এবার ফোনে ভেসে উঠবে কলারের আসল নাম, নয়া পরিষেবা আনছে TRAI

Published:

Caller Identification
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: স্ক্যাম বা জালিয়াতির দিন শেষ। কারণ, অনেক সময় অপরিচিত নম্বর থেকে ফোন আসে, যেগুলো বেশিরভাগ স্ক্যাম হয়ে থাকে। আর এবার সেই বিভ্রান্তির অবসান ঘটাতে চলেছে ভারত সরকার। জানা যাচ্ছে, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) এবং টেলিকম ডিপার্টমেন্ট (DoT) বড়সড় সিদ্ধান্তের পথে হেঁটেছে। হ্যাঁ, এবার থেকে কল আসলে স্ক্রিনে দেখা যাবে কলারের (Caller Identification) আসল নাম।

ফোনেই দেখা যাবে কলারের আসল নাম

আসলে এই নতুন পরিষেবার নাম CNAP বা কলিং নেম প্রেজেন্টেশন। এই প্রযুক্তির মাধ্যমে যে ব্যক্তি ফোন করছে তার টেলিকম সংযোগের সাথে যে নাম নিবন্ধিত রয়েছে সেটি স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিনে ভেসে উঠবে। অর্থাৎ, কলারের পরিচয় আর লুকানো থাকবে না। তবে আগে TRAI জানিয়েছিল যে, এই পরিষেবা শুধুমাত্র আগ্রহী গ্রাহকদের জন্য চালু করা হবে। কিন্তু DoT এর মতে সকল ব্যবহারকারীদের জন্যই ডিফল্টভাবে এই পরিষেবা চালু করে দেওয়া হবে যাতে জালিয়াতি কল প্রতিরোধ করা যায়।

বলাবাহুল্য, দেশে প্রতিদিন হাজার হাজার মানুষ প্রতারণার শিকার হচ্ছে। কখনও কখনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হয়ে যাচ্ছে, কখনও সাইবার ক্রাইম বা ডিজিটাল অ্যারেস্টিংয়ের নামে ভয় দেখিয়ে টাকা আদায় করা হচ্ছে। আর এই পরিস্থিতি থেকে সাধারণ মানুষকে রক্ষা করার জন্যই CNAP প্রযুক্তির পথ বেছে নেওয়া হয়েছে। গোটা বিশ্বজড়ি ইতিমধ্যেই এই পরিষেবা চালু হয়েছে যা সাইবার অপরাধ ঠেকাতে ইতিমধ্যেই প্রমাণ দিয়েছে।

আরও পড়ুনঃ জলেশ্বর থেকে কলকাতাগামী বাসে ভয়াবহ দুর্ঘটনা! নিহত ২, আহত কমপক্ষে ১০

CLIR ব্যবহারকারীদের জন্য নিয়ম

তবে হ্যাঁ, এর বিশেষ কিছু ব্যতিক্রম থাকছে। যারা কলিং লাইন আইডেন্টিফিকেশন রেস্ট্রিকশন বা CLIR পরিষেবা ব্যবহার করে বা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তা কিংবা বিশিষ্ট ব্যক্তিদের ক্ষেত্রে এই CNAP প্রযোজ্য হবে না। এদিকে TRAI ও DoT উভয়ই সিদ্ধান্ত নিয়েছে, প্রথম পর্যায়ে 4G ও 5G ব্যবহারকারীদের জন্য CNAP পরিষেবা চালু করা হবে। কারণ, 2G ও 3G নেটওয়ার্কে ব্যান্ডউইথ সীমাবদ্ধতার কারণে হয়তো এই প্রযুক্তি সাপোর্ট করবে না। তবে একবার এই প্রযুক্তি চালু করতে পারলে দেশে যে স্ক্যাম বা জালিয়াতির হার অনেকটাই কমবে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join