Maruti, Tata-কে টক্কর! ৭ লাখের কমে অত্যাধুনিক CNG গাড়ি আনছে Nissan

Published:

Nissan Magnite
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের গাড়ির বাজারে এবার চমক দিল Nissan। হ্যাঁ, এবার লঞ্চ করা হয়েছে Nissan Magnite-এর CNG ভ্যারিয়েন্ট। আর সবথেকে বড় কথা, এর দাম শুরু হচ্ছে মাত্র 6.89 লক্ষ টাকা থাকে। ফলে ছোট SUV সেগমেন্টে Tata Punch-এর সরাসরি প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে এই গাড়িটি।

তবে হ্যাঁ, এখানে রয়েছে আরও এক চমক। এই CNG কিটটি ফ্যাক্টরি ফিটেড নয়। হ্যাঁ, ডিলার লেভেলে রেট্রোফিট করা হবে। অর্থাৎ, সরাসরি সরকার অনুমোদিত ফিটমেন্ট সেন্টার থেকে এই কিটটিকে ইন্সটল করতে হবে। তো চলুন এই গাড়ির সমস্ত ফিচার সম্পর্কিত তথ্য আজকের প্রতিবেদনে জেনে নিই।

বিরাট সিলিন্ডার সহ CNG কিট

বেশ কয়েকটি সূত্র জানাচ্ছে, Magnite CNG-তে থাকবে 12 কেজির একটি সিঙ্গেল সিলিন্ডার, যা অন্যান্য গাড়ির তুলনায় অনেকটাই বড়। আর সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, এই কিটটি একটি তৃতীয় পক্ষ প্রস্তুত করছে এবং এটি সরাসরি সরকারের নিয়ম মেনেই হচ্ছে। তাই নিরাপত্তার দিক থেকে 100% নিশ্চিত থাকা যাবে।

জানিয়ে রাখি, Nissan দিচ্ছে 3 বছরের বা 1 লক্ষ কিলোমিটারের ওয়ারেন্টি। হ্যাঁ, আর এই CNG কিটটির দাম মাত্র 75 হাজার টাকা। আর এটি Magnite-এর সমস্ত ভ্যারিয়েন্টেই পাওয়া যাবে বলে খবর। 

তবে এখানে একটি কিন্তু থাকছে। প্রাথমিকভাবে ভারতের সাতটি রাজ্যে এই নতুন CNG অপশন পাওয়া যাবে। আর সেগুলি হল – দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, কেরালা এবং কর্ণাটক। আশা করা যাচ্ছে, বাকি রাজ্যগুলোতেও ধীরে ধীরে চালু হবে পরিষেবা।

ইঞ্জিন এবং মাইলেজ

বেশ কয়েকটি সূত্র খতিয়ে জানা গেল, গাড়িটি CNG অপশনে পাওয়া যাবে 1.0 লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিনের সাথে, যা কিনা 5-স্পিড ম্যানুয়াল গিয়ার বক্সসহ আসবে। তবে এখনও অফিসিয়ালভাবে পারফরম্যান্সের ফিগার প্রকাশ করা হয়নি। কিন্তু অনুমান করা হচ্ছে যে, পেট্রোল ভ্যারিয়েন্টের তুলনায় কম পারফরম্যান্স দিলেও গাড়িটি মাইলেজে দিচ্ছে চমক। এই গাড়িটি শহরের রাস্তায় প্রতি কেজিতে 24 কিলোমিটার এবং হাইওয়েতে প্রতি কেজিতে 30 কিলোমিটার মাইলেজ দিতে পারে।

আরও পড়ুনঃ নয়া ঘোষণায় কর্মী থেকে পেনশনভোগীদের চিন্তা দূর করল EPFO

আধুনিক প্রযুক্তির ছোঁয়া থাকছে গাড়িটিতে

নতুন Nissan Magnite-এ থাকছে 8 ইঞ্চির একটি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম। পাশাপাশি 7 ইঞ্চির ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাসটার থাকছে। এছাড়া থাকছে পুশ স্টার্ট/স্টপ বাটন, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল। এমনকি USB Type-C পোর্টও থাকছে এই গাড়িটিতে। 

এবার নিরাপত্তা নিয়ে যদি কথা বলি, তাহলে Nissan Magnite-এ থাকছে ছয়টি এয়ারব্যাগ। ISOFIX চাইল্ড সিট অ্যাঙ্কর ফিচার যুক্ত থাকছে গাড়িটিতে। এছাড়া ভেহিকল ডায়নামিক কন্ট্রোল এবং ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোলের ফিচার দেওয়া থাকছে। এমনকি টায়ার পেশার মনিটরিং সিস্টেম এবং ABS + EBD ব্রেকিং সিস্টেম থাকছে এই বিশেষ গাড়িতে। 

তাই যারা স্বল্প বাজেটে একটি চমক দেওয়া SUV কিনতে চান এবং নিরাপদ ও ফিচার প্যাক CNG খুঁজছেন, তাদের জন্য নিঃসন্দেহে এই গাড়িটি হতে পারে সেরা বিকল্প। তবে এখন বিস্তারিত আপডেট পেতে আরো কিছুদিন অপেক্ষা করে যেতে হবে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join