কুটার চালাতে গেলে লাগে না কোনও ড্রাইভিং লাইসেন্স, এমনকি কোনও আরটিও রেজিস্ট্রেশনেরও দরকার নেই। শুধু চার্জ দিলেই মাখনের মতো চালানো যাবে এই ইলেকট্রিক টু-হুইলার।

কম দামে ভরপুর সুবিধা

সম্প্রতি Zelio E-Mobility সংস্থা ভারতের বাজারে তাদের নতুন ফেসলিফ্ট মডেল Eeva 2025 নিয়ে হাজির হয়েছে। জানা যাচ্ছে, চারটি ভিন্ন ভিন্ন ভ্যারিয়েন্টে বাজারে এসেছে এই স্কুটার। আর চারটিরই গতি সর্বাধিক 25 কিলোমিটার প্রতি ঘন্টা। যার ফলে এটি নো-লাইসেন্স এবং নো-রেজিস্ট্রেশনের আওতায় পড়ে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

দাম এবং ভ্যারিয়েন্ট

জানা গিয়েছে Eeva Gel 60V/32AH ভ্যারিয়েন্টের গাড়িটি একবার চার্জ দিলেই রেঞ্জ দেবে 80 কিলোমিটার। আর এটির বাজার মূল্য মাত্র 50,000 টাকা। পাশাপাশি Eeva Gel 72V/42AH ভ্যারিয়েন্টের গাড়িটি একবার চার্জ দিলে 100 কিলোমিটার রেঞ্জ দেবে। আর এটির মূল্য ধারা হচ্ছে 54,000 টাকা। Eeva Li-ion 60V/30AH গাড়িটি একবার চার্জ দিলেই 90 থেকে 100 কিলোমিটার রেঞ্জ দেবে। আর এটির মূল্য ধরা হয়েছে 64,000 টাকা এবং Eeva Li-ion 74V/32AH ভ্যারিয়েন্টেটি একবার চার্জ দিলেই 120 কিলোমিটার দৌড়বে। আর এটির মূল্য রাখা হয়েছে 69,000 টাকা। 

প্রসঙ্গত জানিয়ে রাখি, যে মডেলগুলোতে লিথিয়াম আয়ন ব্যাটারি থাকবে, সেগুলো সম্পূর্ণ চার্জ হতে মাত্র 4 ঘন্টা সময় লাগবে। তবে জেল ব্যাটারি যে মডেলগুলোতে থাকবে, সেগুলো চার্জ দিতে মোটামুটি 8 থেকে 10 ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে। তাই রোজকার অফিস, কলেজ বা বাজার যাওয়ার জন্য এটি হতে চলেছে একেবারে পারফেক্ট অপশন।

কী কী থাকছে এই স্কুটারে?

এই স্কুটার এককথায় ফিচারে ভরপুর। কারণ এতে থাকছে ডিজিটাল ডিসপ্লে, ইউএসবি চার্জিং পয়েন্ট, অ্যান্টি-থেফট অ্যালার্ম, পার্কিং গিয়ার। পাশাপাশি হাইড্রোলিক শক অ্যাবজর্ভার এবং ড্রাম ব্রেকের সুবিধাও দেওয়া হচ্ছে এই স্কুটারে। এমনকি এই গাড়িটিতে থাকছে 12 ইঞ্চির টায়ার এবং 150 মিমি গ্রাউন্ড ক্লিয়ারনেস। বলে দিই, আপাতত চারটি রঙের ভ্যারিয়েন্টে এই স্কুটার বাজারে এসেছে। আর সেগুলি হল—কালো, সাদা, ধূসর এবং নীল।

আরও পড়ুনঃ একসময় বাজার কাঁপিয়ে বেড়াত, ফিচারে ভরপুর! বন্ধ হয়ে গেল Pulsar-র জনপ্রিয় মডেল

থাকছে ওয়ারেন্টির সুবিধা

এই স্কুটারের সবথেকে বড় চমক এর ওয়ারেন্টিতে। কারণ স্কুটারটির উপর থাকছে 2 বছরের ওয়ারেন্টি এবং ব্যাটারির উপর থাকছে 1 বছরের ওয়ারেন্টি। আর বর্তমানে Zelio-র 400 টির বেশি আউটলেট রয়েছে গোটা দেশে এবং 2025-র মধ্যে তারা এই সংখ্যায় 1000 টিতে নিয়ে যেতে চায় বলে খবর। ইতিমধ্যেই 2 লক্ষের বেশি গ্রাহক এই ব্র্যান্ডের উপর ভরসা রেখেছে। তাই যারা শহর বা গ্রামের মধ্যে সাশ্রয়ী মূল্যের কোনও স্কুটার খুঁজছেন, তাদের জন্য এটি হতে পারে একেবারে সেরা বিকল্প।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group